Automatic Battery Charge Controller কিভাবে ব্যবহার করবেন ?
“Automatic Battery Charge Controller” ডিভাইসটির মূলত Sealed Lead Acid Battery চার্জিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে । এছাড়াও পকেট সাইজের এই ডিভাইসটি ব্যবহার করে খুব সহজেই একটি মিনি IPS (আই.পি.এস) তৈরী করে নেওয়া যায় । এই মিনি IPS ব্যবহার করে আপনি যেকোন DC লোড অপারেট করতে পারবেন ।
আর যদি একান্তই প্রয়োজন হয়, কোন AC-Load অপারেট করার- তবুও চিন্তা নেই। আপনি চাইলেই একটি Inverter কিনে জুড়ে দিতে পারেন এই Automatic Battery Charge Controller এর “+LOAD-” কানেক্টর এর সাথে । আর এতেই আপনার Inverter এবং Load সবকিছুই সয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রীন হবে।
ব্যাস! বিদ্যুৎ চলে গেলেই জ্বলে উঠবে লাইট, ফ্যান ।
পিন–আউট–ডায়াগ্রাম এবং বর্ণনা:
1. – BAT +
12V এর একটি Sealed Lead Acid Battery এর পজেটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুইটিকে এই 2-Pin-Terminal-Block পোর্টে কানেক্ট করুন । কানেকশন দেওয়ার সময় অবশ্যই সঠিক পোলারিটি মেনে কানেকশন দিন ।
2. Power LED
ডিভাইসটিতে ব্যাটারী চার্জিং জন্য পাওয়ার available হলে Power LED টি জ্বলে উঠবে ।
3. Full Charge Indication LED
ব্যাটারী ফূল চার্জ (চার্জিং এর জন্য সেট করে দেওয়া ভোল্টেজ অনুয়ায়ী) হয়ে গেলে এই সবুজ রং এর Full Charge Indication LED টি জ্বলে উঠবে । এই LED টি জ্বলে উঠার সাথে সাথে সয়ংক্রিয় ভাবে ব্যাটারীর সাথে ট্রান্সফরমার এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ব্যাটারীটি over-charge হওয়া থেকে রক্ষা পাবে । তাই এই সিষ্টেমে ব্যাটারী ফূলে ওঠার কোন সম্ভাবনা নেই ।
4. Full Charge Voltage Selection
এই ভেরিয়্যাবল রেজিষ্টর এর মাধ্যমে আপনি আপনার Rechargeable Battery এর জন্য Full Charge Voltage অর্থাৎ cut off voltage সিলেক্ট করে দিতে পারবেন । 12V এর Charge Controller ব্যাটারীর Full charge voltage হলো 14.4V । তাই আমরা ভেরিয়্যাবল রেজিষ্টরটিকে এমন একটি মান এর জন্য সেট করবো, যেন সেটি 14.4V এ cut off করে । এখানে ভেরিয়্যাবল রেজিষ্টরটিকে ঘড়ির কাটার দিকে ঘোরালে Full Charge Voltage বেশি সিলেক্ট হবে । অনুরুপভাবে ভেরিয়্যাবল রেজিষ্টরটিকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরালে Full Charge Voltage কম সিলেক্ট হবে ।
5. – LOAD +
এই 2-Pin-Terminal-Block পোর্টটি হলো আউটপুট পোর্ট । Live Power Output Selection অনুযায়ী এই – LOAD + টার্মিনালে যথাক্রমে Live Power এবং Battery Power available হবে । সুতরাং আপনি যে লোডটি অপারেট করতে চাইছেন, তা এই পোর্টে কানেক্ট করুন ।
6. Live Power Output Selection
এটি মূলত একটি ৩-পিনের Male-Connector । এই Male-Connector এর দুইটি পিনকে যথাক্রমে Jumper এর মাধ্যমে short করে দুইটি ভিন্ন আউটপুট মুডে অপারেট করা যাবে ।
Mode_1: এই মুডে প্রবেশ করার জন্য, Male-Connector এর middle & Upper পিন দুইটিকে Jumper এর মাধ্যমে short করতে হবে । মুড-১ একটিভ থাকাকালীন, LOAD (লাইট, ফ্যান… ইত্যাদি) সবসময় অন থাকবে । এই মুডে অপারেট হওয়ার সময় যদি বিদ্যুৎ থাকে, তাহলে ট্রান্সফরমার এর পাওয়ার ভাগ হয়ে যাবে । তখন এই ট্রান্সফরমার এর পাওয়ার এর একটি নির্দিষ্ট অংশ ব্যাটারী চার্জিং এর জন্য এবং বাকি অংশ LOAD কে অপারেট করার জন্য ব্যবহৃত হবে । অপরদিকে যদি বিদ্যুৎ না থাকে, LOAD এর সাথে সরাসরি ব্যাটারীর সংযোগ স্থাপন হবে, এবং LOAD টি তখনও অন থাকবে । অথ্যাৎ এটি একটি IPS (আই. পি. এস) এর মত আচারণ করবে ।
Mode_2: এই মুডে প্রবেশ করার জন্য, Male-Connector এর middle & Lower পিন দুইটিকে Jumper এর মাধ্যমে short করতে হবে । মুড-২ একটিভ থাকাকালীন, বিদ্যুৎ থাকলে- ব্যাটারী চার্জ হবে এবং LOAD অফ অবস্থায় থাকবে । এ অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে সয়ংক্রিয় ভাবে LOAD টি অন হয়ে যাবে ।
7. 12V – 0V – 12V
আমরা ডিভাইসটির জন্য একটি 12V Center-Tap-Transformer ব্যবহার করতে হবে । অথ্যাৎ Transformer টির সেকেন্ডারীতে ৩টি তার যথাক্রমে 12V-0V-12V থাকতে হবে । Transformer এর এই সেকেন্ডারীর তিনটি তারকে কে 12V-0V-12V নামক এই পোর্টে কানেক্ট করতে হবে । Transformer এর Center এর তারটিকে অবশ্যই পোর্টটির মাঝে (0V) কানেক্ট করবো ।
(যেসব Transformer এর সেকেন্ডারীতে দুইটি তার রয়েছে, সেসব Transformer ও ব্যবহার করা যেতে পারে- তবে এক্ষেত্রে Mode_2 অন থাকলে ব্যাটারী চার্জিং টাইম বেশি লাগতে পারে ।)
যা যা লাগবে:
সিরিয়াল নাম্বার |
প্রোডাক্টের নাম |
প্রোডাক্টের লিংক |
০১ |
একটি 12V এর Lead Acid Battery | Buy |
০২ |
একটি Automatic Battery Charge Controller | |
০৩ |
একটি 12V 3A এর Transformer | |
০৪ |
একটি Power Cable | |
০৫ |
লোড । (যেমন: LED Bulb) | Buy |
কানেকশন দেওয়ার সময় অবশ্যই পোলারিটি ঠিক রেখে কানেকশন দিন । দূর্ঘটনা এড়াতে Short-Circuit এর ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন । মনে রাখবেন, ব্যাটারী যত বেশি কারেন্ট রেটিং এর হবে, short-circuit এর কারণে দূর্ঘটনা তত বেশি ভয়াভহ হতে পারে । ইলেকট্রনিক্স সম্পর্কে basic ধারণা না থাকলে, অভিজ্ঞ কারো সাহায্য নিন ।
সতর্কতা:
খেয়াল রাখতে হবে- যেন Automatic Battery Charge Controller সার্কিটটি কোন বিদ্যুৎ পারিবাহী পদার্থের উপর না রাখা হয় । আমরা অনুরোধ করে থাকি, ডিভাইসটিকে spacer এবং screw এর সাহায্যে surface থেকে কমপক্ষে ১ সে. মি. উঁচুতে সেট করার জন্য ।
বৈশিষ্ট সমূহ :
- Over-Charge হতে ব্যাটারীকে রক্ষা করে । (Auto Cut Off)
- ব্যাটারী ফুলে ওঠে না ।
- বিদ্যুৎ এর উপস্থিতি অনুসারে সয়ংক্রিয় ভাবে LOAD কন্ট্রোল হয় ।
সীমাবদ্ধতা:
-
- ট্রান্সফরমার থেকে LOAD একই সময় সর্বোচ্চ 1A কারেন্ট draw করতে পারবে । (তবে ব্যাটারী থেকে LOAD তার সর্বোচ্চ কারেন্ট ই draw করতে পারবে ।)
- 12V ব্যতীত অন্য কোন ভোল্টেজ লেভেলের ব্যাটারীর জন্য এটি ব্যবহার করা যাবে না ।
Nice.. Control board ta koto porbe?
Please check this link- https://techshopbd.com/product-categories/charger/2795/sla-battery-charge-controller-12v-techshop-bangladesh
দাম কত আর কোথায় পাওয়া যাবে
30 amp battery connect kora jabe……….?
vai,12v liquid battery te ki use kora jabe.
module e click korle page not found ase. kivabe kinobo eta.link plz
আমার ১০ বেপারী চার্জার কি ভাবে তৈরীর করা হয় তা দেখা পয়োজন
স্যার, আপনার প্রশ্নটি আমাদের কাছে পরিষ্কার না। অনুগ্রহ করে বিস্তারিত বলুন।
Price কত আর কোথায় পাওয়া যাবে
প্রিয় গ্রাহক, প্রয়োজনীয় কম্পোনেন্টের মূল্য ও বিস্তারিত তথ্য দেখতে লিংক ভিজিট করুন।