Breadboard Variable Power Supply কিভাবে ব্যবহার করবেন ?

একজন Electronics Hobbyist বিভিন্ন প্রোজেক্ট নিয়ে কাজ করার সময়  প্রতিনিয়ত যে যন্ত্রটির অভাব সবচেয়ে বেশি অনুভব করেন, তা হলো Variable Power Supply । যন্ত্রটি ছাড়া বড় কিংবা ছোট কোন ইলেকট্রনিক্স ল্যাব এর কথাই চিন্তা করা যায় না ।

কিন্তু তবুও ছাত্রজীবনে একজন Hobbyist-এর ইচ্ছা থাকলেও এত বেশি টাকা ব্যায় করে Power Supply ক্রয় করা অনেক সময় অসম্ভব হয়ে ওঠে । কিন্তু তাই বলে তো আর কাজ  করা বন্ধ থাকবে না । উপায় না পেয়ে অনেকেই আবার Variable Adapter ক্রয় করতে বাধ্য হয় । কিন্তু এই Variable Adapter-এর আউটপুট precision-এর অবস্থা একদমই বাজে । আউটপুটে 3V নির্বাচন করা হলেও বাস্তবে multi-meter ব্যবহার করে পরিমাপ করলে তা অনেক ক্ষেত্রেই দেখা যায় 4V বা এর চেয়ে বেশি দেখায় । এছাড়াও 3V, 4.5V,  6V,  12V এরকম কিছু discrete মান ছাড়া অন্য কোন voltage level তো নির্বাচনই করা যায় না ।

যাইহোক এই সকল সমস্যার সমাধান দিবে এই Breadboard Variable Power Supply । যন্ত্রটি Project Board এর সাথে সুন্দর ভাবে সেট হয়ে যায় । তাই বাড়তি কোন তারের সংযোগ নিয়ে একদম ভাবনার কিছু নেই । এই যন্ত্রটি কাছে থাকলে এর সাথে শুধুমাত্র একটি 7V to 25V এর যে কোন একটি Adapter / Transformer কানেক্ট করেই আপনি পাবেন highly precised আউটপুট ভোল্টেজ । এই আউটপুট ভোল্টেজ এতটাই precised হবে যে আপনি 0.1V পর্যন্ত adjust করতে পারবেন । এছাড়া আউটপুট ভোল্টেজ monitoring এর জন্য রয়েছে একটি 3-digit-Segment-Display ।

তবে হ্যাঁ এটি কিন্তু কোন boost converter নয় । তাই এর maximum আউটপুট ভোল্টেজ হবে input ভোল্টেজ এর চেয়ে 2V কম । তাই আপনাকে সর্বোচ্চ আউটপুট পেতে maximum ইনপুট ব্যবহার করতে হবে ।

Pin-out Diagram

যা যা লাগবে

SR. No. Product Name Link
1. Breadboard Variable Power Supply Buy
2. 12V 700mA Power Adapter Buy
3. Breadboard Buy

কিভাবে সংযোগ দিবেন ?

এখানে 3-Digit-Segment-Display-ই আউটপুট ইন্ডিকেটর হিসাবে কাজ করবে । তাই যদি display-টি বন্ধ দেখায়, এর অর্থ হলো এখন আউটপুট বন্ধ আছে । এখন Power Switch টি অন করুন ।

এখন Voltage Regulator Knob-টি ঘুরিয়ে আপনার কাংঙ্খিত ভোল্টেজ লেভেল টি সেট করে নিতে পারেন । তাছাড়াও logic voltage level নিয়ে কাজ করার সময় প্রয়োজনে আপনি +5V  and GND পিনও ব্যবহার করতে পারবেন । পাশাপাশি আপনার ইনপুট ভোল্টেজ যদি অন্য কোন কাজে ব্যবহার করতে চান, তাহলে Vin পিন টিও ব্যবহার করতে পারেন ।

প্রোডাক্ট ডেমো ভিডিও:

[embed]https://www.youtube.com/watch?v=VVx0lMJSg3s&feature=youtu.be[/embed] ]]>

Fahim Reza
Fahim Reza

Research Engineer, TechShop Bangladesh

2 Comments

  1. আমি কি এখানে 12 ভোল্ট এডাপ্টার এর পরিবর্তে 12ভোল্ট ৩এম্পায়ারের ট্রান্সফরমার ব্যবহার করতে পারব?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.