আজকে আমরা একটি Laser ভিত্তিক Burglar Alarm তৈরী করব। সার্কিটটিতে থাকবে একটি লেজার ডায়োড এবং একটি এলডিআর।
প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
প্রয়োজনীয় যন্ত্রপাতি | পরিমাণ | লিংক |
Arduino UNO/ARduino Mega | 1 | link |
Laser diode module | 1 | link |
Active buzzer | 1 | link |
LDR 5mm | 1 | link |
10K ¼ watt resistor | 1 | link |
Breadboard | 1 | link |
Male to male Jumper wires | 5 | link |
Male to female jumper wires | 3 | link |
সার্কিট ডায়াগ্রামঃ
কানেকশন চার্টঃ
Arduino Uno | LDR | 10K Resistor |
A0 | Pin1 | Pin1 |
5V | Pin2 | |
GND | Pin2 |
Arduino UNO | Laser diode module |
5V | + |
GND | – |
5V | S |
Arduino UNO | Buzzer |
10 | + |
GND | – |
কোডঃ
নিচের প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড করুন।
const int BUZZER=10; const int ldr=A0; int threshold=0; int sensorValue; void setup(){ long sum=0; Serial.begin(9600); pinMode(BUZZER,OUTPUT); digitalWrite(BUZZER,LOW); delay(1000); for(int i=0;i<500;i++) { sensorValue=analogRead(ldr); sum += sensorValue; delay(5); threshold = sum/500; } } void loop(){ int temp; sensorValue=analogRead(ldr); Serial.print("threshold ="); Serial.println(threshold); Serial.print("sensorvalue ="); Serial.println(sensorValue); temp = threshold - sensorValue; if(temp>=200 ){ digitalWrite(BUZZER,HIGH); } else { digitalWrite(BUZZER,LOW); } }
পরীক্ষাঃ
সার্কিট পাওয়ার দেওয়া অবস্থায়এলডিআর এবং লেজারকে এভাবে পরস্পরের মুখোমুখি স্থাপন করতে হবে। এমনভাবে রাখতে হবে যেন লেজারের আলো সরাসরি এলডিআরের উপর পড়ে। এই পজিশনে সার্কিটকে সেট করার পর আরডুইনোর রিসেট বাটনে একবার প্রেস করে আরডুইনোকে রিসেট করা প্রয়োজন।
স্বাভাবিক অবস্থায় লেজারের আলো সরাসরি এলডিআরের উপর পড়বে। তখন বাযার অফ থাকবে।
লেজার ও এলডিআরের সামনে এসে কেউ দাঁড়ালে, এমনকি হাত রাখলেও লেজারের আলো এলডিআরে পৌছাবে না৷ বাযার বেজে উঠবে।
লক্ষ্য করুনঃ
এই সার্কিটে এলডিআর এবং লেজারকে একই উৎস থেকে পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি করার কোনো প্রয়োজন নেই। লেজার ডায়োডকে সম্পূর্ণ আলাদা একটি সোর্স থেকেও পাওয়ার দেওয়া সম্ভব। লেজারের সুবিধা হল এটি অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে। তাই আরডুইনোর সাথে সংযুক্ত এলডিআরের উপর দূরে কোথাও স্থাপিত লেজার ডায়োড দিয়ে ফোকাস ফেলে এরকম অ্যালার্ম সার্কিট তৈরী করা সম্ভব। মিউজিয়ামে কোনো মূল্যবান বস্তু পাহারা দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অ্যালার্ম সার্কিট ব্যবহার করা যায়। রেললাইনের দুর্ঘটনা এড়াতেও এই লেজার এবং এলডিআরের সমন্বয়ে তৈরী এই ধরনের সিস্টেমের ব্যবহার দেখা যায়।