Heart rate meter

প্রতি মিনিটে যতবার একজন মানুষের হৃৎপিণ্ডের কম্পন অনুভূত হয় সেটিই তার হার্ট রেট। হার্ট রেটের একক হচ্ছে beat per minute. সংক্ষেপে BPM। হার্ট রেট পর্যবেক্ষন করা অনেকক্ষেত্রেই জরুরী। স্বাস্থ্য পরীক্ষায়, ব্যায়াম করার সময়ে, স্ট্রেস বা অ্যাংজাইটি লেভেল অনুযায়ী কোথাও কোনো সিগন্যাল পাঠানো ইত্যাদি ক্ষেত্রে হার্ট রেট মনিটর করা প্রয়োজন। এই এক্সপেরিমেন্টে আমরা একটি আরডুইনোভিত্তিক হার্ট রেট মিটার তৈরী করব।

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমান লিংক
Arduino UNO- R3 1 এখানে ক্লিক করুন
Pulse sensor 1 এখানে ক্লিক করুন
LCD 84×48 – Nokia 5110   1 এখানে ক্লিক করুন
Male to female jumper 1 এখানে ক্লিক করুন
Female to female jumper 1 এখানে ক্লিক করুন
Rechargeable battery unit 1 এখানে ক্লিক করুন

সার্কিট কানেকশনঃ
আরডুইনো ও এলসিডির মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করুন।

Arduino UNO- R3 LCD 84×48 – Nokia 5110  
GND GND
GND LIGHT
VCC VCC
13 CLK
11 DIN
9 DC
10 CE
8 RST

আরডুইনো এবং পালস সেন্সরের মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করুন।

Arduino UNO- R3 Pulse sensor
VCC(Red) 5V
GND(Black) GND
Signal(Purple) A0

প্রোগ্রাম ও লাইব্রেরিঃ

লাইব্রেরিঃ এলসিডির জন্য এই ফোল্ডারটি ডাউনলোড করুন। ফোল্ডারটি আনজিপ করবেন না। নিচের ছবিতে দেখানো উপায়ে জিপ ফোল্ডার থেকেই লাইব্রেরি ইন্সটল করুন।

লাইব্রেরি ইন্সটল হবার পর examples লিস্টে UTlib.h লাইব্রেরির এক্সামপল কোডগুলো দেখা যাবে।

প্রোগ্রামঃ

এই লিংক থেকে প্রোগ্রামটি ডাউনলোড করুন। তারপর প্রোগ্রামটি কম্পাইল করে আরডুইনোতে আপলোড করুন।

হার্ট রেট পরিমাপঃ

নিচের ছবির মতো করে হাতের আঙ্গুলে পালস সেন্সরটিকে স্থাপন করুন।


সেন্সরের সাথে সরবরাহকৃত ভেলক্রোর টুকরো দিয়ে আঙ্গুলের সাথে সেন্সরটিকে আটকে রাখুন।

মিটারের রিডিং স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.