DIY-Bluetooth speaker | ব্লুটুথ স্পিকার

DIY- Bluetooth speaker with Bluetooth Audio Receiver TDA7492P 2x25W.

ব্লুটুথ স্পিকারের চাহিদা আজকাল অনেক। জায়গায় বসেই মোবাইল বা পিসি থেকে গান বাজানো বা অন্য যেকোনো অডিও ফাইল সবাই মিলে একসাথে শোনার এই ব্যবস্থা কে না পছন্দ করবে? এমনকি ইউটিউবে কোনো ভিডিও প্লে করলেও তার অডিও শোনা যাবে এইসব স্পিকারে, মোবাইলের সাথে কোনো তারের কানেকশন ছাড়াই! ভলিউম কন্ট্রোলও হবে মোবাইল থেকেই।

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমাণ প্রডাক্ট লিংক
Bluetooth Audio Receiver TDA7492P 2x25W   1 এখানে ক্লিক করুন
12V 700mA Power Adapter   1 এখানে ক্লিক করুন
Speaker 2  

সার্কিটঃ

নিচের ডায়াগ্রাম অনুযায়ী সার্কিটের কানেকশন সম্পন্ন করতে হবে।


প্রথমে বোর্ডটির টার্মিনাল ব্লকগুলোতে দুটি স্পিকারের তার স্ক্রু ড্রাইভার দিয়ে সংযুক্ত করতে হবে।

স্পিকার ন্যুনতম ২৫ ওয়াটের হওয়া প্রয়োজন। আমাদের সংগ্রহে একটি স্পিকারই ছিল। তাই আমরা এক্সপেরিমেন্টের সময়ও একটি স্পিকার ব্যবহার করেছি। তাতেও খুব ভালোভাবেই মিউজিক এবং অন্যান্য অডিও শোনা গেছে। সবচেয়ে ভালো আউটপুটের জন্য দুইটি স্পিকার ব্যবহার করা প্রয়োজন।


এরপর ১২ ভোল্ট পাওয়ার অ্যাডাপটার দিয়ে বোর্ডটিকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেবার সাথে সাথে বোর্ডের ব্লু এলইডি ব্লিংক করতে শুরু করবে।


বোর্ডকে পাওয়ার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যদি আপনার মোবাইল থেকে নতুন ব্লুটুথ ডিভাইসের জন্য স্ক্যানিং চালু করা হয়, তাহলে মোবাইল ফোন বোর্ডটিকে সনাক্ত করতে পারবে।


এবার বোর্ডটিকে মোবাইলের সাথে পেয়ার আপ করতে হবে।

পেয়ারিং সম্পন্ন হবার পর বোর্ডের ব্লু এলইডি স্থির হয়ে জ্বলে থাকবে।


ব্যাস। তৈরী হয়ে গেল ব্লুটুথ স্পিকার। এবার, মোবাইল থেকে যেকোনো অডিও বা ভিডিও ফাইল প্লে করলেই তা বেজে উঠবে স্পিকারে।

5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

One comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.