Automatic Water Pump Controller কিভাবে ব্যবহার করবেন ?

জীবন রক্ষাকারী পানির অপচয়রোধে Automatic Water Pump Controller যথেষ্ট ভূমিকা রাখতে পারে । ডিভাইসটি মজুতকৃত পানির পরিমান সেন্স করতে সক্ষম । পানির পরিমান একটি নির্দিষ্ট লেভেল অতিক্রম করলেই সয়ংক্রিয় ভাবে অন হয়ে যাবে পানির মোটর । শুধু এখানেই শেষ নয়, পানির ট্যাংক আবার ভর্তি হয়ে গেলেই ডিভাইসটি তা সেন্স করে পানির মোটর বন্ধ করে দিবে ।

ডিভাইসটি ব্যবহারে গ্রাহকের অতিরুক্ত উদ্বিগ্নতা দূরের পাশাপাশি প্রতিদিন বেঁচে যেতে পারে গ্যালন গ্যালন পানির অপচয় ।

প্রোডাক্ট বিবরণী:

Operating Voltage: 9V to 12V  (AC or DC) [It is recommended by us to use DC supply] Operating Current: 150mA or higher

Automatic Water Pump Controller-এর সুবিধাসমূহ:

 

  • ৯-ভোল্ট থেকে শুরু করে ১২-ভোল্ট পর্যন্ত যে কোন ভোল্টের পাওয়ার সোর্স ব্যবহার করা যাবে ।
  • অপারেট করতে খুবই কম কারেন্টের প্রয়োজন হয় ।
  • পাওয়ার অন ইন্ডিকেশন এলইডি ।
  • মোটর অন ইন্ডকেশন এলইডি ।

 

সতর্কতা:

  • যেহেতু ডিভাইসটি ২২০-ভোল্ট এসি লোড কন্ট্রোল করবে, তাই এসি লাইনে কাজ করার অভিজ্ঞতা আছে এমন কারো সাহায্য নিন ।
  • ডিভাইসটিকে নিরাপদ জায়গায় স্থাপন করুন ।
  • Relay এর গায়ে উল্লেখিত পাওয়ার রেটিং এর চেয়ে অপেক্ষাকৃত বেশি মাত্রার লোডের জন্য ডিভাইসটির সাথে Magnetic Contactor ব্যবহার করুন ।

 

3.5/5 - (4 votes)
Share with your friends
Default image
Fahim Reza
Research Engineer, TechShop Bangladesh
Articles: 13

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.