Chapter 3: DIY-DC power supply | পর্ব ৩ঃ এসো বানাই পাওয়ার সাপ্লাই

এই টিউটোরিয়ালে আমরা একটি পাওয়ার সাপ্লাই সার্কিট তৈরী করব। কারন, মাইক্রোকন্ট্রোলারকে সচল রাখতে ৫ ভোল্ট ডিসি সাপ্লাই প্রয়োজন। এই কাজটি একটি ডিসি অ্যাডাপটার দিয়ে করা সম্ভব। কিন্তু ডিসি অ্যাডাপটারের কিছু সীমাবদ্ধতা আছে। অ্যাডাপটারের আউটপুট কখনই কন্সট্যান্ট হয় না, এটি লোডের সাথে পরিবর্তনশীল। কিন্তু আউটপুট কমে যেতে থাকে কেন? অ্যাডাপটারে আছে একটি ছোট  ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারটির নিজের এডি কারেন্ট লস, হিস্টেরেসিস লস এবং ওয়াইন্ডিং রেজিস্টেন্স আছে।  লোড যত বেশি হবে, সে তত বেশি কারেন্ট টানবে, লস তত বাড়বে এবং আউটপুটও কমবে।

কাজেই আমাদের একটি রেগুলেটর আইসি LM7805 ব্যবহার করা প্রয়োজন। আইসিটি ৫ ভোল্ট আউটপুট দিতে পারে। ইনপুট ভোল্টেজ ৮ থেকে ৩০ ভোল্ট। আরও বিস্তারিত জানতে আইসিটির ডাটাশিট ডাউনলোড করুন। আদর্শ একটি পাওয়ার সাপ্লাই সার্কিট নিচে দেখানো হল।

এখানে D2 একটি পাওয়ার ইন্ডিকেটর এলইডি। এটি আমাদের বুঝতে সাহায্য করে পাওয়ার সাপ্লাইটি অন নাকি অফ। ক্যপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে নয়েজ কমানোর জন্য। নয়েজ খুব বেশি হলে ক্যাপাসিটরের ভ্যালু বাড়ানো যায়।

সার্কিটটি ব্যবহারের একটি সমস্যা আছে। সমস্যাটি বুঝতে আমরা নিচের উদাহরনটি খেয়াল করি।

আউটপুট কারেন্ট Iout=0.5A

সুতরাং Iin=0.5A

আউটপুট পাওয়ার, Pout= VI=5×0.5=2.5W=2.5J/S

Pin=12×0.5 (ধরি, ইনপুট ভোল্টেজ,১২ভোল্ট)

পাওয়ার লস=6-2.5=3.5 W

এই লসটা হয় LM7805 এর ভেতরে। কারন, এটি প্রচুর তাপ ক্ষয় করে। কাজেই, যত বেশি লোড কারেন্ট,  তত বেশি লস, তত বেশি তাপক্ষয়। এই কারনেই আইসিটির সাথে একটি হিট সিঙ্ক লাগানো থাকে। কিন্তু এই হিটসিঙ্ক একাই যথেষ্ট নয়। কাজেই, এক্সটারনাল আরেকটি হিটসিঙ্ক ব্যবহার করতে হবে। হিটসিঙ্ক কিনতে পাওয়া যায়। কোনো নষ্ট কম্পিউটারের পাওয়ার সাপ্লাই থেকে খুলেও নেওয়া যেতে পারে।

আপনি চাইলে নিজে পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন কিংবা টেকশপের ব্রেডবোর্ড পাওয়ার সাপ্লাই স্টিক ব্যবহার করতে পারেন।

পাওয়ার সাপ্লাই সার্কিট সম্পর্কিত আলোচনা এখানেই শেষ। এরপরের অধ্যায়ে আমরা প্রোগ্রামার সার্কিট সম্পর্কে জানব।

5/5 - (1 vote)
Share with your friends
Default image
A. R
Articles: 116

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.