RFID Access Control-MFRC522 কিভাবে ব্যবহার করবো?

প্রোডাক্ট পরিচিতিঃ

প্রযুক্তি আর পিছিয়ে নেই, সব কিছুতেই ডিজিটালের ছোঁয়া। আমাদের দেশও এগিয়ে। ঘরের কিংবা ক্যাবিনেটের দরজা যদি হয় ডিজিটাল তাহলে কেমন হবে? হ্যা, তাহলেতো খুব মজার হবে। তেমনি একটি ডিজিটাল লক RFID Access Control-MFRC522। আমাদের বাসা-বাড়ির দরজা কিংবা অনেক প্রকার ক্যাবিনেটেও ব্যবহার করা যাবে ডিভাইসটি। এটির ব্যবহারের ফলে ব্যবহারকারীকে চাবী সাথে নিয়ে ঘুরতে হবে না, যদি সাথে থাকে একটি RFID Card অথবা RFID Key Ring। আমরা যেমন ব্যাংকের বিভিন্ন প্রকার কার্ড সাথে রাখি, ঠিক তেমনি ভাবে একটি RFID কার্ড সাথে রেখে দিলেই চাবীর কাজ শেষ। নীল রঙের কানেক্টরটিতে ১২ভোল্ট দিতে হবে। এই ভোল্টেজ দিয়েই ডোর লক চলবে।

Full Package

Access Control with two tags

কি কি রয়েছে

RGB LED for Status

12V Power Connector (Blue)

DC 12V Solenoid Electric Door Lock Connector

Audio Buzzer

Door Lock Status LED

Wipe Button for Master Card

Programming Port Mini USB

RFID Card ১টি

RFID Key Ring ১টি

USB Mini Cable ১টি

 

ব্যবহারবিধিঃ

ডিভাইসটির সাথে থাকবে ২টি RFID Tag, একটি কার্ড অন্যটি কি রিং। যখন ডিভাইসটিতে পাওয়ার দেওয়া হবে তখন এর মধ্যে থাকা RGB LED জ্বলে উঠবে। তিনটি বাতিই ০.২ সেকেন্ড সময় পর পর জ্বলতে থাকবে। এটি দেখলে বুঝতে হবে এখনও কোন কার্ড এসাইন হয়নি। এবার যে কার্ডটি রিডারের উপর ধরবো সেটি Master Card হিসেবে বিবেচিত হবে। এবার LED র দিকে লক্ষ করলে দেখা যাবে শুধুমাত্র নিল রঙের LED জ্বলে আছে। তার মানে আপনার Master Card ভালোভাবে এসাইন হয়েছে।

Block Diagram

Waiting for Master Card: লাল-নীল-সবুজ তিনটি বাতি প্রতি ০.১ সেকেন্ড পর পর জ্বলতে থাকবে।
Master Card Wiped: Wipe বাটন চেপে ধরে আরডুইনো ন্যানোকে রিসেট দিতে হবে। এটি ৫ সেকেন্ড ধরে রাখতে হবে। এই অবস্থায় লাল বাতিটি জ্বলে থাকবে। যখন মুছে যাবে তখন লাল বাতিটি ৩ বার জ্বলে নিভে যাবে। এবার আবার Waiting for Master Card মুডে চলে যাবে।
Master Mode: রিডারের উপর Master Card ধরলে ডিভাইসটি মাস্টার মুডে চলে যাবে। এখন প্রতি ০.২ সেকেন্ড পর পর লাল-নীল-সবুজ বাতি জ্বলতে থাকবে। এবার যদি কোন Unauthorized Card ধরি তাহলে সেটি Authorized হয়ে যাবে। Authorized কার্ড ধরলে Unauthorized হয়ে যাবে। মাস্টার মুড থেকে বের হতে হলে মাস্টার কার্ড পুনরায় রিডারের উপর ধরলেই হবে।
Card Authorized Successful: সবুজ বাতি প্রতি ০.১ সেকেন্ড পর পর তিনবার জ্বলে নিভে যাবে।
Card Unauthorized Successful: লাল বাতি প্রতি ০.১ সেকেন্ড পর পর তিনবার জ্বলে নিভে যাবে।
Normal Mode: সব সময় নীল বাতি জ্বলে থাকবে।
Unauthorized Card: যদি Unauthorized কার্ড দিয়ে এক্সেস করার চেস্টা করা হয়, তাহলে লাল বাতি ও সাউন্ড বেজে উঠবে। এটি হবে প্রতি ০.১ সেকেন্ড পর পর চারবার।
Authorized Card: Authorized কার্ড দিয়ে এক্সেস করলে, সবুজ বাতি জ্বলে উঠবে। ০.৪ সেকেন্ডের জন্য একটি সাউন্ড বাজবে এবং ডোর লক অন হবে। ৫ সেকেন্ড পর লক অফ হয়ে যাবে।

প্রয়োজনীয় কম্পোনেন্টঃ

ক্রমিক নং  কম্পোনেন্টের নাম মডেল পরিমাণ লিংক
RFID Access Control-MFRC522 MOD-00199 ১টি কম্পোনেন্ট লিংক
12V 700mA Power Adapter MIS-00131 ১টি কম্পোনেন্ট লিংক
DC 12V Solenoid Electric Door Lock MIS-00318 ১টি কম্পোনেন্ট লিংক
DC Power Jack Adapter Plug C&C-00256 ১টি কম্পোনেন্ট লিংক
Male To Female Jumper Wire – Single C&C-00071 প্রয়োজনমত কম্পোনেন্ট লিংক
RFID Tag (13.56MHz) MIS-00350 প্রয়োজনমত কম্পোনেন্ট লিংক

 

RFID Access Control with Door Lock

Video

 
5/5 - (1 vote)
Share with your friends
Default image
Nur Mohammad
Senior Research Engineer | Techshop Bangladesh | E-mail: nur@techshopbd.com
Articles: 44

6 Comments

  1. Hlw sir assalamolaikum, amar aktu help lagto project ar jonno. ai project tate apni (RF Tag) ke push switch ar moto code koresen. r amr on off switch lagbe amr kaj a. so plz help me sir. thnq

      • amar kase rfid-access-control-mfrc522 ta royese, seta te key access koraile kisu somoy ar jonno on theke off hoye jay like (push switch). r amr pryojon key access koraile on thakbe abr key diye off hoye jabe like (on-off switch). rfid-access-control tar code/program ta modify korte hobe, so please help me. thnq

        • স্যার, এই প্রোডাক্টির ব্যবহারবিধী সাইটে দেওয়া আছে। যে সকল পিন ব্যবহার করে তৈরি করা হয়েছে, তাও রয়েছে। এই জন্য যে, কেউ যদি নিজের মত করে প্রোগ্রাম করতে চায়, তাহলে যেনো সেটি করতে পারে।

    • প্রিয় গ্রাহক, একাধিক কার্ড ব্যবহার করতে পারবেন তবে ঠিক কতো গুলো কার্ড তা নির্দিষ্ট করে বলতে পারছি না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.