Introduction to DF-96DK Automatic Water Level Controller

আপনি কি জানেন, প্রতিবছর শুধু ঢাকা ওয়াসা প্রায় ৩৩ লক্ষ ঘনমিটার ভূগর্ভস্থ পানি তুলে সারা শহরে সরবরাহ করে? এই পরিমাণ পানি দিয়ে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের মতো প্রায় ২০টি স্টেডিয়াম ভরে ফেলা সম্ভব! এর মধ্যে শুধু প্রতিদিনই ৫ স্টেডিয়াম সমান পানি অযথা অপচয় হয়। আর এই অপচয়ের বড় একটি কারণ হচ্ছে আমাদের ছোট্ট অসচেতনতা—যেমন অপ্রয়োজনে পানির মোটর চালু রাখা! এভাবে অপ্রয়োজনে পানির মোটর চালু রাখার কারণে আমাদের বিদ্যুৎ খরচ ও বাড়ছে!

df-96dk-automatic-water-level-controller-intro

এখন বিদ্যুৎ এবং পানি উভয় সম্পদের অপচয় রোধ করতে ভুমিকা রাখতে পারে DF-96DK Automatic Water Level Controller। যা বাসার Reserve কিংবা Overhead Tank অথবা উভয়ের পানির লেভের উপরে নির্ভর করে Motor কে চালু অথবা বন্ধ করতে পারে।  

Get Started

প্রথমেই আমরা পরিচিত হয়ে নেই DF-96DK Water Level Controller-এর সাথে। নিচের ডায়াগ্রাম দেখলেই সহজেই প্রতিটি Functional Part সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে—

df-96dk-automatic-water-level-controller

AC Input

এখানে বাসায় ব্যবহৃত 220V AC Line কানেক্ট করতে হবে, যা পুরো সিস্টেমকে চালানোর জন্য প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করবে।

Indicating Light

ইন্ডিকেটর লাইটের মাধ্যমে সহজেই বোঝা যায় পাম্প বর্তমানে চালু আছে নাকি বন্ধ। সবুজ লাইট জ্বললে বুঝতে হবে পাম্প ON, আর লাল লাইট জ্বললে সেটি OFF অবস্থায় রয়েছে।

Tri-State Switch

এই সুইচের মাধ্যমে কন্ট্রোলারকে তিনভাবে ব্যবহার করা যায়—ON, OFF এবং Auto।

  • ON মোডে পাম্প সবসময় চালু থাকবে।
  • OFF মোডে পাম্প সবসময় বন্ধ থাকবে।
  • Auto মোডে পানির লেভেল অনুযায়ী কন্ট্রোলার নিজেই Conductive Probe Wire এর মাধ্যমে পাম্পকে On/Off করবে।

Conductive Probe Wire

এখানে মোট ৫টি Probe Wire ব্যবহার করা হয়, যেগুলো পানির ট্যাঙ্কে নির্দিষ্ট লেভেলে বসানো হয়। পানি ধীরে ধীরে ভর্তি বা খালি হওয়ার সাথে সাথে এই Probe গুলো সিগন্যাল পাঠায় এবং কন্ট্রোলার সেই অনুযায়ী পাম্প চালু বা বন্ধ করে দেয়।

Output

এইখানে কন্ট্রোল করতে চান এমন যেকোনো ২২০ ভোল্টের লোড যেমন পানির পাম্প, লাইট, ফ্যান কানেক্ট করতে হবে।

Working Mode

DF-96DK Automatics Water Level Controller ব্যবহার করে মোট চারভাবে Water Level Control করা যায়। প্রতিটি Connection ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কাজে লাগে। নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো—

১. Water Storage Filling Control 

এই Configuration মূলত তখন ব্যবহার করতে হবে, যখন Water Storage-এ পানি Overflow হওয়ার আগে Pump Off রাখতে হবে এবং একই সাথে ট্যাংক খালি হওয়ার আগেই Pump On নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই কনফিগারেশনে Water Storage কখনো খালি হবে না।  

  • A Point: Water Storage একদম উপরের Level-এ বসাতে হবে। অর্থাৎ যেই Point এ পানি পৌঁছালে Pump Off হয়ে যাবে সেখানে Set করতে হবে।
  • B Point: Water Storage এর সেই Level এ বসাতে হবে যেখানে পানি পৌছালে Pump On হয়ে যাবে।
  • C, D, E Point: একসাথে Common হিসেবে নিচে বসানো হবে।

df-96dk-automatic-water-level-controller-single-tank-filling-control

সহজভাবে বললে, এই কনফিগারেশনে পানি B পর্যন্ত নামলে Pump চালু হবে এবং পানি A পর্যন্ত উঠলেই Pump বন্ধ হয়ে যাবে।

২. Water Storage Drain Control

এই Configuration ব্যবহার করতে হবে তখনই, যখন Water Storage থেকে পানি নির্দিষ্ট Level পর্যন্ত নামলে Pump Off রাখতে হবে এবং পানি উপরের Level-এ পৌঁছালে Pump On হয়ে Drain প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থাৎ Water Storage থেকে পানি Drain Control এর ক্ষেত্রে এই কনফিগারেশন ব্যবহার করা যাবে। 

  • C Point: Water Storage এর নিচে থাকবে এবং Common হিসেবে কাজ করবে।
  • D Point: Water Storage এর সেই Level এ বসাতে হবে যেখানে পানি পৌছালে তুমি চাচ্ছো Pump Off হয়ে যাবে।
  • E Point: উপরের Level-এ বসানো হবে। পানি এখানে পৌঁছালে Pump On হবে এবং Drain শুরু হবে।

df-96dk-automatic-water-level-controller-single-drainage-control

মানে হলো, পানি E পর্যন্ত উঠলেই Pump চালু হবে আর পানি D পর্যন্ত নামলেই Pump বন্ধ হবে।

৩. Water Shortage Protection (C & D)

  • C এবং D হলো Lower Level Control Point।
  • যখন পানি এই Point-এর নিচে নেমে যায়, Probe পানির সংস্পর্শ হারায় এবং Controller Auto ভাবে Pump Off করে দেয়।
  • এই অবস্থায় E & C Short Connected থাকবে এবং A & B Disconnected থাকবে।

water-shortage-protection

৪. Upper & Lower Water Level Control (A, B, C, D, E) 

  • A (Upper Level, UP Pool): পানি এই Point-এ পৌঁছালে Pump Off হবে।
  • B (Lower Level, UP Pool): পানি এই Point থেকে নামলেই Pump On হবে।
  • C (Common): সবসময় UP এবং DOWN Pool-এর নিচে বসানো হয়।
  • D (Lower Level, DOWN Pool): পানি এই Point থেকে নেমে গেলে Pump Off হবে।
  • E (Upper Level, DOWN Pool): পানি এই Point-এ পৌঁছালে Pump On হবে এবং Drain শুরু হবে।

dual-tank-control

অর্থাৎ, A ও B Probe দিয়ে UP Pool Control হয়, আর D ও E Probe দিয়ে DOWN Pool Control হয়। আর C সবসময় Common Line হিসেবে কাজ করে। এভাবে Connection করলে Controller একই সাথে নিচের Reservoir Water Storage আর উপরের Water Tank – দুই জায়গার পানির অবস্থা বুঝতে পারে। ফলে, Reservoir-এ পানি না থাকলে Pump চালু হবে না, আবার উপরের Tank ভর্তি হয়ে গেলে Pump Auto ভাবে বন্ধ হয়ে যাবে।

এর মানে হলো, আলাদা করে চিন্তা করতে হবে না—Pump সবসময় Safe Mode-এ চলবে এবং Water Wastage বা Overflow-এর ঝুঁকি একেবারেই থাকবে না।

 

Mahbub Morshed Rifat
Mahbub Morshed Rifat

Engineer
TechShop Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.