ESP8266 NodeMCU V3 Development Board with CH340 কিভাবে প্রোগ্রাম করবেন?

নামটা শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে অনেককিছু। ESP8266 NodeMCU V3 Development Board with CH340 NodeMCU স্ট্যান্ডঅ্যালোন ওয়াইফাই মডিউলের একটি ভার্শন। এই বোর্ডটিতে ইউএসবি টু সিরিয়াল কনভার্টার হিসেবে ব্যবহৃত হয় একটি CH340 চিপ। CH340 এর সাথে আমরা অনেকেই পরিচিত। এই চিপটি ব্যবহৃত হয় আরডুইনো মেগার কিছু চাইনিজ ভার্শনে।

ESP8266 NodeMCU V3 Development Board with CH340 ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে প্রথমেই কম্পিউটারে CH340 ড্রাইভার সফটওয়্যার ইন্সটল করতে হবে। যদি আগে থেকেই আপনার কম্পিউটারে এই ড্রাইভারটি ইন্সটল করা থাকে তাহলে অভিনন্দন। ড্রাইভার ইন্সটলেশনের অংশটুকু আপনার অনুসরণ করার কোনো প্রয়োজন নেই।

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমাণ প্রডাক্ট লিংক
ESP8266 NodeMCU V3 Development Board with CH340 1 এখানে ক্লিক করুন
Micro USB cable 1 এখানে ক্লিক করুন

ড্রাইভার ইন্সটলেশনঃ

এই লিংকে ক্লিক করে আপনার অপারটিং সিস্টেম অনুযায়ী উপযুক্ত ড্রাইভারটি ডাউনলোড করুন। ড্রাইভারের ফোল্ডারটি এক্সট্রাক্ট করে .exe ফাইলটি রান করলে এরকম একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন।

প্রথমে Uninstall এ ক্লিক করে তারপর Install এ ক্লিক করুন।

আমরা উইন্ডোজ সেভেনের জন্য টিউটোরিয়াল লিখেছি। উইন্ডোজ টেন, সেভেন লিনাক্স,ম্যাক ইত্যাদি সকল অপারেটিং সিস্টেমে CH340 driver installation এর জন্য স্পার্কফানের একটি টিউটোরিয়াল আছে। প্রয়োজনে এটি দেখে নিন।

ড্রাইভার ইন্সটল করার পর একটি মাইক্রো ইউএসবি কেবল দিয়ে ESP8266 NodeMCU V3 Development Board with CH340 কে আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করুন।

এবার আপনার কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে যান। COM PORT হিসেবে এভাবে আপনার বোর্ডটি সনাক্ত হবে।

এবার আরডুইনো আইডিই ওপেন করুন। NodeMCU দিয়ে যদি এটিই আপনার প্রথম প্রজেক্ট হয় তাহলে এই টিউটোরিয়ালটির বোর্ড ইন্সটলেশন অংশটি অনুসরণ করুন। যদি বোর্ড ইন্সটল করা থাকে তাহলে আর নতুন করে করতে হবে না।

বোর্ড ইন্সটলেশন হয়ে গেলে বোর্ডের লিস্ট থেকে এইভাবে উপযুক্ত বোর্ডটি সিলেক্ট করুন।

PORT

আরডুইনোর টুলস অপশনটি এখন এইরকম দেখাবে। এবার কোডিংয়ের পালা।

নিচের কোডটি লিখে আরডুইনোতে আপলোড করুন।

void setup() {
  // put your setup code here, to run once:
  Serial.begin(115200);

}

void loop() {
  // put your main code here, to run repeatedly:
Serial.println("This is NodeMCU V3");
delay(1000);
}

কোড আপলোড হয়ে গেলে সিরিয়াল মনিটর ওপেন করুন।

সিরিয়াল মনিটরে “This is NodeMCU V3” এই মেসেজটি এক সেকেন্ড পরপর দেখা যাবে।

]]>
A. R
A. R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.