ESP8266 ESP-01 কে সহজেই প্রোগ্রাম করি

এই টিউটোরিয়ালটিতে ESP8266 ESP-01 মডিউলকে কিভাবে Arduino IDE দিয়ে প্রোগ্রাম করবেন, তার পর্যায়ক্রমিক নির্দেশনাগুলো দেয়া হয়েছে। আশা করছি এই টিউটোরিয়ালটি অনুসরণ করে আপনি সহজেই আপনার ESP ডিভাইসগুলোকে প্রোগ্রাম করতে পারবেন।

ESP8266 নিয়ে কাজ করতে হলে আপনাকে কম্পাইলার ব্যবহার  করতেই হবে। সেক্ষেত্রে Arduino IDE দিয়েই ESP8266 কে খুব সহজেই প্রোগ্রাম করতে পারবেন। এজন্য আপনাকে Arduino IDE তে ESP8266 এর বোর্ড গুলো ইন্সটল করে নিতে হবে। নিম্নে চিত্রের মাধ্যমে ইন্সটলের পুরো টিউটোরিয়াল দেওয়া আছে।

প্রয়োজনীয় কম্পোনেন্টঃ

ক্রমিক নং কম্পোনেন্টের নাম মডেল পরিমাণ লিংক
ESP8266 mBoard WIR-00068 ১ টি কম্পোনেন্ট লিংক
FTDI USB to Serial Converter 3V3-5V MOD-00207 ১ টি কম্পোনেন্ট লিংক

ধাপ-১: Arduino IDE তে গিয়ে File>Preferences এ ক্লিক করতে হবে।

arduino ide

 

ধাপ-২: http://arduino.esp8266.com/stable/package_esp8266com_index.json  এই লাইনটি Additional Boards Manager URLs বক্সে লিখে OK দিতে হবে।

arduino ide preference

 

ধাপ-৩ঃ এখন Tools>Board>Board Manager… সিলেক্ট করে ESP8266 লিখতে হবে এবং “esp8266 by ESP8266 Community” দেখালে এটি Install করতে হবে।

arduino ide board selection

 

ধাপ-৪ঃ ESP8266 Board ইন্সটল শুরু হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে…

arduino ide esp board installation

 

ধাপ-৫ঃ ESP8266 ইন্সটল শেষ হয়েছে।

esp board successful installation

 

ধাপ-৬ঃ এখন Board এ ক্লিক করলে ESP8266 এর বিভিন্ন রকমের বোর্ড দেখতে পাবেন।

selecting esp board on arduino ide

 

ধাপ-৭ঃ এখন Tools>Board>Generic ESP8266 Module সিলেক্ট করতে হবে।

selecting esp 8266 on arduino ide

 

ধাপ-৮: পুনরায় Tools>Upload Speed>115200 এবং Tools>Port>COM (FTDI USB Serial Converter Port) সিলেক্ট করতে হবে।

FTDI USB Serial Converter Port selection

 

ধাপ-৯: সংযোগ প্রক্রিয়াঃ
1. USB to Serial Converter এর সাথে ESP8266 ESP-01 Wifi Mini Development Board সংযোগ করতে হবে।
2. কম্পিউটার এর সাথে USB to Serial Converter কানেক্ট করতে হবে।

3. এবার FLASH বাটন চেপে ধরে রাখতে হবে, অতপর RESET বাটন ১ বার প্রেস করে ছেড়ে দিন এবার FLASH বাটনও ছেড়ে দিন। লক্ষ করে দেখুন Green LED (GPIO0) হাল্কা জ্বলে থাকবে। এবার ডিভাইসটি প্রোগ্রামিং মুডে আছে। এখন আরডুইনো থেকে আপলোড দিতে হবে।

 

ধাপ-১০: এবার আপলোড বাটনে ক্লিক করে প্রোগাম করতে হবে।

uploading code to esp 8266

 

ধাপ-১১: প্রোগ্রাম আপলোড ১০০% শেষ হয়েছে।

code upload successful

5/5 - (1 vote)
Share with your friends
Default image
Nur Mohammad
Senior Research Engineer | Techshop Bangladesh | E-mail: nur@techshopbd.com
Articles: 38

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.