Wifi controlled night light with Arduino wifi shield | ওয়াইফাই কন্ট্রোল্ড নাইট লাইট।

ঘুমোনোর সময় হালকা আলো অনেকেই পছন্দ করেন। ঘরের জন্য বেছে নেন ডিম লাইট। আচ্ছা, কেমন হয় যদি সারা ঘর স্নিগ্ধ আলোয় ভরে যায় একটিমাত্র এলইডি দিয়েই? যদি সেই একটি এলইডিই নয়টি রঙয়ের আলোয় আলোকিত করে আপনার ঘর?  এখনও ইন্টারেস্টিং মনে হচ্ছে না? আচ্ছা, যদি এই রঙ পরিবর্তনের কাজটি আপনি বিছানায় শুয়ে নিজের মোবাইল ফোন দিয়েই করতে পারেন?

এই কাজটিই আমরা করব এই এক্সপেরিমেন্টে। আর এর জন্য আমরা বেছে নেব আরডুইনো ওয়াইফাই শিল্ড। ওয়াইফাই শিল্ড আরও বিভিন্নরকম ও বিভিন্ন দামের হয়ে থাকে। আমরা এখানে অরিজিনাল আরডুইনো ওয়াইফাই শিল্ড নিয়েছি।

ওয়াইফাই শিল্ডের মাধ্যমে আরডুইনোকে একটি ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত করা হয়। তারপর ওয়াইফাইয়ের মাধ্যমেই আরডুইনোর সাথে সংযুক্ত লোড কন্ট্রোল করা হয়।   নাইট লাইট কন্ট্রোল একটি উদাহরনমাত্র। এখানে দেখানো পদ্ধতিতে এলইডির জায়গায় রিলে ওয়্যারিং এবং কন্ট্রোলিং এর মাধ্যমে আপনি বাসার যেকোনো লোড যেমন যেকোনো ঘরের লাইট,গার্ডেন লাইট,ফ্যান ইত্যাদি মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে জায়গায় বসেই কন্ট্রোল করতে পারবেন। এই শিল্ডে একটি ইন-বিল্ট এসডি কার্ড কানেকটরও রয়েছে যেটি এসডি কার্ডে ডেটা সংরক্ষণের কাজে লাগতে পারে।

প্রজেক্টটির জন্য যা যা প্রয়োজনঃ

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমান
ARduino UNO R3 1
Arduino Wifi shield 1
Diffused RGB LED 10mm 1
330 Ohm Resistor 1
Male to male Jumper wires 4
Mini Breadboard 1

আরজিবি এলইডিঃ

আমরা এই এক্সপেরিমেন্টে যে এলইডি ব্যবহার করব সেটি একটি ১০ মিলিমিটার,কমন ক্যাথোড আরজিবি এলইডি

এলইডির ডেটাশিট থেকে এর পিনআউট এবং অন্যান্য দেখুন। এই এলইডির পিন মোট চারটি। একটি কমন, যেটি আমরা একটি ৩৩০ ওহম রেজিস্টরের সাহায্যে গ্রাউন্ড করব। বাকি তিনটি লাল,নীল ও সবুজ আলোর জন্য। অর্থ্যাৎ,  এই বাকি তিনটি পিনকে হাই করে উল্লেখিত তিনটি রঙয়ের আলো পাওয়া সম্ভব। কিন্তু এখানেই শেষ নয়। পালস উইডথ মড্যুলেশন(পি ডব্লিউ এম) এর মাধ্যমে এই তিনটি রঙয়ের মিশ্রনে আরও কয়েকটি রঙ পাওয়া সম্ভব। আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা এই তিনটি রঙয়ের পাশাপাশি এগুলোর মিশ্রনে  সাদা,সায়ান,কমলা,হলুদ,বেগুনি,মেজেন্টা এই কয়েকটি রঙ উৎপন্ন করেছি।

সার্কিটঃ

আরডুইনো উনোর উপর ওয়াইফাই shield বসানোর পর  নিচের কানেকশনটি সম্পন্ন করি।

Arduino Wifi shield RGB LED
D9 Red
D6 Green
D5 Blue
GND GND by 330 ohm resistor.

কোডঃ

এইখানে  প্রদত্ত  ফোল্ডার ডাউনলোড করে এর মধ্যে দেওয়া কোডটি আরডুইনোতে আপলোড করি।

সিরিয়াল মনিটরে দেখানো অ্যাড্রেসটি কপি করে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে পেস্ট করলে নিচের উইন্ডোটি ওপেন হবে।

আর দেরি কিসের? শুরু হোক ক্লিকে ক্লিকে আলোর খেলা। বাড়ির যেখানে খুশি সেখানে বসে। কিংবা শুয়েই!

5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.