/wp:more wp:paragraph
Automatic Battery Charge Controller মূলত 12V এর Sealed Lead Acid (SLA) Battery কে charge up করার জন্য উপযুক্ত করে তৈরী করা হয়েছে ।
/wp:paragraph wp:paragraphসার্কিটে Half-Wave Rectifier এবং Electrolytic Capacitor ব্যবহার করা হয়েছে Step Down Transformer এর AC আউটপুটকে DC তে convert করার জন্য । তাই সার্কিটের ইনপুটে আপনি সরাসরি Transformer ব্যবহার করতে পারবেন ।
/wp:paragraph wp:paragraph12V ব্যাটারীর Full Charged Voltage কে 14.4V হিসাব করে Design করা হয়েছে । তাই ব্যাটারীর voltage যখনই 14.4V হয়ে যাবে, তখনই ব্যাটারী Transformer থেকে চার্জ নেওয়া বন্ধ করে দিবে । এতে করে ব্যাটারী over charging এর কারনে ফুলে যাওয়া বা damaged হওয়া থেকে নিরাপদ থাকবে ।
/wp:paragraph wp:paragraphপ্রায়শই দেখা যায় SLA Battery কিছুদিন ব্যবহারের পর Full Charge Voltage আর 14.4V এ rise হয় না । অর্থাৎ Maximum Charged Voltage এ সময়ে 12V, 10V বা অনেক সময় তারচেয়েও কমে আসে । তাই Full Charged Voltage কে customized করার জন্য সার্কিট টিতে একটি Variable Potentiometer ও রাখা হয়েছে । সুতরাং আপনি চাইলে Jumper Selector এর পজিশন পরিবর্তন করে Full Charged Voltage কে 14.4V থেকে customized করে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন ।
/wp:paragraph wp:paragraphAutomatic Battery Charge Controller কে আপনি দুইটি ভিন্ন ভিন্ন mode এ অপারেট করতে পারবেন । Jumper Selector এর পজিশন পরিবর্তন করে এই mood selection করা যাবে ।
/wp:paragraph wp:paragraphLive Power Output Mode (ON):
/wp:paragraph wp:paragraphএই mode এ ব্যাটারী একই সময়ে charge হবে এবং পাশাপাশি Input Voltage কে Output এ ব্যবহার করতে পারবেন । তাই এই mode এ বিদ্যুৎ থাকুক বা নাই থাকুক, আউটপুট সবসময় ON থাকবে । অর্থাৎ বিদ্যুৎ থাকলে আউটপুটে আপনি Transformer এর Voltage পাবেন । অপরদিকে বিদ্যুৎ না থাকলে আউটপুটে Battery এর Voltage পাবেন । তাই এই mode এ আপনি একটি DC IPS এর feature পাবেন ।
/wp:paragraph wp:paragraphLive Power Output Mode (OFF):
/wp:paragraph wp:paragraphএই mode এ বিদ্যুৎ থাকলে আউটপুট বন্ধ থাকবে এবং ব্যাটারী এসময় চার্জ হতে থাকবে । কিন্তু বিদ্যুৎ চলে গেলেই আউটপুট ON হয়ে যাবে । তাই এই mode ব্যবহার করে আপনি লোডশেডিং এর সময় DC Fan অথবা DC Light চালু রাখতে পারবেন ।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-wide”}/wp:separator wp:heading
How To Use: Automatic Battery Charge Controller
/wp:heading wp:paragraphInput Power:
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84306,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}কন্ট্রোলারকে পাওয়ার দেওয়া এবং ব্যাটারীকে চার্জ করার জন্য যে বিদ্যুৎ প্রয়োজন, তা এই নীল রঙের তিন পিনের কানেক্টর থেকে নেওয়া হয় । তাই 12V একটি Center Tap Transformer কে এই কানেক্টরের সাথে যোগ দিতে হবে।
/wp:paragraph wp:paragraphকন্ট্রোলারকে পাওয়ার দেওয়ার জন্য খুবই কম বিদ্যুৎ <70mA প্রয়োজন হবে । তাই সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটারীকে চার্জ করার জন্য যে বিদ্যুৎ প্রয়োজন – তা সরবরাহ করতে পারে, এমন কারেন্ট (Ampere) রেটিং এর Transformer নির্বাচন করতে হবে।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
Auto:
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84309,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}কন্ট্রোলারকে Auto মুডে চালাবার জন্য B এবং C পিন দুইটি থেকে Jumper সরিয়ে ফেলুন । এখন A এবং B পিন দুইটি শর্ট করুন অথবা Jumper ব্যবহার করুন । এই মুডে বিদ্যুৎ চলে গেলে বা load shedding হলে, ব্যাটারীর ভোল্টেজ সরাসরি Load Terminal এ পাওয়া যাবে । অনুরূপভাবে, বিদ্যুৎ আসলে ব্যাটারী সয়ংক্রিয়ভাবে চার্জিং মুডে চলে যাবে । এবং ব্যাটারীর চার্জ Full হয়ে গেলে, System ব্যাটারীকে Transformer থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ব্যাটারীকে overcharging থেকে রক্ষা করবে ।
/wp:paragraph wp:paragraphএই মুডে ব্যাটারী চার্জ হওয়ার সময় অর্থাৎ বিদ্যুৎ আসলে আউটপুট-লোড (যেমন: লাইট, ফ্যান) সয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে । অনুরুপভাবে বিদ্যুৎ চলে গেলে আউটপুট-লোড (যেমন: লাইট, ফ্যান) সয়ংক্রিয় ভাবে অন হয়ে যাবে ।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
DC Mini IPS:
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84310,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}কন্ট্রোলারকে Mini DC IPS মুডে চালাবার জন্য A এবং B পিন দুইটি থেকে Jumper সরিয়ে ফেলুন । এখন B এবং C পিন দুইটি শর্ট করুন অথবা Jumper ব্যবহার করুন । এই মুডে বিদ্যুৎ এর উপস্থিতি অথবা অনুপস্থিতি উভয় ক্ষেত্রেই আউটপুট-লোড (যেমন: লাইট, ফ্যান) অন থাকবে । বিদ্যুৎ এর উপস্থিতিতে আউটপুট-লোড, Transformer থেকে এবং বিদ্যুৎ এর অনুপস্থিতিতে আউটপুট-লোড, Battery থেকে পাওয়ার নিবে । এই মুডেও বিদ্যুৎ আসলে ব্যাটারী সয়ংক্রিয়ভাবে চার্জিং মুডে চলে যাবে । এবং ব্যাটারীর চার্জ Full হয়ে গেলে, System ব্যাটারীকে Transformer থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ব্যাটারীকে overcharging থেকে রক্ষা করবে ।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
LEDs:
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84311,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}RED LED কে কন্ট্রোলারের Power Indication LED হিসাবে ব্যবহার করা হয়েছে । যার মাধ্যমে সহজেই বোঝা যাবে, এই মূহুর্তে কন্ট্রোলার ON নাকি OFF অবস্থায় রয়েছে । GREEN LED কে Charging Indication LED হিসাবে ব্যবহার করা হয়েছে । যার মাধ্যমে সহজেই বোঝা যাবে, ব্যাটারী চার্জ Full হয়েছে কি না ?
/wp:paragraph wp:paragraph>> Battery Charging: Red LED ON Ges Green LED OFF.
/wp:paragraph wp:paragraph>> Battery Full: Red LED ON Ges Green LED ON.
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
Auto Calibration:
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84312,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}12V Brand New ব্যাটারীর জন্য AUTO Calibration নির্বাচন করুন । AUTO মুডে ব্যাটারীর ভোল্টেজ 14.4V কে Full Charge Voltage হিসাবে নির্বাচন করা হয়েছে । এই মুডে Potentiometer ঘুরিয়ে Full Charge Voltage নির্বাচনের কোন প্রয়োজন নেই ।
/wp:paragraph wp:paragraphশুধুমাত্র P এবং Q থেকে শর্ট সার্কিট বিচ্ছিন্ন করুন অথবা Jumper টি খুলে ফেলুন ।
/wp:paragraph wp:paragraphএখন Q এবং R কে শর্ট করুন অথবা Jumper ব্যবহার করুন ।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
Manual Calibration (Step-1):
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84313,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}Manual Calibration এর জন্য সর্বপ্রথম Q এবং R থেকে শর্ট সার্কিট বিচ্ছিন্ন করুন অথবা Jumper টি খুলে ফেলুন । এখন P এবং Q পিন দুইটিকে শর্ট করুন অথবা Jumper ব্যবহার করুন । এখন Potentiometer ঘুরিয়ে Full Charge Voltage নির্বাচন করুন । এই মুডে আপনি 14.4V এর চেয়ে কম, বেশি বা সমমানের Full Charge Voltage নির্বাচন করতে পারবেন । অর্থাৎ এক্ষেত্রে আপনি Full Charge Voltage কে customize করার সুযোগ পাবেন ।
/wp:paragraph wp:paragraphদীর্ঘ্যদিন ব্যবহার করার পর ব্যাটারীর charge storage capacity যখন কমে যায়, তখন ব্যাটারীর ভোল্টেজ 14.4V এ না পৌছাবার দরুন – কন্ট্রোলার Full Charge সনাক্ত করতে পারে না । এ সমস্যা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে কন্ট্রোলারে এই অংশ সংযোজন করা হয়েছে ।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
Manual Calibration (Step-2):
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84314,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}Full Charge Voltage বেশি নির্বাচনের জন্য Potentiometer টিকে ঘড়ির কাটার দিকে (CW) এবং Full Charge Voltage কম নির্বাচনের জন্য Potentiometer টিকে ঘড়ির কাটার বিপরীত দিকে (CCW) ঘুরিয়ে নিন।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
Battery Connection:
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84317,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}Screw দুইটি ঘুরিয়ে এখানে আপনার 12V ব্যাটারীটির তার সংযোগ করুন । সংযোগের সময় অবশ্যই পজেটিভ/নেগেটিভ (polarity) অনুসরণ করুন ।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph
Load Connection:
/wp:paragraph wp:image {“align”:”center”,”id”:84318,”width”:175,”height”:175,”sizeSlug”:”large”}Screw দুইটি ঘুরিয়ে এখানে আউটপুট-লোড (যেমন: লাইট, ফ্যান) এর তার সংযোগ করুন । সংযোগের সময় অবশ্যই পজেটিভ/নেগেটিভ (polarity) অনুসরণ করুন ।
/wp:paragraph wp:separator {“className”:”is-style-dots”}/wp:separator wp:paragraph /wp:paragraph wp:list {“ordered”:true}
- আউটপুটে অপারেটকৃত ডিভাইসের কারেন্ট রেটিং অবশ্যই 10 ampere এর কম হতে হবে ।
- Mini DC IPS মুডে বিদ্যুতের উপস্থিতিতে আউটপুট-লোড সর্বোচ্চ 1 ampere কারেন্ট এবং বিদ্যুতের অনুপস্থিতিতে সর্বোচ্চ 10 ampere কারেন্ট পাবে।
- সর্বোচ্চ ব্যাটারী চার্জিং কারেন্ট 3 Ampere ।
- শুধুমাত্র 12V ব্যাটারীর সাথে ব্যবহার উপযোগী ।
- ব্যাটারীকে সর্বোচ্চ যে কারেন্টরেটিং এ চার্জ করা যাবে, সে অনুসারে ইনপুটে Transformer ব্যবহার করুন ।
- ভূল পোলারিটি এবং শর্ট-সার্কিটের কারণে কন্ট্রোলারটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে ।
- ব্যাটারীর সংযোগ না থাকলে, অথবা নষ্ট ব্যাটারী সংযোগ দিলে Relay পর্যায়ক্রমে বিরামহীন ভাবে অন/অফ হতে পারে ।
I want this type of circuit How can I got
Sorry! Our policy don’t allow us to provide any circuit diagram of our developed product.
Can I got an updated Automatic Battery Charge Controller which can operate 800 watt load?
ধন্যবাদ আপনার মতামতের জন্য। Automatic Battery Charge Controller এর কারেন্ট রেটিং বাড়ানো হলে আপনাকে অবশ্যই inform করা হবে।
Can you give me a developed this type “Automatic Battery Charge Controller” which can operate 800 watt load on same process?
buy korar link koi?
Product Link এড করে দেওয়া হয়েছে। ধন্যবাদ।
এই Automatic Battery Charge Controller টি কি 12v 6a Transformer এর সাথে সরাসরি সংযোগ করে 12v 60a ব্যাটারী চার্জ করা যাবে…??
Automatic Battery Charge Controller এর ইনপুট কারেন্ট 3A এ limited করা হয়েছে। অর্থাৎ আপনি বেশি কারেন্ট রেটিংএর ট্রান্সফরমার ব্যবহার করলেও এটি 3A পর্যন্ত কারেন্ট ব্যবহার করবে। এটি ব্যবহার করে 12V এর সকল ব্যাটারীই চার্জ করতে পারবেন।
relay bar bar cut on cut off hocha kano…? solution please..
ব্যাটারী সংযোগে সমস্যা থাকলে বা ব্যাটারী নষ্ট থাকলে এমনটি হতে পারে।
powder battery ki charge deya jabe?
যেকোন ধরণের Rechargeable Battery কে চার্জ করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই আপনাকে আপনার ব্যাটারীর জন্য উপযুক্ত Power Rating এর একটি Transformer/Adapter ব্যবহার করতে হবে।
রিলে বার বার কাট অন/ অফ হচ্ছে। এটা তো বিরক্তিকর ব্যাপার, আর এরকম হতে থাকলে তো রিলের নষ্ট হয়ে যেতে পারে, ব্যাটারি সংযোগ থাকলে এমনটা হচ্ছে। আচ্ছা ব্যাটারি সংযোগ না রাখলেও তো সমস্যা, উপায় কি…..
ব্যাটারী বা ব্যাটারীর সংযোগে সমস্যা থাকলে এমনটি হতে পারে। অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং “লাইভ চ্যাট: আলাপ শুরু করুন” অপশনটিতে ক্লিক করুন (অথবা যোগাযোগ করুন: 09 678 110 110)। আপনার অর্ডার আইডি সহ সমস্যাটি বলুন। আমাদের Technical Team আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবেন। (আমাদের technical support পেতে আপনাকে অবশ্যই অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে হবে।)
Can I use 12V adapter instead of a transformer in this circuit?
প্রিয় গ্রাহক, জ্বি ব্যবহার করতে পাবেন তবে এ্যাডাপ্টারের চার্জিং ক্যাপাসিটি ৩-৪ অ্যাম্পিয়ার হলে ভালো হয়।
can i charge or use lithium ion battery pack 12 v hand made ?
can i used my router and onu 2 divice out put 12v ?
If you are using more than one Li-Ion Battery in series to make higher voltage level, then during charging you have to maintain all of the cells are individually fully charged to insure battery performance. Thus required to use Battery Management System (BMS) with the batteries. You have one more queries and you are taking about to use this battery power to operate the router, but it may harmful to you device. Because when all of your batteries will be fully charge, it can’t insure the voltage level will be exactly at 12V, it will be more than 12V i.e. about 14.4V. So please use suitable power device for your router to insure uninterrupted connection.
We strongly recommend you to use “WGP Mini UPS” for this purpose. You also may use any other devices at your own risk.
Dam koto
প্রোডাক্টির দাম দেখতে লিঙ্কে ভিজিট করুন – Automatic Battery Charge Controller https://techshopbd.com/detail/3506/