Expansion Project Board কিভাবে ব্যবহার করবেন ?

আমরা অনেকেই আছি যাদের প্রতিনিয়ত রাত জেগে নতুন নতুন প্রোজেক্ট নিয়ে কাজ করার নেশা হয়ে গেছে । আমরা প্রায়ই একটি সমস্যার মুখোমুখি হই, আর তা হলো সার্কিট একটু বড় হলেই প্রোজেক্টবোর্ড জোড়া দেওয়ার বিরক্তিকর এক ঝামেলা । আর পাশাপাশি সঠিক সময়ে সঠিক পাওয়ার সাপ্লাই এর অভাব ! এ সকল সমস্যার নিমিষেই সমাধান করতে পারবে, টেকশপের Expansion Project Board টি ।

Expansion Project Board এর পিন-আউট-ডায়াগ্রাম:

  1. Input Power DC Socket (7V to 25V)
  2. Power ON/OFF Switch
  3. Available Power on DC Socket indication LED
  4. Available Power on Vout pins indication LED
  5. Vin (Power of Input Power DC Socket)
  6. GND
  7. +5V Constant DC output
  8. USB Power ON/OFF
  9. USB (for Lamp)
  10. Error Voltage Correction Regulator (don’t regulator this)
  11. Output Voltage Regulator Pot
  12. Display (Output Voltage)
  13. Output Pins (Female Connector)
  14. Output Pins (Female Connector)
  15. Output Pins (Male Connector)
  16. Lamp
  17. Output Pins (Male Connector)
  18. Output Pins (Male Connector)
  19. Output Pins (Male Connector)
  20. Work Bench

Expansion Project Board এর সুবিধাসমূহ: 

    •  1.3V to 23V রেগুলেটেড পাওয়ার সাপ্লাই । যার মাধ্যমে “ভলিউম পট” ঘুরিয়ে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত ভোল্টেজ (যেকোন ডেসিমেল ভ্যালু পর্যন্ত এডজাষ্ট করা যায়) সেট করে নিতে পারবেন ।
    • রয়েছে আউটপুট মনিটরিং এর জন্য “ভোল্টেজ লেভেল ডিসপ্লে” । যার মাধ্যমে আউটপুট পিনসমূহের ভোল্টেজ লেভেল ডিসপ্লেটিতে দেখা যাবে ।
    • কোয়াটিলি সম্পন্ন দুইটি প্রোজেক্টবোর্ডের সমন্নয় তৈরী করা হয়েছে “ওয়ার্ক বেন্স” ।
    • “ওয়ার্ক বেন্স” এর যে পয়েন্টেই আপনার পাওয়ার প্রয়োজন হোক না কেন, পাশাপাশি Vertical এবং Horizontal দুই দিকেই রয়েছে available পাওয়ার পিন । (এখানে ৯৭টি male কানেক্টর এবং ২৯টি female কানেক্টর (সর্বমোট =  ১২৬ টি ) রয়েছে পজেটিভ আউটপুট এ জন্য এবং ৯৭টি male কানেক্টর এবং ২৯টি female কানেক্টর (সর্বমোট =  ১২৬ টি ) রয়েছে GND আউটপুট এ জন্য ।
    • এছাড়াও একটি USB Table Lamp এর ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে বোর্ডটিতে রাতে কাজ করার জন্য অতিরুক্ত অন্য কোন আলোর সোর্সের উপর নির্ভর করতে হবে না ।
    • বোর্ডটিতে রেগুলেটেড পাওয়ার এর সাথে একটি constant +5V আউটপুট এর ব্যবস্থা রয়েছে ।
  • বোর্ডের USB পোর্টটি ব্যবহার করে মোবাইল ফোনও চার্জ করা যাবে ।

Expansion Project Board সেটআপ:

Expansion Project Board এর সীমাবদ্ধতা: 

    • “Expansion Project Board” টি তার ভ্যারিয়্যাবল আউটপুট পিন সমূহে maximum 500mA এবং constant আউটপুট পিনে maximum 800mA কারেন্ট সরবরাহ করতে সক্ষম ।
  • “Expansion Project Board” এর সাথে কোন Adapter / Transformer যুক্ত নেই । তাই Power ইনপুট এর জন্য আপনাকে আলাদাভাবে একটি Adapter / Transformer ক্রয় করতে হবে ।

প্রোডাক্ট ডেমো ভিডিও:

5/5 - (1 vote)
Share with your friends
Default image
Fahim Reza
Research Engineer, TechShop Bangladesh
Articles: 13

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.