সিলিং ফ্যান রিমোট কন্ট্রোলার
রাকিব স্যারের বাসায় গেলে প্রযুক্তির নতুন নতুন ছোয়া পাওয়া যাবেই। তার বাসায় এখন তেমনি একটি ডিভাইস বসানো হয়েছে, যার নাম Ceiling Fan Remote Controller. ডিভাইসটির নামের চেয়েও বেশি রয়েছে তার ফিচার। এটি শুধু ফ্যান নিয়ন্ত্রণ নয়, সাথে রয়েছে লাইট নিয়ন্ত্রণের ব্যবস্থা। অর্থাৎ খুবই সহজেই একটি লাইট ও একটি ফ্যানকে ৩০ মিটার দূরত্ব থেকে নিয়ন্ত্রণ করা যাবে।
এই ডিভাইসের সাথে রয়েছে মোট ৩টি অংশ রিমোট, রিসিভার এবং রিমোট স্ট্যান্ড। অর্থাৎ সাধারণ আমরা রিমোট ব্যবহার করে যেখানে সেখানে রেখে দেই, ফলে যখন প্রয়োজন তখন আবার খুঁজতে শুরু করি। এখন আর সেই ঝামেলা নেই। দেয়ালের নির্দিষ্ট জায়গায় স্ট্যান্ডকে বসিয়ে দিলেই কাজ শেষ।
ফ্যানের রয়েছে তিন ধরণের গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, হাই মিডিয়াম এবং লো। বিশেষ এক বৈশিষ্ট হলো টাইমার। অনেক সময় সারারাত ফ্যান চললে আমাদের সমস্যা হয়। শেষ রাতে গিয়ে কিছুটা ঠান্ডা অনুভব হয়, সেই সময় আমরা অনেকেই ফ্যানকে বন্ধ না করেই কাথা-কম্বল দিয়ে ঘুমিয়ে পড়ি। কারণ উঠলেই আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। কিন্তু এর টাইমার ব্যবহারের ফলে এই সমস্যা একেবারেই চলে যাবে। এখানে যে চারটা টাইমার রয়েছে তার জন্য আলাদা আলাদা বাটন (সুইচ) রয়েছে রিমোটে। 1H, 2H, 4H, 8H. ১ ঘন্টা, ২ ঘন্টা, ৪ ঘন্টা এবং ৮ ঘন্টার জন্য।
সার্কিট কানেকশনঃ
রিসিভারের সাথে মোট ছয়টি তার রয়েছে, সেইগুলো নিম্নরুপ
১। সাদা তার (Public N) কোন সংযোগ প্রয়োজন নেই।
২। নীল তার (Light L) B প্রান্তে সংযোগ হবে।
৩। কালো তার (Fan L) A প্রান্তে সংযোগ হবে।
৪। সাদা তার (In Put N) D প্রান্তে সংযোগ হবে।
৫। কালো তার (In Put L) C প্রান্তে সংযোগ হবে।
৬। এন্টেনার জন্য একটি তার রয়েছে, যেটিকে কোন কানেকশন ছাড়াই উন্মুক্ত রেখে দিলেও কাজ করবে।
সতর্কতাঃ
প্রোডাক্টি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্ব করতে হবে। যেমনঃ-
১। ফ্যানের জন্য ১২০ ওয়াট এবং লাইটের জন্য ৩০০ ওয়াটের অধিক ব্যবহার না করা।
২। রিমোটের ব্যাটারি পজেটিভ নেগেটিভ দেখে, সঠিকভাবে বসাতে হবে।
৩। ঘরের লাইট কিংবা ফ্যানের সুইচ অন থাকলে এই ডিভাইসের কোন সুইচ প্রেস করা যাবেনা।
৪। সংযোগ দেওয়ার সময় অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদ্বারা দিতে হবে।
প্রোডাক্টির ব্যবহারবিধি (User Manual) পড়তে এখানে ক্লিক করুন।