<![CDATA[
এবার আমরা একটি আরডুইনো ভিত্তিক Automatic Door Lock তৈরী করব। আমাদের সিস্টেমটিতে থাকবে একটি IR Obstacle Sensor। সেন্সরের সামনে কেউ এসে দাঁড়ালে দরজার লক স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। সামনে কেউ না থাকলে দরজা বন্ধই থাকবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি | পরিমাণ | লিংক |
Arduino UNO-R3/Arduino Mega 2560 | 1 | link |
IR Obstacle Sensor | 1 | link |
IRF540 N Channel MOSFET | 1 | link |
DC 12V Solenoid Electric Door Lock | 1 | link |
Breadboard | 1 | link |
16×2 LCD with header | 1 | link |
Variable Resistor Pot 10K (103) | 1 | link |
10K ¼ watt resistor | 1 | link |
Wall Power Adapter: 12VDC, 3A, 5.5×2.1mm Barrel Jack, Center-Positive | 1 | link |
Male to male jumpers | 21 | link |
Male to female jumpers | 4 | link |
IR obstacle sensor কিভাবে কাজ করে?
IR obstacle sensor এর চারটি পিন রয়েছে। যখন সেন্সরের সামনে কোনও বাধা থাকে না, তখন OUTPUT pin এর আউটপুট HIGH থাকে। সেন্সরের সামনে বাধা থাকলে এই আউটপুট LOW হয়। digitalRead() ফাংশন ব্যবহার করে এই পিনের আউটপুট রিড করা হয়। এই পিনটি রিড করার মাধ্যমে আরডুইনো বুঝতে পারে তার সামনে কোনো বাধা আছে কি না।
IR obstacle sensor ক্যালিব্রেট করবেন কিভাবে?
শুরুতেই IR Obstacle Sensor ক্যালিব্রেট করা জরুরী। লক্ষ্য করুন, সেন্সর মডিউলটিতে দুটি এলইডি আছে। একটি Power LED, অপরটি Obstacle LED। Power LED মডিউলে পাওয়ার দিলেই জ্বলে থাকবে। আরও আছে একটি ভ্যারিয়েবল পট। Variable POT ঘুরিয়ে সেন্সরটিকে ক্যালিব্রেট করতে হবে। POT ঘুরিয়ে এমন পজিশনে রাখতে হবে যাতে করে সেন্সরের সামনে কিছু থাকলে Obstacle LED জ্বলে ওঠে এবং না সামনে কিছু না থাকলে নিভে থাকে। উল্লেখ্য, এই সেন্সরের Allowable distance range হলো 2-60 cm। পট ঘুরিয়ে আপনি নির্ধারন করতে পারবেন ২ থেকে ৬০ সেন্টিমিটারের মধ্যে সর্বোচ্চ কত দুরত্বে থাকা বস্তুকে সেন্সরটি চিহ্নিত করতে সক্ষম হবে।
এই প্রজেক্টে MOSFET কেন ব্যবহার করতে হবে?
আমরা যে সলিনয়েড ডোরলক ব্যবহার করব সেটি ১২ ভোল্টে চলে। কিন্তু আরডুইনোর আউটপুট ভোল্টেজ ৫ ভোল্ট। এই কারনে আরডুইনো দিয়ে ডোর লকটিকে সরাসরি সুইচিং করা যাবে না। ডোর লকটিকে একটি MOSFET এর মাধ্যমে সুইচিং করতে হবে। আমরা IRF540N ব্যবহার করব। এটি একটি N-channel MOSFET। এই MOSFET এর পিনআউট নিম্নরুপঃ
MOSFET এর Source এর সাথে আরডুইনোর GND পিন যুক্ত থাকবে। MOSFET এর Drain এর সাথে ডোরলকের নেগেটিভ সাইড যুক্ত থাকবে। ডোরলকের পজিটিভ সাইড যুক্ত থাকবে আরডুইনোর Vin পিনের সাথে। আরডুইনোকে 12V, 3A অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার দেওয়া হবে। আরডুইনোর একটি ডিজিটাল পিনের সাথে একটি 10K ohm resistor এর মাধ্যমে MOSFET এর base কানেক্ট করা থাকবে। পিনটি যখন High হবে তখন MOSFET এর base এ কারেন্ট প্রবাহিত হবে। এর ফলে Drain এবং Source শর্ট হয়ে যাবে। এবং ডোর লকটি খুলে যাবে।
সার্কিট ডায়াগ্রাম ও কানেকশন চার্টঃ
Arduino UNO-R3 | DC Door Lock | IRF540N |
10 | 10K resistor in series with G | |
GND | S | |
GND | D | |
Vin | VCC |
Arduino UNO | IR Obstacle Sensor |
VCC | + |
GND | – |
8 | Output |
Arduino UNO- R3 | LCD |
GND | VSS,K,1st pin of volume POT |
5V | VDD,A, 2nd pin of volume POT |
V0,3rd pin of the volume POT | |
GND | RW |
12 | RS |
11 | E |
5,4,3,2 | D4,D5,D6,D7 |
প্রোগ্রামঃ
নিচের প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড করুন।
#include <LiquidCrystal.h> // constants won't change. They're used here to set pin numbers: const int sensorPin = 8; // the number of the sensor pin const int dooorlockPin = 10; // the number of the dooorlock pin const int rs = 12, en = 11, d4 = 5, d5 = 4, d6 = 3, d7 = 2; LiquidCrystal lcd(rs, en, d4, d5, d6, d7); // variables will change: int sensorState = 0; // variable for reading the sensorpin void setup() { // initialize the singnal pin as an output: pinMode(dooorlockPin, OUTPUT); // initialize the sensor pin as an input: pinMode(sensorPin, INPUT_PULLUP); Serial.begin(9600); lcd.begin(16, 2); // Print a message to the LCD. lcd.print("Auto Doorlock!"); delay(1000); } void loop() { // read the state of the sensorpin: sensorState = digitalRead(sensorPin); // check if the there is somebody in front of the sensor. If it is, the dooorlockPin is Low: Serial.println(sensorState); delay(100); if(sensorState==LOW) { digitalWrite(dooorlockPin,HIGH); lcd.clear(); lcd.print("Door opened!"); } else { digitalWrite(dooorlockPin,LOW); lcd.clear(); lcd.print("Door closed!"); } }
পরীক্ষাঃ
সেন্সরের সামনে কেউ না থাকলে লক বন্ধ থাকবে।
এলসিডিতে দরজা বন্ধ থাকার মেসেজ দেখা যাবে।
পরবর্তী পরীক্ষায় সেন্সরের সামনে কেউ আসলে লক খুলে যাবে নিচের ছবিটি লক্ষ্য করুন
এভাবে আমরা একটি Automatic Door Lock তৈরী করতে পারি এবং দরজায় স্থাপন করতে পারি। আমরা প্রয়োজনীয় কম্পোনেন্ট এবং প্রোগ্রাম উল্লেখ করেছি যা দেখে আপনিও খুবই সহজে তৈরি করতে পারেবন। আর আরডুইনো ভিত্তিক আরও প্রজেক্ট সম্পর্কে জানতে চাই এই লিংক ভিজিট করুন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
]]>