<
পিন ডায়াগ্রামঃ
ডিসপ্লের দুইপাশে মোট (১৪+৪) = ১৮ টি পিন রয়েছে। বাম পাশে রয়েছে পাওয়ার পিন (৩.৩ ভোল্ট), ডিসপ্লে ও টাচ প্যানেলের পিনগুলো। বিপরীত পাশে রয়েছে SD কার্ডের পিন। একসাথে সবগুলো পিনের কানেকশন দেওয়ার প্রয়োজন নেই। যখন যে বিষয় নিয়ে কাজ করা হবে, শুধুমাত্র সেই পিনগুলোর কানেকশন দিতে হবে। ডিসপ্লের জন্য CS, RESET, DC/RS, SDI(MOSI), SCK, LED পিনগুলো কানেকশন দিলেই হবে। অন্যদিকে যখন টাচের ব্যবহার প্রয়োজন হবে তখন, T_CLK, T_CS, T_DIN, T_D0, T_IRQ পিনগুলো ব্যবহার করতে হবে এবং SD কার্ডের জন্য রয়েছে SD_CS, SD_MOSI, SD_MISO, SD_SCK.

ESP32
ডিভাইসটির সকল পিন ডায়াগ্রাম নিচে দেওয়া রয়েছে।

দৈর্ঘ্য-প্রস্থ্যঃ

প্রয়োজনীয় কম্পোনেন্টঃ
কম্পোনেন্টের তালিকা নিচে প্রদান করা হলো। এখানে সিলিকনের জাম্পার ওয়্যার দিয়ে সম্পূর্ণ কানেকশন দেওয়া হয়েছে। এই ওয়্যারগুলোর গুণগতমান অনেক ভালো হওয়ায় তারের ভিতরের বিচ্ছিন্নতা নিয়ে কোন প্রকার সমস্যা হবে না।
| ক্রমিক নং | কম্পোনেন্টের নাম | মডেল | পরিমাণ | লিংক |
| ১ | TFT LCD Display Module 3.5 inch with Touch | DIS-00122 | ১টি | কম্পোনেন্ট লিংক |
| ২ | Breadboard (830 Point) | MIS-00002 | ১টি | কম্পোনেন্ট লিংক |
| ৩ | ESP32 Development Board 30 Pin | WIR-00072 | ১টি | কম্পোনেন্ট লিংক |
| ৪ | Micro USB Data Cable | C&C-00259 | ১টি | কম্পোনেন্ট লিংক |
| ৫ | SD Card or Micro SD Card | ১টি | ||
| ৬ | ESP32 IOT Board | DEV-00129 | ১টি | কম্পোনেন্ট লিংক |
| ৭ | Silicone Jumper Wire (Male to Female) | C&C-00246 | ১টি | কম্পোনেন্ট লিংক |
| ৮ | Silicone Jumper Wire (Male to Male) | C&C-00245 | ১টি | কম্পোনেন্ট লিংক |
সার্কিট কানেকশনঃ

ডেমো কোডঃ
ডেমো কোডটি মূলত TFT_eSPI লাইব্রেরীর Example Code যা এই লোকেশনে রয়েছে। TFT_eSPI\examples\480 x 320\TFT_Rainbow480. এখানে কয়েকটি সাইজের ডিসপ্লের জন্য কোড দেওয়া রয়েছে, যা নিজেদের মত করে চেক করে নেওয়া যাবে।

ভিডিওঃ
সতর্কতাঃ
১। Breadboard এর উপর বসানোর সময় ডিসপ্লের স্ক্রিনে চাপ দেওয়া যাবে না।
২। VCC পিনে ৩.৩ ভোল্টের বেশি সাপ্লাই দেওয়া যাবে না।
৩। LED পিন কন্ট্রোল ব্যাতিত, ৩.৩ ভোল্ট দিয়ে অন করতে হবে।
৪। SDO(MISO) পিন বর্তমান সার্কিট অনুযায়ী কানেকশন বিচ্ছিন্ন রাখতে হবে।
৫। সম্পূর্ণ সংযোগ নিশ্চিত হয়ে, ভোল্টেজ সাপ্লাই দিতে হবে।]]>
