Expansion Project Board কিভাবে ব্যবহার করবেন ?
আমরা অনেকেই আছি যাদের প্রতিনিয়ত রাত জেগে নতুন নতুন প্রোজেক্ট নিয়ে কাজ করার নেশা হয়ে গেছে । আমরা প্রায়ই একটি সমস্যার মুখোমুখি হই, আর তা হলো সার্কিট একটু বড় হলেই প্রোজেক্টবোর্ড জোড়া দেওয়ার বিরক্তিকর এক ঝামেলা । আর পাশাপাশি সঠিক সময়ে সঠিক পাওয়ার সাপ্লাই এর অভাব ! এ সকল সমস্যার নিমিষেই সমাধান করতে পারবে, টেকশপের Expansion Project Board টি ।
Expansion Project Board এর পিন-আউট-ডায়াগ্রাম:
- Input Power DC Socket (7V to 25V)
- Power ON/OFF Switch
- Available Power on DC Socket indication LED
- Available Power on Vout pins indication LED
- Vin (Power of Input Power DC Socket)
- GND
- +5V Constant DC output
- USB Power ON/OFF
- USB (for Lamp)
- Error Voltage Correction Regulator (don’t regulator this)
- Output Voltage Regulator Pot
- Display (Output Voltage)
- Output Pins (Female Connector)
- Output Pins (Female Connector)
- Output Pins (Male Connector)
- Lamp
- Output Pins (Male Connector)
- Output Pins (Male Connector)
- Output Pins (Male Connector)
- Work Bench
Expansion Project Board এর সুবিধাসমূহ:
-
- 1.3V to 23V রেগুলেটেড পাওয়ার সাপ্লাই । যার মাধ্যমে “ভলিউম পট” ঘুরিয়ে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত ভোল্টেজ (যেকোন ডেসিমেল ভ্যালু পর্যন্ত এডজাষ্ট করা যায়) সেট করে নিতে পারবেন ।
-
- রয়েছে আউটপুট মনিটরিং এর জন্য “ভোল্টেজ লেভেল ডিসপ্লে” । যার মাধ্যমে আউটপুট পিনসমূহের ভোল্টেজ লেভেল ডিসপ্লেটিতে দেখা যাবে ।
-
- কোয়াটিলি সম্পন্ন দুইটি প্রোজেক্টবোর্ডের সমন্নয় তৈরী করা হয়েছে “ওয়ার্ক বেন্স” ।
-
- “ওয়ার্ক বেন্স” এর যে পয়েন্টেই আপনার পাওয়ার প্রয়োজন হোক না কেন, পাশাপাশি Vertical এবং Horizontal দুই দিকেই রয়েছে available পাওয়ার পিন । (এখানে ৯৭টি male কানেক্টর এবং ২৯টি female কানেক্টর (সর্বমোট = ১২৬ টি ) রয়েছে পজেটিভ আউটপুট এ জন্য এবং ৯৭টি male কানেক্টর এবং ২৯টি female কানেক্টর (সর্বমোট = ১২৬ টি ) রয়েছে GND আউটপুট এ জন্য ।
-
- এছাড়াও একটি USB Table Lamp এর ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে বোর্ডটিতে রাতে কাজ করার জন্য অতিরুক্ত অন্য কোন আলোর সোর্সের উপর নির্ভর করতে হবে না ।
-
- বোর্ডটিতে রেগুলেটেড পাওয়ার এর সাথে একটি constant +5V আউটপুট এর ব্যবস্থা রয়েছে ।
- বোর্ডের USB পোর্টটি ব্যবহার করে মোবাইল ফোনও চার্জ করা যাবে ।
Expansion Project Board সেটআপ:
Expansion Project Board এর সীমাবদ্ধতা:
-
- “Expansion Project Board” টি তার ভ্যারিয়্যাবল আউটপুট পিন সমূহে maximum 500mA এবং constant আউটপুট পিনে maximum 800mA কারেন্ট সরবরাহ করতে সক্ষম ।
- “Expansion Project Board” এর সাথে কোন Adapter / Transformer যুক্ত নেই । তাই Power ইনপুট এর জন্য আপনাকে আলাদাভাবে একটি Adapter / Transformer ক্রয় করতে হবে ।