Electronic beetle | নতুনদের জন্যঃ ইলেক্ট্রনিক পোকা

 

wp:paragraph

ছোটদের এমনকি বড়দের মধ্যেও যারা কেবল ইলেক্ট্রনিক্স শিখছেন তাদের জন্য ইন্টারেস্টিং একটি প্রজেক্ট আজকে দেখানো হবে। এই টিউটোরিয়ালে তৈরী হবে একটি ইলেক্ট্রনিক পোকা। পোকার শরীর হিসেবে ব্যবহার করা হবে লিলিপ্যাড কয়েন সেল ব্যাটারি হোল্ডার। এই ব্যাটারি হোল্ডারটি কাপড়ে সেলাই করার জন্য তৈরী। কিন্তু এর গঠন সল্ডার করার জন্যও বেশ উপযোগী। পরবর্তী যেকোনো ছুটির দিনে বাসার একাই কিংবা বাসার ছোট্ট শিশুটিকে সাথে নিয়ে বসে যেতে পারেন এই ইলেক্ট্রনিক পোকা বানাতে।

/wp:paragraph wp:table
প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমাণ প্রোডাক্ট লিংক
Lithium Battery CR2025   1 এখানে ক্লিক করুন  
LilyPad Coin Cell Battery Holder – Switched – 20mm   1 এখানে ক্লিক করুন  
Mini Vibration Motor   1 এখানে ক্লিক করুন  
Soldering iron 1 এখানে ক্লিক করুন 
Solder lead mini 1 এখানে ক্লিক করুন 
Double sided tape 4 small pieces  
White paper 2 small pieces for eyes  
Marker 1 for drawing eyeballs  
Hard paper(Our’s was taken from tissue box 1 small piece  
/wp:table wp:paragraph {“fontSize”:”medium”}

সার্কিট

/wp:paragraph wp:paragraph

একটি ডাবল সাইডেড টেপ দিয়ে প্রথমে ভাইব্রেশন মোটরটিকে ব্যাটারি হোল্ডারের সাথে আটকে দিন। মোটরের দুই তার ব্যাটারির + ও – প্রান্তের সাথে সল্ডার করুন।

/wp:paragraph wp:image {“id”:68291,”sizeSlug”:”large”}
/wp:image wp:paragraph

ব্যাটারি হোল্ডারের সামনের দিকের – লেখা দুই প্রান্তে দুটি এলইডি বা ক্যাপাসিটর থেকে কাটা পিন সলডার করে দিন। দেখতে পোকার শুঁড়ের মতো লাগবে।

/wp:paragraph wp:image {“id”:68292,”sizeSlug”:”large”}
/wp:image wp:paragraph

কাগজে মার্কার পেন দিয়ে দুটি চোখ আঁকুন। তারপর ডাবল সাইডেড টেপ দিয়ে ব্যাটারি হোল্ডারের সামনে লাগিয়ে দিন।

/wp:paragraph wp:paragraph

ডাবল সাইডেড টেপ দিয়ে এক টুকরো শক্ত কাগজ মোটরের তলায় লাগিয়ে দিন। তা না হলে পোকাটি ভারসাম্য রাখতে পারবে না। গড়িয়ে গড়িয়ে চলবে।

/wp:paragraph wp:image {“id”:68293,”sizeSlug”:”large”}
/wp:image wp:image {“id”:68294,”sizeSlug”:”large”}
/wp:image wp:image {“id”:68295,”sizeSlug”:”large”}
/wp:image wp:paragraph

ব্যাটারি হোল্ডারে লিথিয়াম ব্যাটারিটি প্রবেশ করান।
ব্যাটারি হোল্ডারের গায়ের সুইচটি অন করলেই জীবন পাবে ইলেক্ট্রনিক পোকা!

/wp:paragraph wp:image {“id”:68296,”width”:523,”height”:540,”sizeSlug”:”large”}
/wp:image wp:core-embed/youtube {“url”:”https://youtu.be/w16aSzvBI3A”,”type”:”video”,”providerNameSlug”:”youtube”,”className”:”wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio”}
 
ইলেক্ট্রনিক পোকা: https://youtu.be/w16aSzvBI3A
/wp:core-embed/youtube wp:paragraph /wp:paragraph ]]>

 

A. R
A. R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.