Load control with SMS |এসএমএসের মাধ্যমে লোড কন্ট্রোল

এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এসএমএস পাঠিয়ে একটি বাল্বকে অন-অফ করা যায়। এই প্রজেক্টের বাস্তব প্রয়োগ হতে পারে বাইরে যাবার আগে ঘরের ফ্যান-লাইট অফ করতে ভুলে গেলেও পরে এসএমএস পাঠিয়ে অফ করা। বাসায় না থাকলেও পানির মোটর চালু করা, বাসায় বসেই অফিসের কোনো লাইট বা ডিসপ্লে নিয়ন্ত্রন ইত্যাদি আরও অনেককিছু।

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমান
ATmega16 1
SIM900A kit 1
Digital AC voltage dimmer 1
Light bulb with holder 1
Power cable 1
Female to female jumpers 8
Male header 1
Mobile Sim 1

প্রোগ্রামিং এবং সার্কিট সেটআপের জন্য আমরা ব্যবহার করেছি AVR Trainer kit. আপনারা যেকোনো প্রোগ্রামার ব্যবহার করে ব্রেডবোর্ডেও সার্কিট সেটআপ করতে পারেন।

কার্যপ্রনালীঃ

এক্সপেরিমেন্টটি শুরু করার আগে বেশকিছু বিষয় জানা প্রয়োজন।  SIM900A এর ডেটাশিট এবং AT command গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বেসিক AT commandগুলো নিয়ে আমরা ইতোমধ্যে আমাদের মাইক্রোকন্ট্রোলারের সাথে জিএসএম মডেম সংযুক্ত করা-পর্ব ১ টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। SIM900A কিট এর পিনআউট সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে উল্লেখিত টিউটোরিয়ালের ২য় পর্বে

SIM900A এর একটি পিনের নাম RI. এই পিনটি বাই ডিফল্ট হাই থাকে।  যখন মডেমটি কোনো এসএমএস রিসিভ  করে তখন  পিনটি ১২০ মিলিসেকেন্ডের জন্য লো হয়, তারপর আবার হাই হয়। কাজেই আমরা মাইক্রোকন্ট্রোলারের কোনো একটি ইন্টারাপ্ট পিনের সাথে যদি এই RI পিনকে কানেক্ট করে রাখি তাহলে পিনটি হাই থেকে লো হওয়ামাত্রই একটি ইন্টারাপ্ট জেনারেট হবে। এবং আমরা বুঝতে পারব যে একটি নতুন এসএমএস এসেছে।RI পিনটি SIM900A kit -এ খুব ছোট করে ring নামে চিহ্নিত করা আছে। এই পিনটি ব্যবহার করতে হলে আমাদেরকে এই পিনে একটি মেল কানেকটর সল্ডার করে নিতে হবে। তারপর আমরা এই ring পিনকে কানেক্ট করব মাইক্রোকন্ট্রোলারের PD2 তথা INT  এর সাথে।

এসএমএস পড়তে যে কমান্ডটি ব্যবহার করা হয় যেটি হল AT+CMGR। এসএমএস রিড করার সময় বিশেষভাবে একটি কথা মনে রাখা প্রয়োজন। সিম মেমোরি বেশকিছু সেগমেন্টে বিভক্ত। যখন নতুন কোনো এসএমএস আসে তখন সেটা যে সিমের কোন সেগমেন্টে গিয়ে জমা হবে তা জানার কোনো উপায় নেই।

AT+CMGR=1,0 লিখলে সিমের এক নাম্বার লোকেশনে থাকা মেসেজটি রিড হবে।

AT+CMGDA=\”DEL ALL\” কমান্ডের মাধ্যমে সকল এসএমএস ডিলিট করে দেওয়া হয়। এই এক্সপেরিমেন্টের জন্য যে সিমটি ব্যবহার করা হবে সেই সিমের মেমোরিতে কোনো মেসেজ থাকা চলবে না। নতুন কোনো মেসেজ আসলে সেটি 1 নং লোকেশনে জমা হবে। মেসেজে on লেখা থাকলে মাইক্রোকন্ট্রোলারের PC7 পিনটি হাই হবে এবং এর সাথে ডিমার দ্বারা সংযুক্ত বাতি জ্বলবে। মেসেজে Off লেখা থাকলে PC7 পিনটি লো হবে এবং বাতিটি নিভে যাবে। মেসেজ অনুযায়ী কাজ সম্পন্ন করার পর মেসেজটি ডিলিট হয়ে যাবে। যাতে করে পরবর্তীতে আসা মেসেজটিও 1 নং লোকেশনেই জমা হয়। মাইক্রোকন্ট্রোলারের PC0 পিনকে আমরা এই এক্সপেরিমেন্টে ব্যবহার করেছি ইন্ডিকেটর  পিন হিসেবে। ইন্ডিকেটর পিনের সাথে সংযুক্ত এলইডি নতুন এসএমএস আসামাত্রই টোগল (অন থেকে অফ কিংবা অফ থেকে অন হবে।) এক্সপেরিমেন্টটি সফলভাবে করার জন্য অবশ্যই  মোবাইলের নেটওয়ার্ক ভালো থাকতে হবে।

সার্কিট কানেকশনঃ

ATmega16  মাইক্রোকন্ট্রোলারকে  ট্রেনার কিটের জিফ সকেটে বসাই। SIm900A কিটের সিম সকেটে সিম বসাই।

SIM900A এবং  ATmega16 এর   মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করি।

ATmega16 SIM900A
VCC VCC
GND GND
Tx Rx
Rx Tx
PD2 RING
ATmega16 এবং ডিজিটাল ভোল্টেজ ডিমারের মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করুন।
Arduino Uno R3 Digital AC voltage dimmer
VCC 5V
GND GND
Relay PC7
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে আপনি এসি বাল্ব দিয়ে এক্সপেরিমেন্ট না করতে চাইলে ট্রেনারকিটের এলইডিগুলো দিয়েও এক্সপেরিমেন্টটি করতে পারেন। সেক্ষেত্রে ডিমারের আর প্রয়োজন হবে না। বাল্ব হোল্ডারে বাল্ব লাগিয়ে হোল্ডারের দুই তার ভোল্টেজ ডিমারের ‘Load’ চিহ্নিত কানেকটরে সংযুক্ত করি। এসি কেবলটি কেটে এর দুই তার ভোল্টেজ ডিমারের 220V AC লেখা অংশে সংযুক্ত করি। আমাদের পুরো সেটআপটি দেখতে ছিল এরকম। কোডঃ

কোড লিখতে ব্যবহার করা হয়েছে MIKroC pro for AVR. ইউজার্ট এবং স্ট্রিং এর জন্য মাইক্রোসির ইন বিল্ট লাইব্রেরি থাকায় কোড তুলনামূলকভাবে ছোট এবং সহজবোধ্য হয়েছে। নিচের কোডটি মাইক্রোসিতে কপি-পেস্ট করুন এবং কম্পাইল করে হেক্স ফাইলটি মাইক্রোকন্ট্রোলারে আপলোড করুন।

একটি সুখবর দিই, আপনি চাইলে টাকা বাঁচানোর জন্য এসএমএসের বদলে মিসড কলের মাধ্যমেও লোড অন-অফ করতে পারেন এই একই পদ্ধতিতে। SIM900A কিটের ring পিন কল আসলেও লো হয়।

char output[100]; //Received message will be stored here
void main()
{
   Delay_ms(1000);  //Time needed for the modem for initialization
   UART1_Init(9600);  //Baud rate 9600
   UART1_Write_Text("AT"); //AT command mode started
   UART_Write(0x0D);           //CR
   UART_Write(0x0A);           //LF
   Delay_ms(1000);
   UART1_Write_Text("AT+CMGF=1"); //select text format of sms
   UART_Write(0x0D);           //CR
   UART_Write(0x0A);           //LF
   Delay_ms(100);

   DDD2_bit = 0;  //PD2=INT0 in as input
   DDC0_bit = 1;  //PC0 pin as output. Indicator LED attached with this pin.
   DDC7_bit = 1;  // PC7 as output. Load will be conencted to this pin via prorammable AC dimmer
   ISC01_bit = 1;     // Set INT0 for falling edge
   INT0_bit = 1;      // INT0 interrupt enable
   SREG_I_bit =1;     // Enable Global Interrupt

   PORTC0_bit = 0; //PC0 pin puller down by default
   while(1){}   // infinite loop

}

void EX_INT0_ISR() iv IVT_ADDR_INT0 //Interrupt function
{

   PORTC0_bit =~ PORTC0_bit;  //Toggle the indicator LED
   Delay_ms(2000);            //delay
   UART1_Write_Text("AT+CMGR=1,0"); //Read sms at sim location 1
   UART_Write(0x0D);           //CR
   UART_Write(0x0A);           //LF

  if (UART1_Data_Ready() == 1) {          // if data is received
    UART1_Read_Text(output, "OK", 200);    // reads text until 'OK' is found
    Delay_ms(100);                         //delay

    if(strstr(output,"On")!=0)          //Check if there is ON written in the message
    {

      PORTC7_bit = 1;                  //Turn on the load

    }
    else if(strstr(output,"Off")!=0 )  // Check if there is OFF written in the message
    {


      PORTC7_bit = 0;                  //Turn off the load

    }
   }

   UART1_Write_Text("AT+CMGDA=\"DEL ALL\""); //Delete all messages
   UART_Write(0x0D);           //CR
   UART_Write(0x0A);           //LF

   Delay_ms(1000);    //Delay
   INTF0_bit = 1;     // Interrupt flag bit cleared.

}
]]>

A. R
A. R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.