E-textile components | ই-টেক্সটাইলের টুকিটাকি

 

সহজ ভাষায় ই-টেক্সটাইল মানে হল পরিধানযোগ্য ইলেক্ট্রনিক ভিভাইস। এটা হতে পারে আমাদের গায়ের পোশাক, হাতের গ্লাভস্, জুতা,ব্যাগ কিংবা টুপি । হতে পারে আংটি, রিস্টব্যান্ড, দুল,মালা,ব্রেসলেট,  হেয়ারব্যান্ডের  মতো ফ্যাশন এক্সেসরিজ।

ই-টেক্সটাইল অর্থ্যাৎ, কাপড়ে পরিধানযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইসের চাহিদা এখন উর্ধমুখী। বিশ্বের লাক্সারি ব্র্যান্ডগুলো স্মার্ট পোশাক তৈরিতে আগ্রহ দেখাচ্ছে।

বর্তমানে পরীক্ষার-নিরীক্ষার পর্যায়ে থাকলেও স্মার্ট স্পোর্টসওয়্যার বিক্রি হচ্ছে বিশ্বজুড়ে। এইসব পোশাক পরা অবস্থায় পোশাকই বলে দিতে পারে পরিধানকারীর হার্টরেট কত, রক্তচাপ ও দেহের তাপমাত্রা স্‌বাভাবিক কি না ইত্যাদি।

Photo courtesy: Pinterest

  সব মিলিয়ে স্মার্ট পোশাকের বৈশ্বিক বাজার বর্তমানে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার কোটি মার্কিন ডলারের। ২০২৫ সালে বাজারটি বেড়ে ১৩ হাজার কোটি বা ১৩০ বিলিয়ন ডলার হবে। (সূত্রঃ দৈনিক প্রথম আলো ১৩ মে ২০১৯)। বাংলাদেশেও কিছুকিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে স্মার্ট পোশাক তৈরী হচ্ছে। যারা এখন ইলেক্ট্রনিক্স বিষয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য ই-টেক্সটাইল সেক্টরে তাদের কর্মসংস্থানের সুযোগ আছে। এক্ষেত্রে  আর দশজনের চাইতে এগিয়ে থাকা সম্ভব, যদি পড়াশোনা চলাকালীন সময়েই আমরা ই-টেক্সটাইলের অন্তঃত বেসিক জ্ঞানটুকু নিয়ে রাখি। সেটা খুব সহজেই সম্ভব। এমনকি, নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখারও কোনো দরকার নেই। আমরা যদি ইলেক্ট্রনিক সার্কিট ভালো বুঝি, আরডুইনো শিখে থাকি, তাহলে ই-টেক্সটাইলের অর্ধেকই আমরা জেনে গেছি। বাকিটার জন্য প্রয়োজন কিছু এস্থেটিক দক্ষতা। সেলাই তো আমরা অনেকে শখের বশে করেই থাকি, স্কুলে পড়ার সময়ও অনেককে করতে হয়েছে সেই স্কিলটাই নাহয় আরেকটু ঝালাই হয়ে যাক। এই ব্লগপোস্টে ই-টেক্সটাইল নিয়ে কাজ করতে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে জানব।   

LilyPad Arduino 328 Main Board : ফুলের মতো দেখতে এই বোর্ডটি আসলে একটি আরডুইনো উনো। বিশ্বাস হচ্ছে না? তাহলে এর পিন আউটটা লক্ষ্য করুন। আমাদের অতি পরিচিত নীল আরডুইনো বোর্ডের সাথে লিলিপ্যাডেরর পার্থক্য হল লিলিপ্যাড কাপড়ে সেলাই করা যায়, সাবান পানি দিয়ে ধোয়াও যায়।

FTDI USB to serial converter 3V3-5V : LilyPad Arduino 328 Main Board  এ কোনো ইউএসবি টু সিরিয়াল কনভার্টার নেই। তাই এটি প্রোগ্রাম করতে একটি ইউএসবি টু সিরিয়াল কনভার্টার প্রয়োজন। আমাদের FTDI USB to serial converter 3V3-5V দিয়েই কাজটি করা সম্ভব। লিলিপ্যাডটি কাপড়ে সেলাইয়ের আগে কিংবা পরে যেকোনো সময়েই এর প্রোগ্রামিং পিনগুলোর সাথে ইউএসবি টু সিরিয়াল কনভার্টারের পিনগুলো কানেক্ট করে আরডুইনোকে প্রোগ্রাম করা যায়।

কিছু টিউটোরিয়ালঃ আমরা আমাদের সানস্ক্রিন রিমাইন্ডার হ্যাট এবং ব্লুটুথ টিশার্ট টিউটোরিয়ালে উপরোল্লিখিত পদ্ধতিতে লিলিপ্যাডকে প্রোগ্রাম করেছি।

FLORA – Wearable electronic platform: Arduino-compatible :  লিলিপ্যাডের মতোই আরেকটি চমৎকার ই টেক্সটাইল প্লাটফর্ম হলো ফ্লোরা। একে প্রোগ্রাম করতে আলাদা কোনো কনভার্টারেরও প্রয়োজন নেই। একটা মাইক্রোইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে আরডুইনো আইডিই দিয়েই একে প্রোগ্রাম করা যাবে। ফ্লোরার অন্যতম আকর্ষন হচ্ছে এর বোর্ডে থাকা একটি বড় নিওপিক্সেল এলইডি। ফ্লোরা ব্যবহারের সুবিধা হল, ফ্লোরার সাথে কমপ্যাটেবল আরও অনেক সেন্সর আছে যেগুলো কাপড়ে সেলাইযোগ্য। যেমন ফ্লোরা মোশন সেন্সর, ফ্লোরা ব্লুটুথ মডিউল, জিপিএস মডিউল, ইউভি সেন্সর, স্মার্ট নিওপিক্সেল এলইডি ইত্যাদি। ফ্লোরাভিত্তিক বেশকিছু চমৎকার প্রজেক্ট তৈরী করেছে অ্যাডাফ্রুট। যেমন, মোশন অ্যাক্টিভেটেড গ্লোয়িং স্কার্ট, জিপিএস রিস্টওয়াচ  এমন আরও অনেককিছু।

Beetle BLE – The smallest Arduino bluetooth 4.0 (BLE) : কাপড়ে সেলাইযোগ্য ছোট্ট কিউট আরডুইনো । এতে রয়েছে অন-বোর্ড ব্লুটুথ মডিউল। ব্লুটুথভিত্তিক পোশাক বা অন্য যেকোনোকিছু তৈরী করতে এই একটি বোর্ডই যথেষ্ট। বিটলের প্রথম সংস্করন হচ্ছে Beetle – The Smallest Arduino।    এটিতে ব্লুটুথ নেই। কিন্তু এটিও কাপড়ে সেলাইযোগ্য। একটি আরডুইনো লিওনার্দো দিয়ে যেসব কাজ করা যায় সেই সবকিছুই Beetle – The Smallest Arduino করতে পারবে। তা-ও আবার আপনার বুক পকেটের ভেতর লুকিয়ে থেকেই!

Lilypad LED : এগুলো কাপড়ে সেলাইযোগ্য এলইডি।লাল, নীল, সবুজ, সাদা বিভিন্ন রঙয়ে পাওয়া যায়।  এগুলো লিলিপ্যাডের সাথে সেলাই করে আমরা কাপড়েই তৈরী করতে পারি  চোখ ধাঁধানো চমৎকার সব সার্কিট।

Conductive Thread Bobbin – 30ft (Stainless Steel) : কাপড়ে সেলাইযোগ্য আরডুইনো , এলইডি, সেন্সর সবই  তো আছে, তা সেলাইটা করব কী দিয়ে?

সেলাইয়ের জন্যই রয়েছে কন্ডাকটিভ সুতা। এই সুতা তৈরী হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। তাই এটি বিদ্যুৎ পরিবাহী। সাধারন সুতোর মতোই এই সুতো কাচি দিয়ে কেটে নেওয়া যায়, সুঁইয়ে ভরে সেলাই করা যায়। ব্রেডবোর্ডের সার্কিটে আমরা যেমন কানেকটিং ওয়্যার ব্যবহার করি, তেমনি কাপড়ের সার্কিটের কানেক্টিং ওয়্যার হল এই সুতা। এই সুতা দিয়েই কম্পোনেন্টগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে।

LilyPad Coin Cell Battery Holder : এবং কয়েন সেল ব্যাটারিঃ অনেকেই হয়তবা ভাবছেন কাপড়ের সার্কিটে পাওয়ার দেব কিভাবে? ব্যাটারি হাতে করে ঘুরবো? সুখবর হচ্ছে, লিলিপ্যাড আরডুইনোকে পাওয়ার দিতে শুধু একটি কয়েন সেল ব্যাটারিই যথেষ্ট।

সেটা হতে পারে CR2032 কিংবা CR2025। অবাক হচ্ছেন? ভাবছেন এই পয়সার মতো ব্যাটারি সেলাই করবেন কিভাবে? চিন্তা নেই। আছে  LilyPad Coin Cell Battery Holder

এই ব্যাটারি হোল্ডারটি কাপড়ে সেলাই করা যায়। এর পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সাথে লিলিপ্যাডের পজিটিভ আর নেগেটিভ প্রান্ত সেলাই করে দিতে হবে। তারপর হোল্ডারে ব্যাটারি ঢুকিয়ে সুইচ অন করে দিলেই সচল হবে পুরো সার্কিট। এই ব্যাটারি হোল্ডারের গায়ের স্লাইড সুইচ দিয়েই অন-অফ করা যাবে গোটা সার্কিটের পাওয়ার। পোশাকটি যখন ব্যবহার করব না তখন সুইচটা অফ করে রাখলেই হল। কাপড় ধোবার সময় ব্যাটারিটা অবশ্যই হোল্ডার থেকে বের করে রাখতে হবে।

সুঁই, কাচি আর উপরের কম্পোনেন্টগুলো আপনার সংগ্রহে থাকলে বাসায় বসে আজই শুরু করতে পারেন ই-টেক্সটাইলের সেলাই-ফোড়াই। এগুলো ছাড়াও আরও বেশকিছু ই-টেক্সটাইল পন্য পাওয়া যায় টেকশপে। যেমনঃ

LilyPad Vibe Board : 

লিলিপ্যাডের সাথে কমপ্যাটেবেল, সেলাই, ধোলাই ও পরিধানযোগ্য ভাইব্রেশন মোটর।  এটা আমরা ব্যবহার করেছি আমাদের সানস্ক্রিন রিমাইন্ডার হ্যাটের এক কোনায়। এই মোটরটাই কেঁপে কেঁপে আমাদের মনে করিয়ে দিত, মুখে সানস্ক্রিন দেবার সময় হয়েছে। এর কম্পন শুধু পরিধানকারীই টের পায়।  হ্যাট ছাড়াও এগুলোকে সেলাই করা যায় পোশাকে, বালিশে কিংবা ব্যাগে।

বিশেষ ফ্যাব্রিকঃ ই টেক্সটাইল কম্পোনেন্টগুলো সাধারন কাপড়েই সেলাই করা যায়। কিছু বিশেষ প্রজেক্টের জন্য বিশেষ ধরনের কিছু কাপড় আছে। যেমন , কন্ডাকটিভ ফেব্রিক, প্রেশার সেন্সিং ফেব্রিক ইত্যাদি।

তো আর দেরি কেন? আজকেই সংগ্রহ করে নিন আপনার পছন্দের ই-টেক্সটাইল কম্পোনেন্টগুলো www.techshopbd.com থেকে। শুরু হোক এবার বিদ্যুতের ঝলক পরনের কাপড়েও!

]]>
A. R
A. R

2 Comments

  1. খুব অসাধারন একটি লেখা পড়লাম। এটা না পড়লে আমার কোন দিন হয়তো জানায় হত না, যে ফেব্রিকেও ইলেক্টনিক্স ডিভাইস ব্যবহার কারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.