DIY-Audio Amplifier | অডিও অ্যাম্পলিফায়ার

Make an audio amplifier with LM386,resistors,capacitors, speaker, audio jack and battery. Gain of this amplifier is 20.

অডিও অ্যাম্পলিফায়ারের চাহিদা ঘরে বাইরে সবখানেই। শখে কিংবা প্রয়োজনে সাশ্রয়ী একটি অডিও অ্যাম্পলিফায়ার নিজে ডিজাইন করতে অনেকেই চান। এই এক্সপেরিমেন্টে আমরা LM386 ভিত্তিক একটি অডিও অ্যাম্পলিফায়ার তৈরী করব। অ্যাম্পলিফায়ারটির গেইন হবে ২০।

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমান প্রোডাক্ট লিংক
LM386 1 এখানে ক্লিক করুন
10 Ohm 1/4W Resistor 1 এখানে ক্লিক করুন
 Volume Pot Resistor 5K 1 এখানে ক্লিক করুন
Ceramic Capacitor 104 (100nF) 2 এখানে ক্লিক করুন
SMD Capacitor 47nf 1206 1 এখানে ক্লিক করুন
 1K Ohm 1/4W Resistor 1 এখানে ক্লিক করুন
1000uF 25V capacitor 4 এখানে ক্লিক করুন
Battery 9V 1 এখানে ক্লিক করুন
9V battery connector 1 এখানে ক্লিক করুন
Audio jack 1
Speaker 1
Soldering iron 1 এখানে ক্লিক করুন
Solder lead mini 1 এখানে ক্লিক করুন
Male to male jumper 5 এখানে ক্লিক করুন
Breadboard 1 এখানে ক্লিক করুন

অডিও জ্যাকটি টেকশপে খুচরা পাওয়া যায় না। আমাদের ব্যবহৃত অডিও জ্যাকটি আমরা নিয়েছিলাম অন্যরকম বিজ্ঞানবাক্স থেকে। শব্দকল্প অথবা অদ্ভুত মাপজোখ নামক বিজ্ঞানবাক্স যদি আপনার থাকে, তাহলে আপনি অডিও জ্যাকটি বিজ্ঞানবাক্স থেকেই জোগাড় করতে পারবেন।এই জ্যাকটির মাধ্যমেই মোবাইল , কম্পিউটার ইত্যাদি থেকে গান , লেকচার বা অন্য যেকোনো অডিও ইনপুট দিতে হবে।

মোবাইলের ইয়ারফোন কেটেও অডিও জ্যাকটি তৈরী করা যাবে। সেক্ষেত্রে এই ম্যানুয়ালের ৪ নং পেইজে দেখানো নিয়ম অনুসরন করতে হবে।

আমাদের ব্যবহৃত 3ohm, 3w এর  স্পিকারটিও  আমরা খুলেছিলাম আমাদের একটি পুরোনো টকিং রোবটের গা থেকে। তবে, এই এক্সপেরিমেন্টের জন্য ৮ ওহম স্পিকার উত্তম।

আমাদের ব্যবহৃত ৪৭ ন্যানোফ্যারাড ক্যাপাসিটরটি ছিল এসএমডি। ব্রেডবোর্ডে বসানোর জন্য আমরা ক্যাপাসিটরের মাথায় এলইডিটি কাটা পা সল্ডার করে নিয়েছিলাম।

সার্কিট ডায়াগ্রামঃ

নিচের সার্কিটটি ব্রেডবোর্ডে বসালেই তৈরী হবে অডিও অ্যামপ্লিফায়ার।

বাস্তবে আমাদের সার্কিটটি দেখতে ছিল এরকম।

5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.