ধরা যাক, এভিআর মাইক্রোকন্ট্রোলারকে আপনি কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করবেন। এভিআর মাইক্রোকন্ট্রোলাগুলোর সাধারনত ইউএসবি কম্যুনিকেশনের জন্য কোনো পিন থাকে না। কিন্তু সিরিয়াল কম্যুনিকেশনের জন্য ইউজার্ট পিন থাকে। এদিকে আজকালকার কম্পিউটারগুলোতে আবার সিরিয়াল পোর্ট থাকে না। এই উভয় সংকট মোকাবিলা করতে আমাদের প্রয়োজন ইউএসবি টু সিরিয়াল কনভার্টার।
টেকশপের FTDI USB to Serial Converter 3V3-5V মডিউলটি একটি FT232RL আইসি দিয়ে তৈরী। FT232RL একটি ইউএসবি টু সিরিয়াল কনভার্টার আইসি। এই মডিউলকে কম্পিউটারের সাথে ইন্টারফেস করাতে চাইলে প্রথমে একটি ড্রাইভার সফটওয়্যার ইন্সটল করতে হবে। ড্রাইভার ইন্সটলেশনের প্রক্রিয়া নিচে বর্ণনা করা হল।
১) ড্রাইভার সফটওয়্যারের জন্য http://www.ftdichip.com/ এ যান।
২)সাইটে ঢোকার পর Drivers এ ক্লিক করুন।
২)Drivers এ ক্লিক করার পর ‘VCP Drivers’ এ ক্লিক করুন। ৩)পেইজের নিচে স্ক্রল করে আপনার অপারেটিং সিস্টেমের উপযোগী ড্রাইভার সিলেক্ট করুন।৪)সঠিক ফোল্ডারটি ডাউনলোড করে আনজিপ করুন এবং ‘CDM 2.08.30 WHQL Certified.exe’ তে ক্লিক করুন। তারপর ‘Extract’ ক্লিক করলে নিচের উইন্ডোটি দেখাবে।
৫)’Next’ ক্লিক করুন। ৬)Finish-এ ক্লিক করুন।৭) এবার FTDI USB to Serial Converter 3V3-5V কে কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করলে ডিভাইস ম্যানেজারে যন্ত্রটি দেখা যাবে।
কনভার্টারটি এখন ব্যবহারের জন্য তৈরী। পরবর্তী পর্বে কোড এবং সার্কিট দেখানো হবে।
]]>