ইন্টারনেট অব থিংস কে সংক্ষেপে আইওটি বলে, যার বাংলা অর্থ হল বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ। তেমনি একটি আইওটি ডিভাইস হলো ESP32-CAM WiFi + Bluetooth Camera Module. একটা উদাহরণের মাধ্যমে এই ডিভাইসটিকে বোঝানোর চেষ্টা করছি। মনে করেন এই ডিভাইসটি আপনার বাড়ির দরজার সাথে বসানো আছে। আপনি ভিতরের রুমে কিংবা কোন বিশেষ কাজে ব্যস্ত আছেন। এখন দরজার কলিং বেল বেজে উঠলো। ঠিক তখনই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে এবং একটা উইন্ডো চালু হবে যেখানে দেখাবে আপনার বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার আপনি যদি চান দরজা খুলে দিবেন, তাহলে এপের মধ্যে এক ক্লিক করলেই দরজাটি খুলে যাবে এবং ৫ বা ১০ সেকেন্ড পর পুনরায় দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার বাড়িটি অটোমেশন করা ছিলো। শুধু তাই নয়, আপনার অফিসেও এই ESP32-CAM WiFi + Bluetooth Camera Module ব্যবহার করা যাবে। এই ডিভাইসের সাথে রয়েছে বেশ কিছু GPIO পিন, যা ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যাবে লাইট, ফ্যান, মোটর এ যাবতীয় সকল ইলেক্ট্রিক্যাল ডিভাইসকে। অন্যদিকে এই মডিউল ব্যবহার করে ক্যামেরা বিশিষ্ট এটেন্ডেন্স মেশিন নিজেই তৈরি করতে পারবেন।
পিন ডায়াগ্রামঃ

প্রয়োজনীয় কম্পোনেন্টঃ
কম্পোনেন্টের তালিকা নিচে প্রদান করা হলো।ক্রমিক নং | কম্পোনেন্টের নাম | মডেল | পরিমাণ | লিংক |
১ | ESP32-CAM WiFi + Bluetooth Camera Module | WIR-00110 | ১টি | কম্পোনেন্ট লিংক |
২ | FTDI USB to Serial Converter 3V3-5V | MOD-00207 | ১টি | কম্পোনেন্ট লিংক |
৩ | Breadboard (830 Point) | MIS-00002 | ১টি | কম্পোনেন্ট লিংক |
৪ | Silicone Jumper Wire (Male to Male) অথবা, | C&C-00245 | ৭টি | কম্পোনেন্ট লিংক |
৫ | Male To Male Jumper Wire – Single | C&C-00061 | ৭টি | কম্পোনেন্ট লিংক |
৬ | Breadboard Power Supply Stick (3.3V/5V) | MOD-00097 | ১টি | কম্পোনেন্ট লিংক |
৭ | Adapter 12V | MIS-00131 | ১টি | কম্পোনেন্ট লিংক |
সার্কিট কানেকশনঃ
প্রোগ্রাম আপলোড করার জন্য নিচের চিত্র অনুযায়ী সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার সময় কিছু বিষয় লক্ষ রাখতে হবে- ১। FTDI USB to Serial Converter 3V3-5V এর ভোল্ট সিলেক্টর সুইচকে 5V এর দিকে রাখতে হবে। ২। ৫ ভোল্টের সাথে ৩.৩ ভোল্ট সংযোগ দেওয়া যাবেনা। ৩। আপলোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই GPIO0 পিন কে Low করে নিতে হবে (Ground এর সাথে শর্ট হবে)
















আউটপুটঃ
Serial Monitor ওপেন করে রিসেট প্রেস করতে হবে । এবার কিছুক্ষণ অপেক্ষা করলে সিরিয়াল মনিটরে Camera Ready! Use এবং একটি IP Address দেখাবে। এই IP Address ব্রাউজারে লিখে এন্টার দিলেই দ্বিতীয় চিত্রের মত একটি Window আসবে।

Project Done
Great, thanks for being with us.