DIY-Wireless calling bell | ওয়্যারলেস কলিং বেল

Wireless calling bell made with RF transmiter and receiver module pair, HT12E and HT12D encoder-decoder Remote controlled calling bells are made this way.

এই টিউটোরিয়ালে আমরা একটি ওয়্যারলেস কলিং বেল তৈরী করব।

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমান প্রোডাক্ট লিংক
HT12E 1 এখানে ক্লিক করুন
HT12D 1 এখানে ক্লিক করুন
RF Transmitter Receiver Pair 433 MHz – FS1000A 1 এখানে ক্লিক করুন
Breadboard 1 এখানে ক্লিক করুন
Mini breadboard 2 এখানে ক্লিক করুন
9V battery 2 এখানে ক্লিক করুন
9V battery connector 2 এখানে ক্লিক করুন
7805 2 এখানে ক্লিক করুন
1 Mega ohm ¼ watt resistor 1 এখানে ক্লিক করুন
330 ohm ¼ watt resistor 1 এখানে ক্লিক করুন
47K 1/4W resistor 1 এখানে ক্লিক করুন
Push switch 1 এখানে ক্লিক করুন
Buzzer 1 এখানে ক্লিক করুন
LED green-3mm 1 এখানে ক্লিক করুন
BC557 PNP transistor 1 এখানে ক্লিক করুন
Male to male jumpers 18 এখানে ক্লিক করুন

সার্কিটঃ

ট্রান্সমিটার সাইডের সার্কিট নিচের ডায়াগ্রাম অনুযায়ী সম্পন্ন করুন।

আমাদের সার্কিটটি বাস্তবে দেখতে ছিল এরকম।

রিসিভারের সার্কিট কানেকশন নিচের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সম্পন্ন করুন।

আমাদের সার্কিটটি বাস্তবে দেখতে ছিল এরকম।

এবার ট্রান্সমিটার পার্টের পুশ বাটনটি প্রেস করলেই রিসিভার পার্টের বাযারটি বেজে উঠবে। অর্থ্যাৎ, ওয়্যারলেস কলিংবেল তৈরী।

সার্কিটের কার্যপ্রনালীঃ

HT12E অর্থ্যাৎ এনকোডারের DOUT  পিনকে আরএফ মডিউলের ট্রান্সমিটারের ডেটা পিনের সাথে কানেক্ট করা হয়েছে   এবং HT12D অর্থ্যাৎ ডিকোডারের Din পিনকে আরএফ মডিউলের রিসিভারের ডেটা পিনের সাথে কানেক্ট করা হয়েছে। এখানে ট্রান্সমিটার যে সিগন্যাল পাঠাবে রিসিভার তা-ই রিসিভ করবে।

HT12D এবং HT12E নিয়ে কাজ করতে হলে এই দুই আইসির অ্যাড্রেসিং অবশ্যই এক হতে হবে। যেমন, আমাদের এই কলিং বেলের সার্কিটে আমরা এনকোডার ও ডিকোডার উভয়ের A3 পিনকেই গ্রাউন্ড করে রেখেছি।

ট্রান্সমিটার ও রিসিভার পার্টে ভিন্ন ভিন্ন ব্যাটারি দিয়ে পাওয়ার দেবার পর যখন উভয়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে তখন HT12D এর VT নামক পিনে সংযুক্ত সবুজ এলইডি জ্বলে উঠবে। এই এলইডির জ্বলা দেখেই আমরা বুঝতে পারব ট্রান্সমিটার ও রিসিভার একে অন্যের রেঞ্জের ভেতরেই আছে এবং রিসিভার ট্রান্সমিটার থেকে সিগন্যাল গ্রহনে সক্ষম।

আরএফ   ট্রান্সমিটার ও রিসিভার উভয়ের রেঞ্জ বাড়ানোর জন্য ANT চিহ্নিত পিনে একটি মেল টু মেল অথবা মেল টু ফিমেল জাম্পার সল্ডার করে নিতে হবে। সল্ডার না করে শুধু স্পর্শ করিয়ে রাখলেও কাজ চলবে।

HT12E এর AD8 পিনের সাথে একটি বাটন পুল ডাউন করে রাখা হয়েছে।  যখনই এই বাটনটি প্রেস করা হবে তখনই AD8 পিনটি গ্রাউন্ডের সাথে সংযুক্ত হয়ে যাবে অর্থ্যাৎ, এই পিনে লজিক ০ পাওয়া যাবে। ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে যখন যোগাযোগ স্থাপিত হবার পর HT12E এর AD8 পিন যখনই 0 হবে ঠিক তখনই রিসিভার সাইডে থাকা HT12D এর D8 পিনও লো হবে।

HT12D এর D8 পিনের সাথে সংযুক্ত পিএনপি ট্রাঞ্জিস্টরের বেইজে লজিক ০ আসামাত্রই ট্রাঞ্জিস্টরটি অন হবে এবং বাযারটি বেজে উঠবে।

5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.