Temperature and humidity meter with Arduino & DHT22 | তাপমাত্রা ও আর্দ্রতামাপক যন্ত্র।

DHT22 temperature and humidity sensor module arduino tutorial.

বায়ুমন্ডলের তাপমাত্রা এবং আর্দ্রতা মাপা বিভিন্ন কাজেই আমাদের প্রয়োজন পড়ে। যেমন ওয়েদার স্টেশনে আবহাওয়ার রিপোর্ট তৈরী, এসির তাপমাত্রা কন্ট্রোল করা, গ্রীনহাউজ তৈরি, ফ্রিজ তৈরী, ইনকিউবেটরে উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা ইত্যাদি আরও অনেক গুরুত্বপুর্ণ  কাজ।

এই এক্সপেরিমেন্টে আমরা আরডুইনো উনো দিয়ে তাপমাত্রা ও আর্দ্রতামাপক যন্ত্র তৈরী করব। এই কাজটি করতে আমরা আরডুইনোর সাথে ব্যবহার করব DHT22 temperature and Humidity sensor.  সেন্সর দিয়ে পরিমাপকৃত তাপমাত্রা একটি এলসিডিতে দেখানো হবে।

প্রজেক্টটি করতে নিচের যন্ত্রপাতিগুলো প্রয়োজন ।

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমাণ
Arduino UNO R3 1
DHT22 temperature and humidity sensor 1
16×2 LCD with header 1
Varible resistor 103 1
Male to male jumpers 12
Male to female jumpers 3
Breadboard 1

সার্কিটঃ

আরডুইনো উনো এবং সেন্সরের মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করি।

Arduino UNO Grove temperature & humidity sensor
Digital 8 DOUT
VCC VCC
GND GND

আরডুইনো উনো এবং এলসিডির মধ্যে নিম্নোক্ত কানেকশন সম্পন্ন করি।

Arduino UNO LCD
VCC VDD,A
GND VSS,K,RW
11 E
12 RS
5 D4
4 D5
3 D6
2 D7

এলসিডির V0 পিনে ভ্যারিয়েবল পটের তিন নং পিনকে সংযুক্ত করি। পটের অপর দুই পিন VCC ও GND এর সাথে সংযুক্ত করি। আমাদের সার্কিট তৈরি।

পাওয়ার দেবার পর ডিসপ্লেতে তাপমাত্রা ও আর্দ্রতা দেখা যাবে।

কোডঃ

প্রথমে এই লিংক থেকে Grove temperature & humidity sensor এর লাইব্রেরি ডাউনলোড করতে হবে এবং ইন্সটল করতে হবে। তারপর আরডুইনোতে নিচের কোডটি আরডুইনোতে আপলোড করলেই তৈরী হয়ে যাবে আমাদের তাপমাত্রা এবং আর্দ্রতামাপক যন্ত্র। এলসিডিতে ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা দেখা যাবে, আরডুইনোর সিরিয়াল মনিটরেও দেখা যাবে। কানেকশনে কোনো সমস্যা হলে সেটাও এলসিডিতে দেখা যাবে।

//Temperature and humidity meter
#include "DHT.h"
#include <LiquidCrystal.h>
#define DHTPIN 8    // what pin we're connected to
LiquidCrystal lcd(12, 11, 5, 4, 3, 2);

DHT dht(DHTPIN, DHT22);

void setup() 
{
    lcd.begin(16, 2); 
    delay(2000);
}

void loop() 
{
  switch(dht.read())
  {
    case DHT_OK:
      
      lcd.clear();
      lcd.setCursor(0,0);
      lcd.print("Humidity:");
      lcd.print(dht.humidity);
      lcd.print("%");
      lcd.setCursor(0,1);
      lcd.print("Temp:");
      lcd.print(dht.temperature);
      lcd.print((char)223);
      lcd.print("C");
      break;
    case DHT_ERR_CHECK:
        
        lcd.clear();
        lcd.setCursor(0,0);
        lcd.print("Please connect"); 
        lcd.setCursor(0,1);
        lcd.print("DOUT pin");
        break;
    case DHT_ERR_TIMEOUT:
        lcd.clear();
        lcd.setCursor(0,0);
        lcd.print("Timout error");
        break;
    default:
        
        lcd.clear();
        lcd.setCursor(0,0);
        lcd.print("Please check"); 
        lcd.setCursor(0,1);
        lcd.print("sensor's wires");
        break;
    }
    delay(2000);
}



5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.