Chapter 4:Microcontroller programmer | পর্ব ৪ঃ মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার
প্রোগ্রামার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে তিন ধরনের প্রোগ্রামার নিয়ে আলোচনা করা হলঃ
১)আই এস পি অ্যাডাপটার:এটি প্যারালাল পোর্ট ভিত্তিক প্রোগ্রামার।
সুবিধাঃ বানানো সহজ এবং দামে সস্তা।
অসুবিধাঃ বেশিরভাগ কম্পিউটারেই আজকাল আর প্যারালাল পোর্ট দেখা যায় না।
২)ইউএসবিএএসপিঃ এটি ইউএসবি পোর্টভিত্তিক প্রোগ্রামার।
সুবিধাঃ সহজে বহন এবং ব্যবহারযোগ্য।
অসুবিধাঃ দামটা একটু বেশি।
৩)ইউনিভারসাল প্রোগ্রামারঃ এটিও ইউএসবি পোর্টভিত্তিক প্রোগ্রামার।
সুবিধাঃ যেকোনো মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করা যায়।
অসুবিধাঃ দাম বেশি।
আইএসপি অ্যাডাপটারঃ
এটি একটি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার সার্কিট। DB25 কানেকটর কানেক্ট করার জন্য একটি প্যারালাল পোর্ট প্রয়োজন হবে। 74HC125 একটি বাফার আইসি। আপনার একটি সিরিয়াল রেইলও প্রয়োজন হবে। কম্পোনেন্টগুলো নিচে ছবিতে দেখান হলঃ
SCK, MOSI, MISO, RESET এগুলো মাইক্রোকন্ট্রোলারের পিন।নিচে পিন কনফিগারেশন দেখানো হল।
ইউএসবিএএসপিঃ এটি avr মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করার জন্য ব্যবহৃত একটি ইন সার্কিট প্রোগ্রামার। এটি ATmega48, ATmega8 এবং আরওকিছু প্যাসিভ কম্পোনেন্ট নিয়ে গঠিত। এই প্রোগ্রামারটি একটি ইউএসবি ড্রাইভার ব্যবহার করে।বৈশিষ্ট্যসমূহঃ১)উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএসএক্সে কাজ করতে সক্ষম।২)৫কেবিপিএস প্রোগ্রামিং স্পিড।৩)কম ক্লক স্পিডের (<১.৫ মেগাহার্জ) মাইক্রোকন্ট্রোলারের জন্য slow SCK অপশন।
প্রোগ্রামারটি টেকশপ থেকে কেনা যাবে।
ইউনিভার্সাল প্রোগ্রামারঃ এটির দাম অন্যান্য প্রোগ্রামারগুলোর চেয়ে বেশি হলেও এর সুবিধা আছে প্রচুর। এটি দিয়ে যেকোনো মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করা যায়। এই প্রোগ্রামারটিও টেকশপে পাওয়া যায়।
Make a tutorial on how to use these to actually program an IC.
Thanks in advance.
With our programmers we always give manual and all related softwares. Anyone can understand and use.