Please complete the required fields.
Please select your image(s) to upload.

নিয়মাবলীঃ

১। আপনার নাম, ইমেইল, ব্লগের টাইটেল লিখুন। Text Editor এর মধ্যে আপনার টিউটোরিয়াল লিখুন। Text Editor এর নিচে থাকা “Upload an Image” অংশে আপনার টিউটোরিয়ালের Cover Photo টি আপলোড করুন।

২। টিউটোরিয়ালের মধ্যে ছবি দিতে চাইলে সেই ছবিগুলো প্রথমে Google Drive এ আপলোড করুন। এরপর Google Drive এ ছবি ওপেন করে উপরে ডান দিকের More Actions (3 dot icon) থেকে “Embed Item” সিলেক্ট করুন। এখান থেকে HTML Code কপি করে পোস্টের মধ্যে যেখানে ছবি দিতে চান সেখানে পেস্ট করুন।
৩। টিউটোরিয়ালের মধ্যে YouTube ভিডিও দিতে চাইলে YouTube এ ভিডিওর নিচে থেকে Share > Embed সিলেক্ট করুন। তারপর HTML Code টি কপি করে পোস্টের মধ্যে যেখানে ভিডিও দিতে চান সেখানে পেস্ট করুন।
৩। আপনি টিউটোরিয়াল সাবমিট করার পর আমরা তা রিভিউ করব। প্রয়োজনে আপনার সাথে আপনার ইমেইলে যোগাযোগ করব। সবকিছু ঠিক থাকলে পোস্টটি আমরা পাবলিশ করে দিবো। যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

শর্তাবলীঃ

১। টিউটোরিয়াল অবশ্যই DIY electronics এবং Embedded System সম্পর্কিত হতে হবে। টিউটোরিয়াল অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে।

২। আপনার লেখা টিউটোরিয়ালটি Guest Post হিসাবে সেভ হবে। টেকশপবিডি কতৃপক্ষের লেখা নয় এমন সব ব্লগ Guest Post ক্যাটাগরিতে থাকবে।
৩। Guest Post এ থাকা কোন ভুল তথ্য, ভুল সার্কিট ডায়াগ্রাম বা ভুল কোড এবং Guest Post অনুযায়ী কাজ করতে গিয়ে কোন দুর্ঘটনা ঘটলে তার জন্য টেকশপবিডি কতৃপক্ষ দায়ী থাকবে না- এই মেসেজটি আপনার টিউটোরিয়ালে পাবলিশ করার পূর্বে যুক্ত করা হবে।
৪। অন্য কোন ব্লগের পোস্ট কপি করে এখানে লেখা থেকে বিরত থাকুন। বাংলাদেশে পাওয়া যায় না এমন কোন যন্ত্রাংশ টিউটোরিয়ালে ব্যবহার করা যাবে না। বাংলাদেশের আইন, সামাজিক নিয়মাবলি ও ধর্মীয় অনুভূতির পরিপন্থি কিছু ব্লগে উল্লেখ করা যাবে না। এ ধরণের ব্লগকে রিভিউ করার সময় বাতিল করা হবে।
৫। টিউটোরিয়ালে দেখানো প্রোডাক্টের লিঙ্ক দিতে পারবেন তবে techshopbd.com ব্যতীত অন্যকোনো সাপ্লায়ারের প্রোডাক্ট লিঙ্ক দেওয়া যাবে না।
৬। ব্লগে আপনার নিজের তোলা অথবা ডাউনলোড করা নন-কপিরাইট ছবি দিতে পারবেন কিন্তু তাতে কোন প্রোডাক্ট সাপ্লায়ার অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে (টেকশপ ব্যতীত) উল্লেখ করা / নাম দেখানো যাবে না।
৭। TSBlog এর অন্য কোন টিউটোরিয়াল লিঙ্ক এবং TechShopBD Youtube Channel এর ভিডিও ব্লগে দিতে পারবেন। এছাড়া প্রোজেক্টের ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ব্লগে দিতে পারবেন। তবে সেখানে কোন প্রোডাক্ট সাপ্লায়ার অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে (টেকশপ ব্যতীত) উল্লেখ করা / নাম দেখানো যাবে না। আপনার নিজের ও টেকশপের ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোন জায়গা থেকে ভিডিও দেওয়া যাবে না।