Introduction to Raspberry pi | রাসবেরি পাই পরিচিতি
রাসবেরি পাই কী?
রাসবেরি পাই হচ্ছে একটি সিঙ্গেল বোর্ড মিনিয়েচার কম্পিউটার। এর আকার মোটামুটি একটি ক্রেডিট কার্ডের মতো। কম্পিউটারকে শুধু উচ্চবিত্ত এবং উচ্চমধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার হাতে তুলে দেবার লক্ষ্যেই রাসবেরি পাইয়ের জন্ম। ইতোমধ্যে বাজারে এই সিঙ্গেল বোর্ড কম্পিউটারটির কয়েকটি ভার্শন বেরিয়েছে। আমাদের টিউটোরিয়াল সিরিজে আমরা ব্যবহার করব Raspberry pi 3 model B.
Raspberry pi 3 model B তে যা যা আছেঃ
- কোয়াড কোর ৬৪ বিট ১.২ গিগাহার্জ Broadcom BCM2837 সিপিইউ।
- ১ জিবি র্যাম।
- অন বোর্ড ওয়্যারলেস ল্যান এবং ব্লু টুথ।
- চারটি ইউএসবি টু পোর্ট। তার অর্থ হচ্ছে, ইউএসবি কিবোর্ড ও মাউস কানেক্ট করার পরও আরও দুইটি পোর্ট থাকছে পেন ড্রাইভ ইত্যাদি কানেক্ট করার জন্য।
- ৪০ টি জিপিআইও পিন।
- রাসবেরি পাই ক্যামেরা কানেক্ট করার জন্য সিএসআই ক্যামেরা পোর্ট।
- রাসবেরি পাই টাচস্ক্রিন ডিসপ্লে কানেক্ট করার জন্য ডিএসআই ডিসপ্লে পোর্ট।
- এইচডিএমআই মনিটর সংযুক্ত করার জন্য এইচডিএমআই পোর্ট।
- অপারেটিং সিস্টেম এবং ডেটা সংরক্ষনের জন্য মাইক্রোএসডি পোর্ট।
ব্যবহারঃ
একটি এসডি কার্ডে রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেম বুট করে, একটি মনিটর, কি-বোর্ড আর মাউস কানেক্ট করে নিলেই এটি একটি পূর্ণাংগ কম্পিউটারের মত ব্যবহার করা যাবে। আর জিপিআইও কানেকটরগুলো এমবেডেড সিস্টেম ডিজাইনারদের জন্য আশির্বাদস্বরুপ। এই জিপিআইও কানেকটরগুলো ইনপুট-আউটপুট হিসেবে ব্যবহার করে আমরা এমবেডেড সিস্টেমের যেকোনো প্রজেক্ট করতে পারি। যেসব প্রজেক্টে আরডুইনো, পিআইসি বা এভিআর মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয় সেগুলো রাসবেরি পাই দিয়ে করা তো যাবেই, অতিরিক্ত আরও অনেককিছু করা যাবে। বর্তমানে ইমেজ প্রসেসিং এর বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ফেস ডিটেকশন এবং রিকগনিশন, কিউআর কোড স্ক্যানিং ইত্যাদি তৈরী কাজে রাসবেরি পাই অনেকের প্রথম পছন্দ। রোবটিক্স, হোম অটোমেশন, আইওটি ইত্যাদি ক্ষেত্রেও রাসবেরি পাই বহুল প্রচলিত।
রাসবেরি পাইকে সচল করতে যা যা প্রয়োজনঃ
একটি রাসবেরি পাইকে জেনারেল পারপাস কম্পিউটার হিসেবে ব্যবহার করতে বা একে প্রোগ্রাম করে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে নিচের জিনিসগুলো অবশ্যই প্রয়োজন হবে।
১) রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেমসহ একটি ক্লাস টেন ৮ জিবি মাইক্রোএসডি কার্ড। রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেমের নাম রাসবিয়ান। এর লেটেস্ট ভার্শন রাসবেরি পাই ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এসডি কার্ডে ইনস্টল করে নিতে হবে। এই কাজকে সহজ করার জন্য আমরা রাসবেরি পাইয়ের ওএস ইন্সটল করা একটি মেমোরি কার্ড টেকশপে বিক্রির জন্য উন্মুক্ত রেখেছি। রাসবেরি পাইয়ের কম্পপ্লিট সেটগুলোও নতুনদের জন্য বিশেষভাবে সহায়ক।
২)একটি এইচডিএমআই ক্যাবল। আপনার কম্পিউটারের মনিটর এইচডিএমআই সাপোর্টেড না হলে আপনার একটি এইচডিএমআই টু ভিজিএ কনভার্টারের প্রয়োজন হবে।
৩)পাওয়ার অ্যাডাপটার।
৪)ইউএসবি কিবোর্ড এবং মাউস।
তবে কিছু বিশেষ ধাপ অনুসরন করলে আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনকে রাসবেরি পাইয়ের মনিটর এবং ল্যাপটপের কিবোর্ডকে রাসবেরি পাইয়ের কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। পদ্ধতিটি একটু জটিল। আগ্রহীরা চাইলে এই ব্যপারে ইউটিউবের সাহায্য নিতে পারেন।
এছাড়াও আপনার ব্যবহারের ধরন অনুযায়ী হিট সিঙ্ক, কেসিং,কুলিং ফ্যান,জিপিআইও কানেকটরসহ আরও বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রয়োজন হতে পারে।
পরবর্তী পর্বে আমরা রাসবেরি পাইয়ের প্রোগ্রামিং শুরু করব।
raspberry pi 3 model b এর সম্পুর্ন সেটের দাম কত হবে?
Raspberry pi 4 মার্কেটে আসার পর Raspberry pi 3 ম্যানুফেকচার করা বন্ধ করে দিয়েছে। আমাদের সংগ্রহে Raspberry Pi 4 Model B 4GB Complete Set রয়েছে দেখতে এই লিঙ্ক ভিজিট করুনঃ https://www.techshopbd.com/detail/3523