Smart bulb with ESP8266 | স্মার্ট বাল্ব

ESP8266 based smart light. Can be controlled from anywhere in the world from mobile app. Integrated with Amazon Alexa for voice control.

এখন আইওটির যুগ। শুধু মোবাইল আর ট্যাবই নয়, বাতি-পাখা, ফ্রিজ-টিভির মতো আটপৌরে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রীকে ইন্টারনেটে সংযুক্ত করা, ইন্টারনেটের মাধ্যমে চালু ও বন্ধ করা এবং মনিটরিং এখন সময়ের দাবী। বাসায় বসেই যদি আমরা দেখতে সক্ষম হই যে আমাদের ফ্যাক্টরিতে কোন লোডটি অন আছে আর কোনটি অফ, বাসা থেকেই যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কোনো ডিভাইসকে অন -অফ করতে সক্ষম হই তাতে যে শুধু শ্রমই বেঁচে যাবে তা নয়, বেঁচে যাবে অনেক সময়ও যা ব্যয় করা যাবে পরিবার কিংবা তাদের সঙ্গে যারা আসলেই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ।   

এ তো গেল ইন্ডাস্ট্রি সেক্টরের কথা। বাসায় আইওটি ডিভাইসগুলোর উপকারীতা কী কম? শয্যাশায়ী রোগীরা যদি শুধু কথা বলেই বা মোবাইলের একটা বোতাম টিপেই ফ্যান-লাইট নিয়ন্ত্রন করতে পারে, একটি মানবীয় ভয়েস অ্যাসিস্টেন্ট যদি সকালে আমাদের জাগিয়ে দেয়, কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা মনে করিয়ে দেয় তাহলে কত উপকার হবে আমাদের তাই না?  

এই টিউটোরিয়ালে আমরা একটি সাধারন লাইট বাল্বকে পরিণত করব স্মার্ট বাল্বে‌। যেটি ইন্টারনেটে সংযুক্ত থাকবে। যাকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে অন-অফ করা যাবে এবং ভয়েস অ্যাসিস্টেন্টের মাধ্যমে ঘরের ভেতর শুধুমাত্র কথা বলেই নিয়ন্ত্রন করা যাবে।  এখানে উদাহরন হিসেবে শুধু একটি বাল্ব নেওয়া হয়েছে। যেকোনো এসি লোডকেই এভাবে স্মার্ট লোডে পরিণত করা সম্ভব।     

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমান প্রডাক্ট লিংক
WiFi IoT Switch Sonoff Basic 1 এখানে ক্লিক করুন
Amazon Alexa Echo Dot 2 with Case   1 এখানে ক্লিক করুন
Power cable 1 এখানে ক্লিক করুন
AC bulb 1  
Bulb holder 1  

সার্কিটঃ
SONOFF switch এর ইনপুটে এসি কেবল দিয়ে ২২০ ভোল্ট পাওয়ার দিন।


এসি বাল্ব হোল্ডারের দুই প্রান্ত SONOFF switch এর আউটপুটে সংযুক্ত করুন।


Amazon Alexa Echo Dot কে এর সাথে সরবরাহকৃত অ্যাডাপটারের মাধ্যমে কিংবা অথবা ডেটা কেবলের সাহায্যে ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে পাওয়ার দিন।

 

অ্যাপ ইন্সটলেশনঃ স্মার্ট হোম সিস্টেমের জন্য আমাদের দুইটি অ্যাপ ইন্সটল করতে হবে। Amazon alexa এবং ewelink.
Google playstore এ গিয়ে এ ewelink অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটি ব্যবহারের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

এবার SONOFF switch কে আপনার ewelink অ্যাপের সাথে পেয়ার আপ করার পালা। পেয়ারিং মোডে নেবার জন্য SONOFF এর গায়ের কালো পুশ সুইচটিকে সাত সেকেন্ডের জন্য  প্রেস করতে হবে। SONFF এর ভেতরে একটি সবুজ এলইডি আছে। সবুজ এলইডিটি ব্লিংক করতে শুরু করলেই বুঝতে হবে ডিভাইসটি পেয়ারিং মোডে চলে গেছে।

SONFF পেয়ারিং মোডে যাবার পর ewelink অ্যাপের ‘+’  চিহ্নিত স্থানে ক্লিক করে ডিভাইসটিকে ewelink অ্যাপের সাথে পেয়ার আপ করাতে হবে।  

নিচের উইন্ডোতে Next এ ক্লিক করুন। 

পেয়ারিং শুরু হবে।

ওয়াইফাই নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড দিন এবং Next ক্লিক করুন।

SONOFF switch টি ewilink কর্তৃক চিহ্নিত হবে। ডিভাইসের নামটি এডিট করে ইচ্ছেমতো একটি নাম দিন এবং complete এ ক্লিক করুন। আমরা নামটি পরিবর্তন করে লিখেছিলাম Light. 

ব্যাস। ‘Light’ তথা আমাদের SONOFF basic ও তার সাথে যুক্ত লাইট বাল্ব যুক্ত হয়ে গেল ewilink একাউন্টে। 

এবার নিচের ভার্চুয়াল সুইচটির মাধ্যমে বাল্বটিকে অন-অফ করা যাবে পৃথীবির যেকোনো প্রান্ত থেকে। 

সবসময় মোবাইল সাথে রাখতেই হবে তা কিন্তু না। টাইমার, শিডিউল ইত্যাদি সেট করে স্বয়ংক্রিয়ভাবেই লোড অন -অফ করা যাবে কোনো নির্দিষ্ট সময়ে বা তারিখে। থাকা যাবে নিশ্চিন্তে।

এবার আসছে অ্যালেক্সা!

অ্যালেক্সা হচ্ছে একটি ভার্চুয়াল ভয়েস অ্যাসিসটেন্ট।  অ্যালেক্সা মানুষের কথা শুনতে, বুঝতে এবং সেই অনুযায়ী উত্তর দিতে ও কিছু কাজ করতে সক্ষম।  গুগলের সাথে সংযুক্ত থেকে আমাদের বিভিন্ন তথ্য প্রদান করা, গান,পডকাস্ট ইত্যাদি বাজানো, অডিওবুক পড়ে শোনানো, কাজের লিস্ট তৈরী, অ্যালার্ম সেট করা ইত্যাদি কাজে অ্যালেক্সাকে ব্যবহার করা যায়।      

 ইকোডট হল স্পিকারযুক্ত  একটি  হ্যান্ডস ফ্রি ডিভাইস।  ইকোডট অ্যালেক্সা ব্যবহার করতে হলে প্রথমে Amazon alexa অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে রেজিস্ট্রেশন প্রয়োজন।

কনফিগারেশনঃঅ্যালেক্সা অ্যাপের সেটিংসে যান। 

 

ইকো ডটের কমলা আলো জ্‌বলার অর্থ হল সেটি কনফিগার মোডে প্রবেশ করেছে। যদি কমলা আলো না জ্বলে তাহলে   ‘Don’t see the orange light’? লেখায় ক্লিক করে প্রদর্শিত  কার্যপদ্ধতি অনুসরন করতে হবে।

অ্যালেক্সাকে দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করাতে হলে কিছু ‘skill’ যোগ করতে হয়। নিচের উইন্ডো থেকে  ‘skill’ এ ক্লিক করুন।

Skills এ ewlink smart home লিখে সার্চ করুন। 

ewelink smart home skill enable করুন। 

Alexa অ্যাপের সাথে ewelink অ্যাকাউন্ট লিংক করতে হবে।   

যে ই-মেইল আইডি দিয়ে ewelink একাউন্ট খোলা হয়েছে সেটাতে একটি কোড পাঠানো হবে। কোড প্রবেশ করালে Alexa এবং ewelink পরস্পরের সাথে লিঙ্কড হয়ে যাবে। 

অ্যালেক্সার হোমপেজ থেকে Smart home অপশনে যান।

 Discover devices এ ক্লিক করুন।

ewelink এর সাথে সংযুক্ত ডিভাইস এবার অ্যালেক্সা সনাক্ত করবে।

 আর চিন্তা কিসের? এবার জায়গায় বসে আওয়াজ দিন। ‘Alexa turn on light’ বললেই লাইট অন হবে। ‘Alexa turn off light’ বললে অফ হবে। 

 

 

 

 

 

 

5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

One comment

  1. অনেক ভাল লাগল।আপনাদের কাছে কি এই লাইট গুলোর ম্যাটেরিয়াল পাওয়া যায়?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.