Very simple glowing Eid card | অতি সাধারন গ্লোয়িং ঈদ কার্ড)

মহামারীর এই কঠিন সময়েও এসেছে খুশির ঈদ। অন্যান্য বছরের মতো বেড়াতে যাওয়া এবার হবে না। তাই বলে তো আর খুশি থেমে থাকবে না, তাই না? ঘরেই আমাদেরকে আনন্দ খুঁজে নিতে হবে। লকডাউনের এই অনাকাঙ্খিত ছুটি আমাদেরকে এনে দিয়েছে সন্তানদের সাথে আগের চেয়ে বেশি সময় কাটানোর সুযোগ। তো এই সুযোগটিই কাজে লাগানো যাক না। চলুন, তাকে সাথে নিয়ে তার রঙ পেন্সিল, যেকোনো টুকরো সাদা কাগজ আর সামান্য কিছু ইলেক্ট্রনিক কম্পোনেন্ট দিয়েই বানিয়ে ফেলি একটি গ্লোয়িং ঈদ কার্ড।

প্রয়োজনীয় যন্ত্রপাতি  পরিমান প্রডাক্ট লিংক
LED-Yellow 5mm 1 এখানে ক্লিক করুন
Copper tape (You can use alluminum foil or conductive chocolate wrappers instead) 1 এখানে ক্লিক করুন
Lithium battery CR2025 1 এখানে ক্লিক করুন
Scotch Tape 1  
Paper and colors per choice    
     

নিজের পছন্দমতো যেকোনো একটি ছবি আঁকুন অথবা প্রিন্ট করে নিন। আমাদের বাড়িতে প্রিন্টার নেই। যেহেতু ঈদকার্ড সেহেতু  আমি ও আমার ছেলে মিলে আনাড়ি হাতে একটি মসজিদের ছবি এঁকে রঙ করে  নিলাম।

ছবি আঁকার পর কাগজ  ফুঁটো  করে এলইডি ঢুকিয়ে দিন। এলইডির দুই পা যেন কাগজের সাদা পাশে থাকে।

এলইডির পজিটিভ ও নেগেটিভ প্রান্ত অবশ্যই চিহ্নিত করে নেবেন।

এবার কপার টেপ দিয়ে কাগজের সাথে এলইডির দুই পা সংযুক্ত করুন।

এলইডির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত টেপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত স্পর্শ করিয়ে রাখুন।

ব্যাটারিটিকে স্কচটেপ দিয়ে আটকে দিন। টেপটা এমনভাবে লাগাতে হবে যেন ব্যাটারির নেগেটিভ প্রান্ত পুরো ঢেকে না যায়।

এলইডির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত টেপটির শেষ মাথা কাগজের যে প্রান্তে লাগানো রয়েছে সেই প্রান্তে একটি ভাঁজ দিন।

এই ভাঁজটিই কার্ডের সুইচ হিসেবে কাজ করবে। এই ভাঁজকৃত অংশটি স্পর্শ করলে এলইডির নেগেটিভ প্রান্ত টেপের মাধ্যমে ব্যাটারির নেগেটিভ প্রান্ত স্পর্শ করবে এবং এলইডি জ্বলে উঠবে।

তৈরী হয়ে গেল অতি সাধারন কিন্তু সুন্দর গ্লোয়িং ঈদ কার্ড।

এবার আপনার প্রিয় মানুষটিকে উপহার দিন ও তার হাসি দেখুন।   

 

]]>
A. R
A. R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.