Siren Generator Module কিভাবে ব্যবহার করবেন ?

Siren Generator Module-টিতে Manual Control System-এর পাশাপাশি রয়েছে Digital Control System । তাই Micro-Controller ব্যবহার করে খুব সহজেই শুধুমাত্র 1 / 0 পাঠিয়েই নিয়ন্ত্রন করা যাবে এর সাউন্ড ।

 

প্রোডাক্ট বিবরণী:

Operating Voltage: 2.4V to 5V DC Operating Current: 500mA (max) Loudness: 60 dB (at 2.4V) Loudness: 67 dB (at 5V)  

Siren Generator Module-এর সুবিধাসমূহ:

 
  • Manual Controlling-এর জন্য 1 এবং 2-নং পিনকে jumper ব্যবহার করে short করতে হবে । Manual Controlling-এর সময় Signal Ctrl (SIG) পিন open রাখতে হবে।
  • মডিউলটির 3 এবং 4 নং পিন ব্যবহার করে 2.4V  to  5V ডিসি পাওয়ার সাপ্লাই এর সাহায্যে খুব সহজেই এটিকে চালু করা যাবে।
  • প্রয়োজনে Micro-Controller ব্যবহার করে অথবা অন্য যে কোন উপায়ে শুধুমাত্র 1/0 সিগন্যাল পাঠিয়েই ডিভাইসের সাউন্ড নিয়ন্ত্রন করা যাবে । তবে এ সময় অবশ্যই 1 এবং 2-নং পিন থেকে jumper সরিয়ে ফেলতে হবে ।
  • মডিউলটি সর্বমোট 4 ধরণের শব্দ তৈরী করতে পারে ।
  • মডিউলটি 6 এবং 8 নং পিনে Micro-Controller এর সাহায্যে Digital Signal (1/0) পাঠিয়ে শব্দের ধরণও পরিবর্তন করা যেতে পারে । তবে সেক্ষেত্রে 7 এবং 9 নং পিন ব্যবহার করা যাবে না ।
  • Machine Gun Siren – মডিউলটির 6 এবং 7 নং পিনকে jumper ব্যবহার করে short করার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
  • Police Siren – মডিউলটির 7 এবং 8 নং পিনকে jumper ব্যবহার করে short করার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
  • Fire Engine Siren – মডিউলটির 8 এবং 9 নং পিনকে jumper ব্যবহার করে short করার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
  • Ambulance Siren – মডিউলটির 6, 7, 8 এবং 9 নং পিন থেকে সকল jumper সরিয়ে ফেলার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
 

প্রোডাক্ট এর ডেমো ভিডিও:

[embed]https://youtu.be/U5l1BA6qmdA[/embed]   বি. দ্র: এখানে মডিউলটির V.2.1 ব্যবহার করা হয়েছে । পূর্বের  Stock Clear হওয়া সাপেক্ষে টেকশপ বাংলাদেশের ওয়েবসাইটে মডিউলটির এই নতুন সংষ্করণটি পাওয়া যাবে।  

নতুন ভার্ষনে লক্ষনীয় পরিবর্তন সমূহ:

Properties Old Version Newer Version
Power Switch Yes No
Sound Frequency Control Yes No
Manual Control Push switch Jumper
Pin Alignment Good Best
Power Indication LEDs Two One
Current Rating Low High
Loudness of Sound (Appling +5V) 65 dB 67 dB
Power Loss High Low
Noise Negligible No
  ]]>

Fahim Reza
Fahim Reza

Research Engineer, TechShop Bangladesh

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.