Wearable technology Circuit sewing Tutorial | সেলাই হবে? সার্কিট সেলাই?!

<!

[CDATA[

 

ই-টেক্সটাইলের জন্য প্রয়োজনীয় সকল কম্পোনেন্ট সম্পর্কে আমরা গত টিউটোরিয়ালে জেনেছি। ই-টেক্সটাইল প্রজেক্ট হিসেবে সানস্ক্রিন রিমাইন্ডার হ্যাট আর ব্লুটুথ টি-শার্ট তৈরী করেছিলাম বেশ আগেই। তবে প্রজেক্টগুলো ছিল একটু অ্যাডভান্স। সবগুলো মেটেরিয়াল সেলাইযোগ্য ছিল না বলে সোল্ডারিং আয়রন ও জাম্পার ওয়্যার ব্যবহার করতে হয়েছে কিছু জায়গায় বাধ্য হয়েই। আজকে আমরা যে সার্কিটটি তৈরী করব সেটি নতুনদের জন্য। সার্কিটটি ১০০%ভাগ কাপড়ে সেলাইযোগ্য। খুবই সহজবোধ্য ও সাশ্রয়ী। এই সার্কিটটি নতুনরা তৈরী করলে ভবিষ্যতে ই-টেক্সটাইলের আরও বড় বড়, সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরী করতে কোনো সমস্যা হবে না।

প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিমাণ লিংক
Conductive ThreadBobbin – 30ft (Stainless Steel) 1 এখানে ক্লিক করুন
LilyPad Coin Cell Battery Holder – Switched – 20mm 1 এখানে ক্লিক করুন
Lithium Battery CR2025   1 এখানে ক্লিক করুন
Lilypad LED 1 এখানে ক্লিক করুন
Needle 1  
Scissor 1  
Piece of cloth 1  

কার্যপ্রনালীঃ

সাধারন সুতার মতই কন্টাকটিভ সুতাকে সুবিধামতো আকারে কেটে সুঁইয়ে ভরে নিন। অবশ্যই সুতার দুই প্রান্ত নিচে গিঁট দিয়ে নিতে ভুলবেন না।

কাপড়ের উপর এলইডি এবং ব্যাটারি হোল্ডার বসান।

এলইডির – চিহ্নিত প্রান্তের সাথে ব্যাটারির – চিহ্নিত অংশ সেলাই করুন। সেলাই শেষ হলে গিঁট দিয়ে সুতা কেটে ফেলুন।

একই কায়দায় এলইডির + প্রান্তের সাথে ব্যাটারি হোল্ডারের + প্রান্ত সেলাই করে ফেলুন। সেলাই শেষ হলে গিঁট দিয়ে আগেরমতই সুতা কেটে ফেলুন।

সেলাই শেষ।

লক্ষ্য রাখতে হবে সার্কিটের কোথাও যেন কোনো শর্ট সার্কিট না হয়। নিচের ছবিতে দেখুন। পজিটিভ আর নেগেটিভ ট্র্যাক সম্পূর্ন আলাদা। সেলাইটা এমনই হওয়া চাই। কোনোভাবেই যেন পজিটিভ আর নেগেটিভ একে অপরকে স্পর্শ বা ছেদ না করে।

এবার ব্যাটারি হোল্ডারে ব্যাটারি ঢুকান। স্লাইড সুইচটা অন করে দিন। আমাদের সেলাই করা সার্কিট তৈরী।

এভাবে আমরা যেকোনো কাপড়েই লিলিপ্যাড এলইডিসহ যেকোনো সেলাইযোগ্য কম্পোনেন্ট সেলাই করতে পারব। এবং ইচ্ছেমতো এম্ব্রোয়ডারি করে সুন্দর ফিনিশিং দিয়ে নিতে পারব।

]]

>

A. R
A. R

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.