Water detector circuit | ওয়াটার ডিটেক্টর

This water detector circuit lights an LED when water stands in any surface. Don't let water stand. It is a habitat of aedes moquito and may cause dengue.

সকল প্রাণি ও উদ্ভিদের জন্যই পানির অপর নাম জীবন। কিন্তু এই পানির অপর নামই এখন মরণ। যদি তা জমে থাকে যেখানে সেখানে। কারন, জমে থাকা পানিতেই বংশবিস্তার করে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো প্রানঘাতি রোগ সৃষ্টিকারী এডিস মশা।

চিত্রঃ এডিস মশার কিছু কমন প্রজননস্থল(ছবিঃ সংগৃহিত)

সরকারী ঘোষনা থেকে প্রতিদিনই আমরা জানছি তিন দিনের বেশি কোনো খোলা জায়গাতেই পানি জমিয়ে রাখা যাবে না। এমনকি সৌন্দর্য্যের প্রতীক ফুলের টবে জমে থাকা পানিও ফেলে দিতে হবে সম্ভব হলে সাথে সাথেই।

চিত্রঃ সরকারী পোস্টার

গাছে পানি দেবার অটোমেটিক সিস্টেম তো বানিয়ে ফেললাম গত টিউটোরিয়ালে। এখন সময়মতো পানি অপসারন করার কথাও তো ভাবা চাই, তাই না? মাটিতে পানির উপস্থিতি ও পরিমাণ নির্ণয়ে Grove-moisture sensor ই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অটোমেটিক প্ল্যান্ট ওয়াটারিং সিস্টেম ময়েশ্চার সেন্সর দিয়েই বানানো হয়েছিল। তবে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে এই ময়েশ্চার সেন্সরের একটি চমৎকার বিকল্প আছে, যা ময়েশ্চার সেন্সরের চেয়ে সস্তা। এমনকি ব্যবহারও এত সহজ যে অনেকক্ষেত্রে কোনো আরডুইনো বা মাইক্রোকন্ট্রোলারেরও প্রয়োজন নেই।

হ্যাঁ, বলছিলাম টেকশপের রেইন সেন্সরের কথা। ইতোমধ্যে এই রেইন সেন্সর দিয়ে আমরা রেইন কন্ট্রোল্ড ওয়াটার পাম্প প্রজেক্ট করেছি।

চিত্রঃ রেইন সেন্সর

আজকে এই রেইন সেন্সর দিয়েই তৈরী হবে খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াটার ডিটেক্টর যা শুধু মাটিতে পানির উপস্থিতি নির্ণয় করে গাছে পানি দেবার কথাই মনে করিয়ে দিতে পারে না, টবের উপরে, নিচে জমে থাকা পানির ব্যপারেও আমাদের সতর্ক করবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমাণ প্রডাক্ট লিংক
Breadboard 1 এখানে ক্লিক করুন 
Rain sensor 1 এখানে ক্লিক করুন
BC547 transistor 1 এখানে ক্লিক করুন
100 ohm 1/4W resistor 1 এখানে ক্লিক করুন
LED-5mm 1 এখানে ক্লিক করুন
Male to male jumpers 2 এখানে ক্লিক করুন
Male to female jumpers 3 এখানে ক্লিক করুন
Rechargeable battery unit 1 এখানে ক্লিক করুন

 

সার্কিট ডায়াগ্রামঃ নিচের ডায়াগ্রাম অনুযায়ী ব্রেডবোর্ডে সার্কিট তৈরী করুন।


রেইন সেন্সরটি টবের মাটিতে পুঁতে রাখুন। মাটি ভেজা থাকা অবস্থায় এলইডিটি জ্বলবে, শুকনা মাটিতে নিভে থাকবে। সেন্সরের চারপাশে পানির পরিমান কমতে থাকলে এলইডির উজ্জ্বলতাও কমতে থাকবে। এলইডির জ্বলানেভা দেখেই আপনি বুঝতে পারবেন কখন গাছে পানি দেওয়া প্রয়োজন।


শুধু তাই নয়, মাটি থেকে একটু উপরে যদি একটি কাঠি বা অন্যকোন শক্ত কোনোকিছুর সাথে বেধে এই সেন্সরটিকে স্থাপন করে রাখা যায়, তাহলে মাটির উপরে পানি জমে থাকলেই এই এলইডি জ্বলে উঠবে।


ঠিক একইভাবে একে ব্যবহার করা যায় টবের নিচে জমে থাকা পানির উপস্থিতি জানান দেবার জন্য।

এই সকল ক্ষেত্রেই এলইডির জ্বলা-নেভা দেখে পরিচর্যাকারী সাথে সাথেই জমে থাকা পানি অপসারন করে ফেলতে পারবেন। এটি এডিস মশা থেকে বাঁচতে আমাদের সকলেরই নিয়মিত করা প্রয়োজন।

3.4/5 - (5 votes)
Share with your friends
Default image
A. R
Articles: 116

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.