প্রয়োজনীয় যন্ত্রপাতি | পরিমান | লিংক |
Arduino UNO- R3 | 1 | এখানে ক্লিক করুন |
Pulse sensor | 1 | এখানে ক্লিক করুন |
LCD 84×48 – Nokia 5110 | 1 | এখানে ক্লিক করুন |
Male to female jumper | 1 | এখানে ক্লিক করুন |
Female to female jumper | 1 | এখানে ক্লিক করুন |
Rechargeable battery unit | 1 | এখানে ক্লিক করুন |
সার্কিট কানেকশনঃ
আরডুইনো ও এলসিডির মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করুন।
Arduino UNO- R3 | LCD 84×48 – Nokia 5110 |
GND | GND |
GND | LIGHT |
VCC | VCC |
13 | CLK |
11 | DIN |
9 | DC |
10 | CE |
8 | RST |
আরডুইনো এবং পালস সেন্সরের মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করুন।
Arduino UNO- R3 | Pulse sensor |
VCC(Red) | 5V |
GND(Black) | GND |
Signal(Purple) | A0 |
প্রোগ্রাম ও লাইব্রেরিঃ
লাইব্রেরিঃ এলসিডির জন্য এই ফোল্ডারটি ডাউনলোড করুন। ফোল্ডারটি আনজিপ করবেন না। নিচের ছবিতে দেখানো উপায়ে জিপ ফোল্ডার থেকেই লাইব্রেরি ইন্সটল করুন।
লাইব্রেরি ইন্সটল হবার পর examples লিস্টে UTlib.h লাইব্রেরির এক্সামপল কোডগুলো দেখা যাবে।
প্রোগ্রামঃ
এই লিংক থেকে প্রোগ্রামটি ডাউনলোড করুন। তারপর প্রোগ্রামটি কম্পাইল করে আরডুইনোতে আপলোড করুন।
হার্ট রেট পরিমাপঃ
নিচের ছবির মতো করে হাতের আঙ্গুলে পালস সেন্সরটিকে স্থাপন করুন।
সেন্সরের সাথে সরবরাহকৃত ভেলক্রোর টুকরো দিয়ে আঙ্গুলের সাথে সেন্সরটিকে আটকে রাখুন।
মিটারের রিডিং স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
]]>