<
/wp:image wp:image {“id”:57085}

/wp:image wp:table
Arduino UNO-R3 | Gravity- turbidity sensor |
5V | Red |
GND | Black |
A0 | Blue |
/wp:table wp:paragraph
আরডুইনো এবং এলসিডি মডিউলের মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করুন।
/wp:paragraph wp:image {“id”:57112,”width”:693,”height”:792}

/wp:image wp:table
Arduino UNO-R3 | LCD module advanced |
12 | RS |
11 | En |
D4 | 5 |
D5 | 4 |
D6 | 3 |
D7 | 2 |
VCC | VDD |
GND | VSS |
/wp:table wp:paragraph
পুরো সেটআপটি ছিল এরকমঃ
/wp:paragraph wp:gallery {“ids”:[57152]}
/wp:gallery wp:paragraph {“fontSize”:”medium”}
লাইব্রেরি ও কোডঃ
/wp:paragraph wp:paragraph
turbidity.h লাইব্রেরিটি আমরা গত টিউটোরিয়ালে লিখেছিলাম। ওটা লেখা ও ইন্সটল করা না থাকলে এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর নিচের কোডটি আরডুইনোতে আপলোড করুন।
/wp:paragraph wp:code
#include "turbidity.h"
#include <LiquidCrystal.h>
const int rs = 12, en = 11, d4 = 5, d5 = 4, d6 = 3, d7 = 2;
LiquidCrystal lcd(rs, en, d4, d5, d6, d7);
Turbidity turbidity;
void setup() {
// put your setup code here, to run once:
Serial.begin(9600);
lcd.begin(16, 2);
}
void loop() {
// put your main code here, to run repeatedly:
lcd.setCursor(0, 0);
lcd.print("Voltage:");
lcd.print(turbidity.voltagecalc());
lcd.setCursor(0, 1);
lcd.print("Turbidity:");
lcd.print(turbidity.turbiditycalc());
delay(500);
}
/wp:code wp:paragraph
লাইব্রেরি ব্যবহার না করেও এইখানে প্রদর্শিত স্যাম্পল কোড অনুযায়ী প্রোগ্রাম লেখা যায়।
টারবিডিটি সেন্সরের প্রোবটি পানিতে ডুবান এবং এলসিডিতে ডেটা দেখুন।
/wp:paragraph wp:image {“id”:57147}

/wp:image wp:paragraph
পরিস্কার এবং ময়লা পানির ভিন্ন ভিন্ন নমুনার জন্য ভোল্টেজ ও টারবিডিটির পরিবর্তন লক্ষ্য করুন। ভোল্টেজ যত কমবে টারবিডিটি তত বাড়বে।
/wp:paragraph wp:image {“id”:57148}

/wp:image wp:gallery {“ids”:[57149]}
-
চায়ের পানি
/wp:gallery wp:gallery {“ids”:[57150]}
-
মিনারেল ওয়াটার
/wp:gallery wp:paragraph {“textColor”:”vivid-red”}
খেয়াল রাখবেন, প্রোবের উপরিভাগের সকেটটি ওয়াটারপ্রুফ নয়।
/wp:paragraph wp:paragraph {“textColor”:”vivid-green-cyan”}
টারবিডি সেন্সরের নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এই সেন্সরটি কোয়ান্টিটেটিভ নয়, বরং কোয়ালিটেটিভ। টারবিডিটি নিখুঁতভাবে নির্ণয় করার চেয়ে পরিস্কার ও ময়লা পানি সনাক্ত করে পানি নিস্কাশন, ভাল্ব অন-অফ করা ইত্যাদি ক্ষেত্রেই এটি বেশি কার্যকর। টারবিডিটি জানা আছে এমন তিনটি দ্রবনের সাহায্যে সেন্সরটি ক্যালিব্রেট করে নিলে এই সেন্সর দিয়ে আরও সঠিকভাবে টারবিডিটি মাপা সম্ভব।
/wp:paragraph
]]>