Siren Generator Module-টিতে Manual Control System-এর পাশাপাশি রয়েছে Digital Control System । তাই Micro-Controller ব্যবহার করে খুব সহজেই শুধুমাত্র 1 / 0 পাঠিয়েই নিয়ন্ত্রন করা যাবে এর সাউন্ড ।
প্রোডাক্ট বিবরণী:
Operating Voltage: 2.4V to 5V DC Operating Current: 500mA (max) Loudness: 60 dB (at 2.4V) Loudness: 67 dB (at 5V)Siren Generator Module-এর সুবিধাসমূহ:
- Manual Controlling-এর জন্য 1 এবং 2-নং পিনকে jumper ব্যবহার করে short করতে হবে । Manual Controlling-এর সময় Signal Ctrl (SIG) পিন open রাখতে হবে।
- মডিউলটির 3 এবং 4 নং পিন ব্যবহার করে 2.4V to 5V ডিসি পাওয়ার সাপ্লাই এর সাহায্যে খুব সহজেই এটিকে চালু করা যাবে।
- প্রয়োজনে Micro-Controller ব্যবহার করে অথবা অন্য যে কোন উপায়ে শুধুমাত্র 1/0 সিগন্যাল পাঠিয়েই ডিভাইসের সাউন্ড নিয়ন্ত্রন করা যাবে । তবে এ সময় অবশ্যই 1 এবং 2-নং পিন থেকে jumper সরিয়ে ফেলতে হবে ।
- মডিউলটি সর্বমোট 4 ধরণের শব্দ তৈরী করতে পারে ।
- মডিউলটি 6 এবং 8 নং পিনে Micro-Controller এর সাহায্যে Digital Signal (1/0) পাঠিয়ে শব্দের ধরণও পরিবর্তন করা যেতে পারে । তবে সেক্ষেত্রে 7 এবং 9 নং পিন ব্যবহার করা যাবে না ।
- Machine Gun Siren – মডিউলটির 6 এবং 7 নং পিনকে jumper ব্যবহার করে short করার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
- Police Siren – মডিউলটির 7 এবং 8 নং পিনকে jumper ব্যবহার করে short করার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
- Fire Engine Siren – মডিউলটির 8 এবং 9 নং পিনকে jumper ব্যবহার করে short করার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
- Ambulance Siren – মডিউলটির 6, 7, 8 এবং 9 নং পিন থেকে সকল jumper সরিয়ে ফেলার মাধ্যমে এই ধরণের শব্দ তৈরী করা যায় ।
প্রোডাক্ট এর ডেমো ভিডিও:
[embed]https://youtu.be/U5l1BA6qmdA[/embed] বি. দ্র: এখানে মডিউলটির V.2.1 ব্যবহার করা হয়েছে । পূর্বের Stock Clear হওয়া সাপেক্ষে টেকশপ বাংলাদেশের ওয়েবসাইটে মডিউলটির এই নতুন সংষ্করণটি পাওয়া যাবে।নতুন ভার্ষনে লক্ষনীয় পরিবর্তন সমূহ:
Properties | Old Version | Newer Version |
Power Switch | Yes | No |
Sound Frequency Control | Yes | No |
Manual Control | Push switch | Jumper |
Pin Alignment | Good | Best |
Power Indication LEDs | Two | One |
Current Rating | Low | High |
Loudness of Sound (Appling +5V) | 65 dB | 67 dB |
Power Loss | High | Low |
Noise | Negligible | No |
Excellent Tutorial
Hello!!
Is it needs any other component/device except the power supply ?
thanks…