শুরুটা হয়েছিলো ২০০৩ সালে। ইতালির উত্তর মধ্য একটি শহরে অবস্থিত, ইন্টারেকশন ডিজাইন ইনস্টিটিউট আইভ্রিয়া (Interaction Design Institute Ivrea)
Hernando Barragan
আইভ্রিয়াতে Hernando Barragan নামের একজন মাস্টার্সের ছাত্র ছিলেন। তার মাস্টার্স থিসিস সুপারভাইজার ছিলেন, Massimo Banzi। Hernando Barragan মাস্টার্স থিসিস প্রোজেক্ট হিসেবে, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওয়্যারিং তৈরি করেন।
ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওয়্যারিং
ওয়্যারিং প্লাটফর্মে একটি ATmega128 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে সম্পূর্ণ একটি PCB বোর্ড তৈরি করা হয়। Processing এর উপর ভিত্তি করে একটি IDE এবং ATmega128 মাইক্রোকন্ট্রোলারকে প্রোগ্রাম করার জন্য লাইব্রেরী ফাংশন তৈরি করা হয়। যতদূর জানা যায়, একটি বোর্ডে খরচ হয়েছিলো পঞ্চাশ ডলার। যা বিক্রি হয়েছিলো ষাট ডলারে।
Motive of Thesis
২০০৪ সালে হার্নান্দো ব্যারাগান থিসিসের কারণে ডিস্টিংশনসহ মাস্টার্স অর্জন করেন। ২০০৪ সালে ব্যারাগনই একমাত্র ব্যাক্তি যিনি ডিস্টিংশন পেয়েছিলেন। তার নিজের কথায় “থিসিসের উদ্দেশ্য ছিল নন-ইঞ্জিনিয়ারদের জন্য ইলেকট্রনিক্সের সাথে কাজ করা আরও সহজ করা। থিসিস শেষ হওয়ার পরে, তিনি বাড়িতে চলে যান।
Massimo Banzi
তারপরে সেই প্রোজেক্টি নিয়ে ম্যাসিমো ব্যাঞ্জি পুনরায় কাজ শুরু করেন। তার উদ্দেশ্য ছিলো ওয়্যারিং প্লাটফর্মটি আরও সহজ, সস্তা এবং ওপেন সোর্স হোক, যেনো সবাই ব্যবহার করতে পারে।
David Cuartielles
প্রোজেক্টের মাঝামাঝি অবস্থায় ম্যাসিমো ব্যাঞ্জি ডেভিড কুয়ার্টিলেসের সাথে দেখা করেন। ডেভিড এই প্রোজেক্টে যুক্তে হয়ে, প্রোজেক্ট কে অনেকটা এগিয়ে নিয়ে যান।
তারা Atmel থেকে ৮-বিট মাইক্রোকন্ট্রোলার ডিভাইসের AVR ফ্যামিলি সিলেক্ট করেন।
ATmega8 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে সহজেই ব্যবহারযোগ্য একটি স্বয়ংসম্পূর্ণ সার্কিট বোর্ড ডিজাইন করেন। যার নাম ছিলো, “ওয়্যারিং লাইট”
এরপর ম্যাসিমো ব্যাঞ্জি ও ডেভিড কুয়ার্টিলেস দুজ’নে মিলে সম্পূর্ণ Arduino হার্ডওয়্যারটি প্রস্তুত করেন। এটি দেখতে পূর্বের “ওয়্যারিং লাইট” এর চেয়ে আরও নিখুঁত ভাবে তৈরি হয়েছে।
Arduino Hardware
এই আরডুইনো বোর্ডে কম্পিউটার থেকে প্রোগ্রাম আপলোড করার জন্য RS-232 পোর্টের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আমাদের কাছে যেটি সিরিয়াল পোর্ট নামে পরিচিত। প্রোগ্রাম আপলোডের জন্য কম্পিউটার এবং আরডুইনোর মাঝে একটি সিরিয়াল ক্যাবল (RS-232) ব্যবহার করতে হবে।David Mellis
এরপর প্রোজেক্টে একজন নতুন মেম্বার ডেভিড মেলিসকে যুক্ত করেন। ডেভিড মেলিসকে আরডুইনো সফ্টওয়্যারটি তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি হার্নান্দো ব্যারাগানের ওয়্যারিং প্লাটফর্মের উপর ভিত্তি করে আরডুইনো সফটওয়্যারটি তৈরি করেন।
Arduino Software
Tom Igoe
ম্যাসিমো ব্যাঞ্জি একজন এডভাইজর হিসেবে টম ইগোকে এই প্রোজেক্টের সাথে যুক্ত করেন। টম ইগো Sparkfun.com এর CEO Nathan Seidle এর সাথে সাক্ষাত করেন। তারপর কয়েক মাস পর Tom Igoe Arduino এর বিষয়ে Nathan Seidle কে জানান। আরডুইনো বোর্ডটি RS-232 ভার্শন এবং থ্রো-হোল হওয়ার ফলে স্পার্কফান তাদের কাস্টমারের দিক বিবেচনা করে, বোর্ডটি নেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করেন।
Gianluca Martino
এরপর প্রোজেক্টে যুক্ত হন জিয়ানলুকা মারটিনো। তিনি পিসিবি ম্যানুফেকচারিং এ এক্সপার্ট ছিলেন। আরডুইনোর দ্বিতীয় সংস্করণ এর জন্য পুনরায় ডিজাইন শুরু করেন। অতপর USB ভার্শনের একটি আরডুইনো বোর্ড ডিজাইন সম্পন্ন করেন। এরপর জিয়ানলুকা মারটিনো বেশ কিছু আরডুইনো ম্যানুফেকচার করেন।
Arduino USB Version
প্রায় ছয়-সাত মাস পর ২০০৫ সালের শেষের দিকে আরডুইনোর USB ভার্শন প্রস্তুত হয়ে যায়। পুনরায় Tom Igoe Sparkfun.com এর CEO Nathan Seidle কে আরডুইনোর দ্বিতীয় সংস্করণটির বিষয়ে অবগত করেন। এবার Nathan Seidle এর আরডুইনোটি পছন্দ হয়, এবং শুরুতে ২০ পিছ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
Arduino Diecimila
আরডুইনো টিম সময়ের সাথে সাথে ক্রমশ গবেষণা করে গিয়েছেন। এভাবে করে ২০০৭ সালে Arduino Diecimila ও LilyPad রিলিজ করেন।
Arduino Duemilanove, Arduino Nano এবং Arduino Pro Mini ২০০৮ সালে বাজারে আসেন। ২০০৯ সালে রিলিজ করেন Arduino Mega. এভাবে করে ২০১০ সালে, বর্তমানে বহুল ব্যবহৃত বোর্ড আরডুইনো উনোর আগমন ঘটে।LilyPad
Arduino Duemilanove, Arduino Nano এবং Arduino Pro Mini ২০০৮ সালে বাজারে আসেন। ২০০৯ সালে রিলিজ করেন Arduino Mega. এভাবে করে ২০১০ সালে, বর্তমানে বহুল ব্যবহৃত বোর্ড আরডুইনো উনোর আগমন ঘটে।
আরডুইনোর প্রতিষ্ঠাতা
ম্যাসিমো ব্যাঞ্জি, ডেভিড কুয়ার্টিলেস, ডেভিড মেলিস, টম ইগো ও জিয়ানলুকা মারটিনো বর্তমানে এই পাঁচজনই আরডুইনোর মূল প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত।