Power Distribution Board কিভাবে ব্যবহার করবেন ?

পাওয়ার ডিসট্রিবিউশন বোর্ড টেকশপ বাংলাদেশের তৈরী একটি উল্লেখযোগ্য ডিভাইস । ডিভাইসটি দেখতে ছোট হলেও এটি মূলত আমাদের দৈনন্দিন বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্ট এবং রোবটিক্স এর কাজে খুবই গুরত্বপূর্ণ তাৎপর্য্য বহন করবে বলে আমরা আশা করি ।

ডিজিট্যাল ইলেক্ট্রনিক্সে কাজ করার সময় +5V এবং GND (Logical 1 অথবা Logical 0) আমাদের হামেশাই প্রয়োজন পড়ে । যার কারণে খুবই সিম্পল কোন সার্কিট সেট করতে গিয়ে প্রোজেক্টবোর্ডে জট-পাকানো অবস্থার তৈরী হয় । অপরদিকে রোবটিক্সে কাজ করার সময় আমাদের প্রায়স সার্ভো মটরের প্রয়োজন পড়ে, এবং প্রতিটি সার্ভো মটোরের জন্য GND, VCC and Signal বার বার এই তিনটি কানেকশন দেওয়া এবং এছাড়াও রিচার্জএবল ব্যাটারী বার বার খুলে চার্জ দেওয়াটাও কিন্তু কম বিরক্তিকর নয় ! আমাদের এই সকল বিরক্তিকর অবস্থা থেকে নিস্তার দিতে পারবে এই পাওয়ার ডিসট্রিবিউশন বোর্ড ।

পাওয়ার ডিসট্রিবিউশন বোর্ড এর সুবিধাসমূহ:

    • পাওয়ার ইনপুট দেওয়ার জন্য রয়েছে একটি DC-Socket এবং একটি Two Pin Blue Connector । পাওয়ার ইনপুটের জন্য এই দুইটিই ব্যবহার করা যাবে । তবে যদি রিচার্জএবল ব্যাটারী এর ব্যবহারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে রিচার্জএবল ব্যাটারীটি Two Pin Blue Connector এর সাথে কানেক্ট করাই শ্রেয় । এতে করে পাওয়ার সুইচটি বন্ধ করে DC-Socket ব্যবহার করে ব্যাটারীটিকে চার্জ করা যাবে । চার্জ চলাকালীন RED LED টি চার্জ ইন্ডিকেটর হিসাবে কাজ করবে । ব্যাটারীর চার্জ ফূল হয়ে গেলে DC-Socket থেকে চার্জার খুলে ফেললে RED LED টি বন্ধ হয়ে যাবে ।
    • ইনপুট পাওয়ার টি Vin এবং GND এই ৬টি Male কানেক্টর এর মাধ্যমে আউটপুট করা যাবে । সুতরাং একাধিক বোর্ডে ব্যাটারীর পাওয়ার সরবরাহ করার জন্য ব্যাটারীর তার ছিড়ে একাধিক জোড়া দেওয়া থেকে নিস্তার পাওয়া যাবে ।
    • +5V and GND এর জন্য রয়েছে সর্বমোট ১২টি Male কানেক্টর । (এক্ষেত্রে প্রথমেই নিশ্চিত হতে হবে যে P এবং Q ওপেন আছে । যদি P এবং Q শর্ট করা থাকে তাহলে এই ১২টি Male কানেক্টরেও যথাক্রমে Vin এবং GND আউটপুট হবে ।)
    • +5V and GND এর জন্য রয়েছে সর্বমোট ১২টি Female কানেক্টর । (এক্ষেত্রেও প্রথমেই নিশ্চিত হতে হবে যে P এবং Q ওপেন আছে । যদি P এবং Q শর্ট করা থাকে তাহলে এই ১২টি Male কানেক্টরেও যথাক্রমে Vin এবং GND আউটপুট হবে ।)
    • এছাড়াও Servo Motor কানেক্ট করার জন্য রয়েছে ১২টি GND, VCC and Signal কানেক্টর । এতে করে খুব সহজেই ঝামেলাবিহীন ভাবে ১২টি Servo Motor প্লাগ-এন্ড-প্লে করে ব্যবহার করা যাবে । Servo Motor গুলোতে Signal দেওয়ার জন্য যথাক্রমে ১২টি L-Shape-Male-Connector বোর্ড থেকে বের করা হয়েছে । যে পিন গুলোর মাধ্যমে ১২টি ভিন্ন ভিন্ন PWM Signal ১২টি Servo Motor এ ইনপুট দেওয়া যাবে ।
    • Servo Motor এর ভোল্টেজ রেটিং +5V হলে A এবং B এর পিন দুইটিকে জাম্পার দিয়ে শর্ট করতে হবে ।
    • Servo Motor এর ভোল্টেজ রেটিং ব্যাটারীর ইনপুট ভোল্টেজ এর সমান হলে B এবং C এর পিন দুইটিকে জাম্পার দিয়ে শর্ট করতে হবে ।
  • এছাড়াও Servo Motor এর VCC পিনে নিজের ইচ্ছামত যেকোন ভোল্টেজ দেওয়া যাবে । সেক্ষেত্রে A, B and C থেকে জাম্পার খুলে, B পিন ব্যবহার করে required ভোল্টের প্রদান করা যাবে ।

প্রোডাক্ট ডেমো ভিডিও:

5/5 - (1 vote)
Share with your friends
Default image
Fahim Reza
Research Engineer, TechShop Bangladesh
Articles: 13

One comment

  1. This would be great if you’d make this like a shield for arduino Mega or something like that.
    You haven’t mentioned but I guess you have used a 7805IC for 5v output – HOW! This only supplies 0.5 Amp of currents which is not enough to power a lot of ‘pins’ you have added.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.