DIY-Cold drinks fountain | কোল্ড ড্রিংক্স ফাউন্টেন মেশিন

আজকের টিউটোরিয়ালে একটি কোল্ড ড্রিংক্স ফাউন্টেন তৈরী করা হবে। ভেন্ডিং মেশিনের সাথে ফাউন্টেনের পার্থক্য হল ভেন্ডিং মেশিন চালু করতে মেশিনে কয়েন প্রবেশ করাতে হয়। ফাউন্টেনের ক্ষেত্রে কয়েনের বাধ্যবাধকতা নেই। সুইচ চাপলেই গ্লাস ভরে যাবে কোমল পানীয় দিয়ে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমাণ লিংক
Vacuum Pump – 12V 12L/min   1 এখানে ক্লিক করুন
2S lithium ion battery with charger 1 এখানে ক্লিক করুন
2S lithium ion battery without charger 1 এখানে ক্লিক করুন
Tube for DC 6V Micro Pump Motor (1ft) 3 এখানে ক্লিক করুন

Push button 33mm – Green
1 এখানে ক্লিক করুন
Glue gun 1 এখানে ক্লিক করুন
Glue stick 1 এখানে ক্লিক করুন
Card board As per box design  
Male to male jumpers 5   এখানে ক্লিক করুন
Crocodile clip with jumper(Instead you can solder 3 wires with soldering iron and solder lead 3  
Soldering iron/ Drill machine 1 এখানে ক্লিক করুন
Cold drinks bottle(1 Litre) 1  

সার্কিটের মূলে থাকবে একটি ভ্যাকিউম পাম্প। ভ্যাকিউম পাম্প দিয়ে পাম্পের সাথে সরবরাহকৃত পাইপের মাধ্যমে কোমল পানিয়ের বোতলে বাতাস দেওয়া হবে। বাতাসের চাপে বোতলের পানীয় আরেকটি পাইপের মাধ্যমে উপরের দিকে উঠে বেরিয়ে আসবে।

ব্যবহারের পূর্বে পাইপগুলোকে ভালোভাবে পরিস্কার করে নিতে হবে।


কার্যপ্রণালীঃ

প্রথমে ড্রিল মেশিন বা উত্তপ্ত সল্ডারিং আয়রনের মাধ্যমে পাইপদুটির ব্যাসের আকারে বোতলের ছিপির উপর দুটি ছিদ্র করুন।


এবার ৩ ফুট লম্বা পাইপটিকে বোতলের তলদেশ পর্যন্ত প্রবেশ করান।


তারপর ভ্যাকিউম পাম্পের আউটলেটে পাম্পের সাথে সরবরাহকৃত পাইপের একটি প্রান্ত প্রবেশ করান।


পাইপের আরেক প্রান্ত বোতলের ছিপিতে করা অপর ছিদ্রে প্রবেশ করান।


এবার ব্যাটারি পেয়ারদুটিকে সিরিজ করুন। সিরিজকৃত চারটি ব্যাটারি দিয়েই আমরা ভ্যাকিউম মোটরে পাওয়ার দেব।


সিরিজকৃত ব্যাটারির নেগেটিভ প্রান্ত মোটরের নেগেটিভ প্রান্তের সাথে ক্রোকোডাইল ক্লিপসহ কানেকটর দিয়ে যুক্ত করুন। এই কানেকটরগুলো আমরা নিয়েছি অন্যরকম বিজ্ঞানবাক্স থেকে। আপনারা চাইলে এগুলো নিজেরা তৈরী করে নিতে পারেন অথবা এগুলোর বদলে কানেক্টিং ওয়্যার সল্ডার করে নিতে পারেন।


ব্যাটারির পজিটিভ প্রান্ত সুইচের একটি পিনে যুক্ত করুন।

সুইচের অপর পিন মোটরের পজিটিভ প্রান্তে(লাল বৃত্ত দিয়ে চিহ্নিত) সংযুক্ত করুন। (পাঠকদের বোঝার সুবিধার্থে অন্যান্য সকল কালেনশন খুলে নিচের ছবিতে শুধু এই অংশটিই দেখানো হয়েছে।)

সুইচটি চাপলে বোতলের তরল বেরিয়ে আসবে। অর্থ্যাৎ সার্কিটের কানেকশন ঠিক আছে। যেহেতু সার্কিট পরীক্ষা করার সময় ভুলভ্রান্তি হতেই পারে সেহেতু বাহূল্য খরচ কমাতে কোমল পানীয়ের বদলে ট্যাপের পানি বতলে নিয়েও পরীক্ষা করা যায়। ফাইনাল সার্কিট তৈরীর সময় শুধু ছিদ্র করা ছিপিটা খুলে একটি কোমল পানিয়ের বোতলে লাগিয়ে দিলেই হল।

এবার পুরো সার্কিটটিকে একটি বাক্সে ঢোকাতে হবে। আমরা একটি প্যাকিং বাক্স এন্টিকাটার দিয়ে সুবিধামতোন কেটে গ্লু গান দিয়ে জোড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দমতো যেকোনো ডিজাইনে বাক্স তৈরী করে নিতে পারেন।


যে পাইপটি দিয়ে ড্রিংক্স বের হবে সেটি অবশ্যই খাড়াভাবে বের করে রাখতে হবে বোতলের বাইরে ।বাক্সের গায়ে পাইপের মাপে একটি ছিদ্র করি। ছিদ্র দিয়ে পাইপটি বের করে দিই।


আরেক টুকরো কার্ডবোর্ড নিয়ে সেটিতেও পাইপের মাপে একটি ছিদ্র করি। এই ছিদ্র দিয়েও পাইপটি বের করে দিই। তারপর গ্লু গান দিয়ে কার্ডবোর্ডটিকে বাক্সের সাথে যুক্ত করে দিই। এই অংশটির কারনেই পাইপটি খাড়া হয়ে থাকবে। পাইপের নিচে গ্লাস রাখলে ড্রিংক্স গ্লাসেই পড়বে। এদিক-ওদিক চলে যাবে না।


যেহেতু সুইচ চাপলেই ড্রিংক্স বের হবে সেহেতু সুইচটিকে বাক্সের গায়ে স্থাপন করতে হবে।


মোটর ও ব্যাটারি বাক্সের ভেতরে ঢুকিয়ে সকল কানেকশন সম্পন্ন করি।

বাক্সের উপরটি কার্ডবোর্ডের তৈরী ঢাকনা দিয়ে ঢেকে দিই। কোল্ড ড্রিংক্স ফাউন্টেন তৈরী।

 

]]>
A. R
A. R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.