প্রয়োজনীয় যন্ত্রপাতি |
পরিমাণ |
Link |
Arduino Uno
|
১ টি |
https://goo.gl/2oHwMb |
I2C LCD Display 16×2 |
১ টি |
https://goo.gl/rDTPGv |
Male To Female Jumper Wire – Single
|
৪ টি |
https://goo.gl/n2tnCG |
ধাপ-২ঃ Arduino Uno এর সাথে ডিসপ্লেটির কানেকশন নিশ্চিত করতে হবে নিম্নরূপ ভাবে।
Arduno Uno |
I2C LCD Display 16×2
|
5V |
VCC |
GND |
GND |
SDA / A4 |
SDA |
SCL / A5 |
SCL |
ধাপ-৩ঃ এবার আপনাকে LiquidCrystal_I2C লাইব্রেরী ইন্সটল করতে হবে।
ধাপ-৪ঃ I2C_LCD_Display_16x2_Address_Scan নামক কোড টি আপলোড দিয়ে প্রথমে ডিসপ্লেটির অ্যাড্রেস বের করে নিতে হবে। যা Arduno Serial Monitor এ দেখা যাবে।
লক্ষ রাখতে হবে, যদি SDA ও SCL উল্টো কানেকশন হয় কিংবা কানেকশন দুর্বল হয় তাহলে নিম্নেরমত করে আউটপুট দেখাবে। অর্থাৎ কোন অ্যাড্রেস দেখাবে না।
ধাপ-৫ঃ I2C_LCD_Display_16x2 ওপেন করে অ্যাড্রেস টি (0x3F) কোডে দিয়ে আপলোড দিলেই ডিসপ্লেতে লেখা চলে আসবে।
]]>