Alcohol tester with Arduino & MQ-135 | অ্যালকোহল টেস্টার
অ্যালকোহলের উপস্থিতি নির্ণয় করা বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োজন হয়। যেমন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে খেলা শুরু করার আগে খেলোয়াড়দের নিঃশ্বাস পরীক্ষা করে নিশ্চিত করা হয় তারা কেউ মদ্যপান করে মাঠে নামেন নি। পুলিশ ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও প্রায়শই অভিযুক্ত ব্যক্তিদের উপর এই পরীক্ষাটি চালানো হয়। আধুনিক স্মার্টকারগুলোতেও অ্যালকোহল সেন্সর লাগানো থাকে যাতে কোনোভাবেই চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে না পারেন। এছাড়াও অ্যালকোহল টেস্টিং প্রয়োজন হয় বিভিন্ন কেমিকেল এবং পানীয়র মান নিয়ন্ত্রন ও নিরীক্ষনের ক্ষেত্রে।
MQ সিরিজের বেশ কয়েকটি গ্যাস সেন্সরই অ্যালকোহল সনাক্ত করতে পারে। এই এক্সপেরিমেন্টে আমরা ব্যবহার করব MQ-135। এই সেন্সরটি অ্যালকোহল ছাড়াও কার্বন-ডাই-অক্সাইড, অ্যামোনিয়া,বেনজিন ইত্যাদি সনাক্ত করতে পারে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি | পরিমাণ | প্রোডাক্ট লিংক |
Arduino Nano V3.0 (China) | 1 | এখানে ক্লিক করুন |
Gas sensor module(MQ-135) | 1 | এখানে ক্লিক করুন |
Bicolor LED (CC) | 1 | এখানে ক্লিক করুন |
100 ohm ¼ watt resistor | 1 | এখানে ক্লিক করুন |
Breadboard | 1 | এখানে ক্লিক করুন |
Male to male jumpers | 5 | এখানে ক্লিক করুন |
নিচের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিটটি সম্পন্ন করুন।
চার্ট আকারে কানেকশনগুলো নিচে প্রকাশ করা হল
Arduino Nano | MQ-135 |
5V | VCC |
GND | GND |
A0 | A0 |
Arduino Nano | Bicolor LED |
GND | Middle pin(Through a 100K resistor) |
7 | Red |
6 | Green |
প্রোগ্রামঃ নিচের প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড করুন।
const int redled=7;
const int greenled=6;
// the setup routine runs once when you press reset:
void setup() {
// initialize serial communication at 9600 bits per second:
Serial.begin(9600);
pinMode(redled,OUTPUT);
pinMode(greenled,OUTPUT);
}
// the loop routine runs over and over again forever:
void loop() {
// read the input on analog pin 0:
int sensorValue = analogRead(A0);
// print out the value you read:
Serial.println(sensorValue);
delay(800); // delay in between reads for stability
if(sensorValue>=300)
{
digitalWrite(redled,HIGH);
digitalWrite(greenled,LOW);
}
else
{
digitalWrite(redled,LOW);
digitalWrite(greenled,HIGH);
}
}