TFT ও LCD ডিসপ্লে কি?
টিএফটি ‘থিন ফিল্ম ট্রানজিস্টর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (Thin Film Transistor Technology. আর LCD এর পুর্নরুপ হলো Liquid Crystal Display.) এগুলো মূলত লিকুইড দুটো গ্লাস প্ল্যাটের মাঝে থাকে এবং দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো। টিএফটি গ্লাসে যতগুলো পিক্সেল প্রদর্শিত হয়, ঠিক ততগুলো ট্রানজিস্টর থাকবে। মোবাইল হ্যান্ডসেটের পাশাপাশি টেলিভিশন সেট, কম্পিউটার মনিটরের স্ত্রিন হিসেবেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ডিসপ্লে।
এই ডিসপ্লের উৎপাদন খরচ কম হওয়ায় কম দামি স্মার্টফোন ও সাধারণ ফোনে এসব অত্যধিক ব্যবহার করা হয়। তবে, সরাসরি আলো বা সূর্যের আলোতে এই পর্দা দেখা যায় না বললেই চলে। বড় আকারের টিএফটি পর্দা মোবাইলের ব্যাটারির অনেক শক্তি নষ্ট করে। এই পর্দার লিকুইড বিষাক্ত, তাই চামড়ার সংস্পর্শে যেন না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হয়। যদি দুর্ঘটনাক্রমে তা শরীরের কোথাও লেগে যায়, তবে দ্রুত সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলাটা জরুরি।
সে যাই হোক, চলুন জেনে নেই ডিসপ্লে জগতে অদ্যপান্ত-
TFT ও LCD ডিসপ্লে প্রয়োজনীয়তা
প্রকৃতপক্ষে ডিসপ্লে শব্দটি ইলেক্ট্রনিক ডিভাইসের জগতে খুব বড়ো একটি জায়গা দখল করে আছে। খুব করে বলতে গেলে ডিসপ্লে ছাড়া যেন ডিজিটাল ডিভাইস কল্পনাই করা যায় না। তবে ডিসপ্লেতে আছে হরেক রকম প্রকারভেদ। তবে আমরা আজকে কথা বলবো TFT, LCD সহ বেশ কয়েকটি বহুল জনপ্রিয় ডিসপ্লে নিয়ে। তবে তার মধ্যে TFT, LCD পৃথিবীতে বহুল ব্যবহৃত ডিসপ্লে। যা একাধারে সাশ্রয়ী, সহজলভ্য এবং টেকসই। চলুন জেনে নেই TFT, LCD ডিসপ্লের প্রয়োজনীয়তা-
- TFT, LCD ডিসপ্লে মূলত লিকুইডের তৈরি নমনীয় এক ধরণের পদার্থ যা বাহিরে স্বচ্ছ কাচের আবরণ দ্বারা বেস্টিত ফলে ওজন তুলনামূলক অনেক কম।
- এই ডিসপ্লে প্রয়োজন অনুসারে দৈর্ঘ্যপ্রস্থ পরিমাপ করে তৈরি করা যায়। ফলে যেকোনো মোবইল ফোন কিংবা ইলেক্ট্রনিক্স ডিভাইসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই TFT, LCD ডিসপ্লে।
- বর্তমানে এই TFT, LCD ডিসপ্লের দাম তুলনামূলক কম হওয়ায় তা অনেক সহজলভ্য হয়ে উঠছে।
- এই TFT, LCD ডিসপ্লে কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এই ডিসপ্লের রেজুলেশন ক্ষমতা অনেক বেশি এবং বিদ্যুৎ সাশ্রয়ী।
- এই TFT, LCD ডিসপ্লের উপর সরাসরি আলো পড়লে দেখতে একটু সমস্যা হলেও এর কার্যক্ষমতা অত্যধিক।
- সরু কাচের তন্তুর সংমিশ্রণে তৈরি হওয়ায় এই ডিসপ্লের জীবনকাল অনেক বেশি হয়।
- মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর এমনকি শক্তিশালী কম্পিউটারেও সুলভ মূল্যে এই ডিসপ্লে ব্যবহার করা যায়।
- এই ডিসপ্লের সার্ভিস টাইম অনেক বেশি। ফলে একটানা ২০+ ঘন্টারও বেশি সময় ব্যবহার করা যায় অনায়াসে।
- এই ডিসপ্লে আলোর অবস্থানের ব্যস্তানুপাতিক হারে রেজুলেশন প্রদান করে বলে ব্রাইটনেস কম বেশি করে ব্যবহার করা যায়।
- সর্বোপরি, এই TFT, LCD মনিটর তুলনামূলক পরিবেশ বান্ধব, যার ফলে দীর্ঘ সময় ধরে দাপটের সাথে এই মনিটর বাজারে দাপিয়ে বেড়াচ্ছে।
- এই মনিটর ম্যাগনেটিক ফিল্ডের উপর কোন প্রভাব ফেলে না।
TFT Display আরডুইনোর সাথে কিভাবে কাজ করে? জানতে এই পোস্টটি পড়ে দেখতে পারেন।
TFT ডিসপ্লে কি AMOLED এর চেয়ে ভালো?
আসলে TFT ডিসপ্লে কি AMOLED এর চেয়ে ভালো এই উত্তরটি এক কথায় দেয়া সম্ভব নয়। এই প্রশ্নের উত্তর আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে। টিএফটি ডিসপ্লে এর অবস্থান থেকে স্বতন্ত্র। এই ডিসপ্লে অনেক আগ থেকেই ব্যবহার হয়ে আসছে। তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে AMOLED ডিসপ্লের সাপেক্ষে। যেমন- টিএফটি ডিসপ্লেতে পুরো ডিভাইসের আলোক কোষগুলো একসাথে জ্বলে এবং নিভে। ফলে এটির বেশি বিদ্যুৎ এবং শক্তির প্রয়োজন পড়ে। আর অপর দিকে, AMOLED ডিসপ্লে প্রয়োজন অনুসারে আলোক কোষকে অন অফ করতে পারে। যেমন- যখন স্কিনে কালো সিন আসে তখন এই AMOLED ডিসপ্লে তার কোষগুলোকে বিশ্রামে পাঠিয়ে দেয় তাই তুলনামূলক আলোচনায় বলাই যায় TFT ডিসপ্লে AMOLED এর চেয়ে ভালো নয়। বরং AMOLED ডিসপ্লেই TFT র তুলনায় অনেক ভালো।
আর একটু উদাহরণ সহকারে বলতে গেলে- যখন টিএফটি ডিসপ্লে রোদ কিংবা আলোতে চালনা করা হয় তখন তা ঠিকমতো কাজ করে না। অন্ধকার হয়ে যায়, কিন্তু AMOLED ডিসপ্লেতে এমনটা হয় না। তাই এ.. ডিসপ্লে TFT থেকে যথেষ্ট ভালো এবং উন্নতও।
TFT ডিসপ্লে কি IPS এর চেয়ে ভালো?
যদি এককথায় উত্তর চান তাহলে বলতে হবে TFT ডিসপ্লে IPS এর চেয়ে ভালো ডিসেপ্লে নয়। এখন হয়তো আপনি বলবেন, না আমি মানি না। কেন! বুঝিয়ে বলুন। হ্যাঁ, চলুন বুঝিয়ে বলি। আসলে TFT ডিসপ্লে একটু আগের মডেল আর IPS মনিটর তুলনামূলক আপডেট। ফলে এই IPS ডিসপ্লেতে অনেক নতুন ফিচার এড করা হয়েছে। টি. ডিসপ্লেতে কালার সেন্সর খুব বেশি উন্নত নয় ফলে এত প্রদর্শিত কোন ফুটেজের কোয়ালিটি অতো বেশি ভালো হয় না। তবে TFT ডিসপ্লের রেজুলেশন কোয়ালিটি অত্যধিক হওয়ায় এতে আপনি রিয়েল ইমেজ রেজুলেশন পাবেন। আপনার কাছে মনে হবে আপনি বাস্তবিক ইমেজ-ই দেখছেন।
তাছাড়া এ্যাঙ্গেল ভিউয়ের কথা চিন্তা করলে যেখানে TFT ডিসপ্লে ১৭০ ডিগ্রির চেয়ে বেশি প্রদর্শন করাতে পারে না সেখানে IPS দেখাতে পারে ২০০ ডিগ্রিরও বেশি এ্যাঙ্গেল। তাই বলা যায়, IPS ডিসপ্লে অবশ্যই TFT ডিসপ্লের চেয়ে অনেক অনেক বেশি ভালো।
TFT ডিসপ্লে কি চোখের জন্য ভালো?
সত্যিকার অর্থে TFT ডিসপ্লে চোখের জন্য খুব বেশি ভালো নয়। এই ডিসপ্লে তার আলো বা ব্রাইটনেস বাড়ানোর কমানোর জন্য সেন্সরের চেয়েও বেশি তার ব্যাকলাইটের উপর নির্ভরশীল। ফলে তা চোখের জন্য খুব বেশি সহনশীল নয়। তাছাড়া এই TFT ডিসপ্লের এ্যাঙ্গেল ভিউ খুব বেশি যথাযথ নয়। এটিতে বিভিন্ন এ্যাঙ্গেল থেকে তাকালে আলাদা আলাদা ভিউ দেখতে পাওয়া যায়। এই মনিটর আলোর উপস্থিতিতে খুব ভালো ফলাফল প্রদর্শন করে না। তাই বলাই যায় TFT ডিসপ্লে চোখের জন্য খুব বেশি ভালো কোন সমাধান নয়।
টিফটি, এলসিডি, এম্যালয়েড, সুপার এ্যামলয়েড এসকল ডিসপ্লে বর্তমানে বাজারে ঈর্ষনীয় প্রতিযোগিতার মধ্য দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে চলেছে। আমরা যখন কোন ইলেক্ট্রনিক ডিভাইস কিনতে যাই তখন তার র্যাম, রোম, প্রসেসরসহ অন্যান্য যন্ত্রাংশকে যতটা গুরুত্ব দেই, ডিসপ্লেকে ততোটা গুরুত্ব দেই না। অথচ ডিসপ্লেও কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। যদি ডিসপ্লে ভালো না হয় তবে আমরা যাকিছুই দেখতে চাই, তা বাস্তবিক ফিল তৈরি করে না। তাই উপরোক্ত আলোচনার ভিত্তিতে যেকোনো ডিভাইস কিনতে গেলে অবশ্যই আমরা ডিসপ্লের কোয়ালিটির বিষয়টি অবশ্যই মাথায় রাখবো। এতে আমাদের চোখও থাকবে নিরাপদ, আউটপুটও পাবো বাস্তবের ন্যায়।